আসসালামু আলাইকুম
বর্তমানে ওয়েবসাইটকে অ্যাপস এ কনভার্ট করার জন্য অনেক টুলস রয়েছে। কিন্তু এই টুলস গুলোর ব্যবহারে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিজ্ঞাপন। অর্থাৎ যেই অ্যাপস তৈরি করব সেই অ্যাপ এ বিজ্ঞাপন দেখায়। তাই আমাদের আর ব্যবহার করতে ভালো লাগেনা।
ওয়েবসাইট কে অ্যাপস এ কনভার্ট করার জন্য এমন একটা টুলস নিয়ে কথা বলব আপনাদের বিজ্ঞাপন দেখতে হবে না। এবং কাজটা আপনি ফ্রিতে ও খুব সহজে করতে পারবেন। নিচে স্টেপ বাই স্টেপ দেখানো হলে।
প্রথমে Webintoapp.com এ ভিজিট করুন।
GET STARTED করুন।
কিভাবে তৈরি করবেন তার একটি উদাহরণ এখানে দিয়ে দিয়েছে। দেখুন, এখানে ওয়েবসাইট কে এপসে কনভার্ট করতে পারবেন আবার কোডিং এর মাধ্যমে তৈরি করতে পারবেন। কোডিং এর মাধ্যমে করতে চাইলে HTML File ব্যবহার করতে হবে। অ্যাপস নেম, অ্যাপসের ভার্সন ও কোম্পানি নেম দেওয়ার অপশন আছে। বুঝতে পারছেন কতটা সহজ। এটা করার জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে।
স্ক্রোল করে নিচে গিয়ে Register||Free অপশনে ক্লিক করুন।
নাম, ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে Register এ ক্লিক করুন
রেজিস্ট্রেশন শেষ হওয়ার পরে আপনাকে ড্যাসবোডে নিয়ে যাবে । এবং আপনি অ্যাপস তৈরির কাজ শুরু করে দিতে পারবেন। এখানে অ্যাপস দুইটি মাধ্যমে করতে পারবেন।
১. ওয়েবসাইট কে অ্যাপস এ কনভার্ট।
২. কোডিং করে অ্যাপস তৈরি।
কোডিং এর মাধ্যমে অ্যাপস তৈরি করার জন্য HTML File ফাইল সিলেক্ট করুন।
যেহেতু আমি ওয়েবসাইটকে অ্যাপস এ কনভার্ট করতে চাই তাই Online URL সিলেক্ট করলাম। Url এর জায়গায় ট্রিকবিডি সাইটের লিংক। অ্যাপস নেম ও Trickbd ।
এখন আপনার ওয়েবসাইটের লোগোর আইকনটি প্রয়োজন। অবশ্যই আইকন এর রেজুলেশন ৫১২×৫১২ হতে হবে।
৫১২×৫১২ রেজুলেশন করার জন্য একটা ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। আর যাদের এই রেজুলেশন এর আইকন আছে তাদের দরকার নাই।
Compress 512×512 লিংক এ গিয়ে কম্পোজ করে Download করে নিন।
Company Name দিন ও ৫১২×৫১২ আইকনটি সিলেক্ট করুন। বাকিগুলো অপরিবর্তিত থাকলে ভালো হয়। Next অপশনে ক্লিক করুন।
Free সিলেক্ট করে Make App এ ক্লিক। এরপর কিছুক্ষণ অপেক্ষা করলে তৈরির কাজ সম্পূর্ণ হয়ে যাবে।
এরপর উপর থেকে অ্যাপস ডাউনলোড লিংক কপি করবেন। অ্যাপস ক্যাটাগরি ও এপস এর বিস্তারিত লিখে Ok বাটনে ক্লিক করুন।
কিছু ভুল হলে অথবা পরিবর্তন করতে হলে screenshot এ দেখানো সেটিংস অপশন এ গিয়ে পরিবর্তন করতে পারবেন।
যে লিংক কপি করতে বলা হয়েছে ব্রাউজারে সেই লিংকে যান । Download APK থেকে অ্যাপস ডাউনলোড করতে পারবেন।
নিচে তৈরিকৃত অ্যাপস এর একটি স্ক্রিনশট ।
The post আপনার ওয়েবসাইট কে অ্যাপ্স এ কনভার্ট করুন বিনামূল্যে এবং বিজ্ঞাপন মুক্ত। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/xGC34Am
via IFTTT
Comments
Post a Comment