আসসালামুয়ালাইকুম,
আজকে আমার দেখা Call Recording এর সেরা Magisk Module এর সম্পর্কে বলবো।
যেটা কোনো ঝামেলা ছাড়াই ব্যবহার করতে পারবেন।
Basic Call Recorder-BCR সম্পূর্ণ ফ্রী।
Mod version কল রেকর্ডারে ভাইরাস থাকার সম্ভাবনা থাকে।
BCR এ কোনো ভাইরাস নেই। এমনকি ডেভেলপার কিছুদিন পর পরই নতুন নতুন আপডেট আনে।
এটা ব্যবহার করতে হলে প্রথমে এটার Module যেটা Zip আকারে থাকবে সেটা Magisk এ Flash করতে হবে।
মডিউল ফ্ল্যাশ করার পর ফোন রিবুট দিবেন।
ফোন চালু হলে দেখতে পাবেন BCR নামে একটা এপ চলে আসছে।
BCR এপ এর রুট পারমিশন দিবেন।
BCR এপ Open করবেন।
সকল পারমিশন দিবেন।
Output Directory তে ক্লিক করে যে ফোল্ডারে রেকর্ডিংস রাখতে চান সেটা সিলেক্ট করবেন।
আমি /Music/PhoneRecord এ রাখছি।
Output Format আপনার পছন্দমত দিবেন।
আমি FLAC, Level 8, 48000 Hz দিয়েছি।
Disable Battery Optimization Enable করবেন।
আর রেকর্ডিং এর পুরো ডিটেইলস চাইলে Write metadata file Enable করবেন।
এখন কাউকে কল দিয়ে চেক করে দেখেন কল রেকর্ডিং ঠিকমতো কাজ করছে কিনা।
প্রথমবার কল রেকর্ডিং Failed হতে পারে। দ্বিতীয়বার ঠিকঠাকমতো রেকর্ড করবে।
আর BCR ব্যবহার করলে ফোনে থাকা Default রেকর্ডিং বন্ধ করে নিবেন।
BCR Github Download link: https://github.com/chenxiaolong/BCR/releases
Android Development & Flashing Support group: https://t.me/AndroidSupportCommunity
Symphony Development Support group: https://t.me/z60z60plus
The post বেস্ট ফ্রী কল রেকর্ডিং Magisk Module, সব ফোনে কাজ করবে (A9+) appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/9vUwyAW
via IFTTT
Comments
Post a Comment