পৃথিবী গোল আর যে যায়গায় আছেন তার ঠিক বরাবর অপর প্রান্তে সুরঙ্গ খুঁড়ে গেলে কি আছে যেভাবে দেখবেন

ট্রিকবিডিতে সবাইকে স্বাগতম


ছোটবেলায় ব‌ইয়ের পাতায় পড়ে থাকবেন পৃথিবীটা গোল।প্রথম প্রথম যখন এটি পড়া হয়, তখন বেশ কিছু বিষয় মাথায় উঁকি দেয়। পৃথিবী গোল হলে আমরা উল্টো ঝুলে থাকি না কেন? সেই সাথে মনে হয় আমরা পৃথিবী থেকে ছিটকে যাই না কেন? আর পৃথিবী গোল হলে সুড়ঙ্গ খুঁড়ে গেলে অপর প্রান্তে কি আছে?

ছোটবেলায় এসব প্রশ্নের উত্তর বড় হ‌ওয়ার পর আমরা জেনে গেছি। বিজ্ঞান এসব বিষয় নিয়ে খুবই ক্লিয়ার এক্সপ্লেনেশন দিয়ে গেছে।এখনো কারো এসব প্রশ্নের উত্তর জানা না থাকলে গুগল‌ থেকে জেনে নিতে পারেন।তবে ছোটবেলার কৌতুহল আমি যে জায়গায় আছি সেখানে মাটি খুঁড়ে গেলে পৃথিবীর অপর প্রান্তে কি পাবো এটা এখনো অনেকের থাকতে পারে।

এই কৌতূহলের কথা চিন্তা করে আজকে নিয়ে এসেছি একটি ওয়েবসাইট। আপনারা অক্ষরেখা,মেরুরেখা নিয়ে হয়তো শুনে থাকবেন। সেখান থেকে নির্ধারণ হয় Longitude এবং latitude. আর এটির উপর ভিত্তি করে আপনার একদম বরাবর পৃথিবীর অপর প্রান্তে কি আছে সেটি দেখা যায়।

এটা নির্ধারণ করার জন্য প্রয়োজন দুটি অ্যাপ।আর একটি ওয়েবসাইট।

অ্যাপ এর নাম My GPS Location

অন্যটি ফোনের google map


অ্যাপটি অপেন করলেই Latitude এবং Longitude কপি করে নিবেন।

এরপর যেতে হবে একটি ওয়েবসাইটে। ওয়েবসাইট এর নাম Data adaptive লিংক এখানে

সবার নিচে ক্লিক করে দেখবেন Co-ordinate Converter. সেখানে আপনার Latitude আর Longitude টাইপ করে কনভার্ট করে নিবেন।

এখান থেকে আপনার কনভার্ট করা latitude আর longtitude copy করে নিবেন। (security এর জন্য সম্পুর্ন দেখানো গেল‌না)

এরপর গুগল‌ অ্যাপের সার্চবারে কনভার্ট হ‌ওয়া এই latitude,longtitude লিখে সার্চে ক্লিক করবেন।(কনভার্ট হ‌ওয়ার এখানে নাম্বারের আগে মাইনাস শো করবে)


দেখুন আমার ঠিক বরাবর অপর প্রান্তে কি আছে সেটি দেখা যাচ্ছে। এটি কোন এক সাগরে। অর্থাৎ আমার বরাবর পৃথিবীর অপর প্রান্তে রয়েছে সাগর।

আজ এই পর্যন্তই। আশা‌ করি ভালো লাগবে। দেখা হবে আবার ট্রিকবিডিতে।

The post পৃথিবী গোল আর যে যায়গায় আছেন তার ঠিক বরাবর অপর প্রান্তে সুরঙ্গ খুঁড়ে গেলে কি আছে যেভাবে দেখবেন appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/vTmcrzy
via IFTTT

Comments