সেরা কয়েকটি ওয়েবসাইট এবং টেলিগ্রাম বট!

আসসালামু আলাইকুম সবাইকে, আজকের পোস্ট এ সেরা কয়েকটি ওয়েবসাইট এবং টেলিগ্রাম বট সম্পর্কে বলবো যা আপনার কাজে লাগবে। তো চলুন শুরু করা যাক।

 

১. Terabox Online Video Player

অনেকেই terabox অ্যাপ ব্যাবহার করেন। Terabox এ কোনো ভিডিও দেখতে গেলে অনেক অ্যাড শো করে। এজন্য কোনো ঝামেলা ছাড়াই শুধুমাত্র ভিডিও লিঙ্ক দিয়ে এই ওয়েবসাইট থেকে সরাসরি ভিডিও দেখতে পারবেন।

২. Youtube Thumbnail

এই ওয়েবসাইটটি ব্যাবহার করে ইউটিউব এর যেকোন ভিডিও থাম্বনেইল ইমেজ ডাউনলোড করতে পারবেন। ভিডিওর লিংক ওয়েবসাইট এর সার্চবারে দিলেই ইউটিউব থাম্বনেইল ডাউনলোড বাটন পেয়ে যাবেন।

৩. Movie Dokan

মুভি দোকান ওয়েবসাইটটিতে সকল ধরনের লেটেস্ট মুভি, ওয়েব সিরিজ এর লিংক পাবেন। এখানে চরকি, বঙ্গ, হইচই, বিংয়ে, নেটফ্লিক্স অটিটি প্ল্যাটফর্মের বাংলা, হিন্ধি, ইংলিশ মুভিগুলোও দেখতে পারবেন।

 

৪. I2OCR

ওয়েবসাইটটির মাথমে ইমেজ থেকে টেক্সট এ কনভার্ট করতে পারবেন। এজন্য প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে ইমেজ আপলোড করবেন তারপর কনভার্ট এ ক্লিক করলেই ইমেজটি টেক্সটে পরিবর্তন হবে।

৫. Clean Png

এখান থেকে সকল ধরনের প্রিমিয়াম পিএনজি ইমেজ ডাউনলোড করা যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে ওয়েবসাইটটি সম্পূর্ণ ফ্রি এবং কোনো প্রিমিয়াম কিনা লাগবে না।

৬. Virus Total

অনলাইন থেকে বিভিন্ন ধরনের ফাইল ডাউনলোড করি। এই ফাইল গুলোর মধ্যে কোনোটি সেফ আবার কোনোটিতে ভাইরাস থাকে। এইজন্য যে ফাইল বা সটওয়্যারটি ডাউনলোড করতে চাচ্ছি তার লিংক কপি করে এই ওয়েবসাইটে দিলেই ভাইরাস স্ক্যান করে বলে দিবে যে সটওয়্যারটি নিরাপদ কিনা বা ডাউনলোডকৃত সটওয়্যার আপলোড করেও বুঝতে পারবেন।

৭. PDF CANDY

ওয়েবসাইটটিতে পিডিএফ রিলেটেড সকল কাজ করতে পারবেন। যেমন: পিডিএফ টু ওয়ার্ড, জেপিজি টু পিডিএফ,

পিডিএফ টু ডকস, এডিট পিডিএফ, লক পিডিএফ, অ্যাড ওয়াটারমার্ক টু পিডিএফ, এক্সট্র্যাক্ট পিডিএফ।

 

Telegram Bot

৮. RexiecatBot

এই টেলিগ্রাম বটের সাহায্যে যেকোনো মুভি, ওয়েব সিরিজ চাইলে ডাউনলোড করতে পারবেন। যে মুভিটা দেখতে চাচ্ছেন তার নাম লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন এবং মুভিটা টেলিগ্রামেই ডাউনলোড করা যাবে।

৯. AI_Background_Remover_Bot

Background Remover Bot এর মাধ্যমে যেকোনো ছবির ব্যাকরাউন্ড রিমুভ করে নিতে পারবেন।

১০. filestore_public_bot

ফাইল স্টোর বটটি দিয়ে যেকোনো ফাইল এই বটে রেখে সেটি শেয়ার করতে পারবেন । লিংকটি পার্মানেন্ট থাকবে কখনো এক্সপায়ার হবে না।

আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

 

“নতুন নতুন টিপস এবং ট্রিকস পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ জয়েন করুন”

The post সেরা কয়েকটি ওয়েবসাইট এবং টেলিগ্রাম বট! appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/WPLmwe2
via IFTTT

Comments