আসসালামু আলাইকুম !
আজকে ডিজিটাল কারেন্সী শিক্ষা পর্ব ১১ তে
আজকে আমরা দেখবো দেখবো কিভাবে একটা Project এর Funding বের করতে হয় !
একটা Project এর জন্য হলো lifeblood হলো funding !
crypto project এর ফান্ডিং এর প্রক্রিয়া !
প্রত্যক প্রজেক্ট এর জন্য তাদের technology,operation,marketing সবকিছুর জন্য funding প্রয়োজন !
এজন্য প্রজেক্টগুলো বিভিন্ন venture capital এর কাছে যায় pitching করে ফান্ডিং এর জন্য !
ফান্ডামেন্টাল এনালাইসিস এর ক্ষেত্রে অবশ্যই আপনাকে দেখতে হবে প্রজেক্ট এর ফান্ডিং কেমন পেয়েছে !
আজকে আমরা দেখবো কিভাবে একটা প্রজেক্ট এর funding বের করার জন্য দুইটা website !
প্রথম website
এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা প্রজেক্ট এর ফান্ডিং এর তথ্য !
এই ওয়েবসাইটে কয়েক ভাবে দেখা যায় !
যেমনঃ
round=এটা কোন রাউন্ডের ফান্ডিং !
date= কবে ফান্ডিং পেল!
amount=কত পরিমান ফান্ডিং পেল !
project category= এটা কোন ধরনের প্রজেক্ট
investors= কোন কোন venture capital এই প্রজেক্ট এ ইনভেস্ট করেছে !
এসব !
এখানে দেখা যায় যে এই crypto industry এর সবচেয়ে সেরা venture capital গুলো !
এখন আমরা দেখবো coinbase ventures এর কিছু funding করা কিছু প্রজেক্ট এর তালিকা !
আপনি আপনার নিজের ইনভেস্ট করা প্রজেক্টকে এখানে search করে সেটার funding সব তথ্য জেনে
নিতে পারবেন !
একটা প্রজেক্ট এর ক্লিক করলে সেটার ব্যাপারে অনেক তথ্য জেনে নিতে পারবেন !
সেটার funding,social media,এটার কি কাজ, কে কে এই প্রজেক্ট এ ইনভেস্ট করেছে সেসব !
যেমনঃ
আরেকটা ওয়েবসাইট হলো
এটার ব্যবহার করার সুবিধা বেশি !
category,funding,amount এসব দিয়ে filter করতে পারবেন !
আজকে এ পর্যন্তই !
আশাকরি নতুন কিছু শিখতে পেরেছেন !
জয়েন করুন আমার টেলিগ্রাম চ্যানেল !
The post পর্ব ১১ ফান্ডিং কিভাবে দেখবেন ? appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/MnwLKqS
via IFTTT
Comments
Post a Comment