আসসালামুয়ালাইকুম প্রিয় ট্রিকবিডি এর সকল সদস্যগণ,কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি বলে আজ আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে। অনেক সময় লিখা এর মধ্যে ভুল ত্রুটি থাকে ক্ষমা এর দৃষ্টি তে দেখার অনুরোধ রইলো।
আমরা সচরাচর অনেকেই স্মার্টফোন ইউজ করছি, এই ২০২৪ এ এসে স্মার্টফোন এর ব্যাবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের দরকারি অনেক কাজ স্মার্টফোন এর মাধ্যমে খুব সহজেই করা সম্ভব হচ্ছে।
অনেক সময় আমরা অ্যাপস ডাউনলোড করে থাকি গুগল প্লে স্টোর থেকে আমাদের ডাটা বা WiFi নেটওয়ার্ক ব্যবহার করে। দরকার শেষ হলে আবার অ্যাপস ডিলিট করে ফেলি। পুনরায় আবার ডাউনলোড করতে হয় আমাদের এটি আমাদের ডাটা চার্জ করে। যা এক প্রকার ঝামেলা এর বিষয়।
যদি এমন হয় আপনি যেই অ্যাপস ডাউনলোড করবেন সেটিকে আবার আপনি চাইলে আপনার ফাইল এ সংগ্রহ করে রাখতে পারবেন এবং যেকোনো সময় দরকার পড়লে ইনস্টল করে ব্যাবহার করবেন । আজ এই সলিউশন নিয়ে আমি অভি হাজির হয়েছি আপনাদের মাঝে।
প্রথমে গুগল প্লে স্টোর থেকে আপনি এই অ্যাপস টি ডাউনলোড করুন।
আপনাদের সুবিধা এর জন্য এই লিংক এ ক্লিক করে সরাসরি ডাউনলোড করুন।
ক্লিক করুন এখানে
এইবার আপনি অ্যাপস এ প্রবেশ করে এই থ্রি ডট এ ক্লিক করুন।
এইবার আপনি Output folder এ ক্লিক করুন।
এবার এখানে allow access to download লিখাটিতে ক্লিক করুন।
এবার এখান থেকে যেকোনো একটি অ্যাপস সিলেক্ট করুন যেটি আপনি কপি করতে চান, আমি সবার শেষের অ্যাপস কপি করে দেখাচ্ছি।
কপি হয়ে গেলে এমন লেখা আসবে।
এবার আপনি আপনার ফোনের গুগল ফাইল অ্যাপস টি ওপেন করুন।
Internal storage লিখাটিতে ক্লিক করুন।
এখানে download ফোল্ডারে ক্লিক করুন।
দেখুন আমি যেই অ্যাপস কপি করেছি সেটি নিচে চলে এসেছে।
চাইলে আপনারা এভাবে আপনাদের পছন্দের অ্যাপসগুলোকে আপনার ফোনে কপি করে রাখতে পারেন যাতে পরবর্তী সময়ে আবার এমবি খরচ করে ডাউনলোড করতে না হয়।
এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে পুরো পোস্টটি পড়ার জন্য সাথেই থাকবেন trickbd এর।আমার ছোট্ট একটা ওয়েবসাইট রয়েছে।
ভিজিট করে দেখে আসতে পারেন আমার ওয়েবসাইটটি এখানে থেকে
যেকোনো প্রয়োজনে আমাকে পাবেন আমার ফেসবুকে এখানে
The post গুগল প্লে স্টোর এর যেকোনো অ্যাপস কে কপি করবেন যেভাবে!! জেনে নিন বিস্তারিত appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/NWVLH2G
via IFTTT
Comments
Post a Comment