ট্রিকবিডিতে সবাইকে স্বাগতম জানাই
ব্যক্তিগতভাবে অনেকেই গান বাজনা পছন্দ করেন।এসবের কথা চিন্তা করলে একটি কমন ইন্স্ট্রুমেন্ট বা বাদ্যযন্ত্র হলো গীটার।যাদের মিউজিকের প্রতি ঝোঁক আছে তারা প্রায়সময় বিভিন্ন জনরার গান শুনে থাকে।কোথাও কোনো গান পছন্দ হলে সেটি অনেকসময় নিজেদের গীটারের তারে বাজানোর ইচ্ছে হয়।
কোন গান নিজেদের গীটারে সুর তোলার অন্যতম শর্ত হলো guiter lesson বা guiter chord জানা।অনেকসময় একই গান অন্যরকমকরে বাজানো হয় যেটি আরো অনেক শ্রুতিমধুর লাগে। বিশেষ করে যারা গানের কভার করে তাদের ক্ষেত্রে এটি দেখা যায়।
আজকে আলোচনা করব কিভাবে artificial intelligence দিয়ে এসব গানের গীটার লেসন বের করবেন।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটির নাম:Chord Ai
Link: মোডেড করা লিংক
Size: 272 mb
প্রথমে আপনারা ডাউনলোড লিংক থেকে ইনস্টল করে নিবেন। এরপর অ্যাপটি ওপেন করে সকল পারমিশন অন করে নিবেন।
এবার আপনার ফোনে ডাউনলোডকৃত গানটি এক্সপোর্ট করার পালা।এজন্য ব্রাউজ ফাইল এ ক্লিক করে নিয়ে পছন্দের গানটি বা ভিডিওটি সিলেক্ট করে নিবেন।
একটু সময় নিবে গানটির কর্ড এনালাইসিস করতে।এরপর দেখুন নিচে গীটারের কর্ড চলে আসছে।গানটি প্লে করলে রিদমের সাথে সাথে কর্ডগুলো দেখাতে শুরু করবে।
দেখুন কর্ডগুলো দেখাচ্ছে।আপনারা চাইলে একইসাথে লিরিকও জেনারেট করতে পারবেন।এজন্য লিরিকে ক্লিক করলে সেটি বেশ কিছু সময় পর গানের সাথে লিরিকটি দেখাবে।
The post গানের guiter chord যেভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বের করবেন appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/NoFYxI3
via IFTTT
Comments
Post a Comment