ট্রিকবিডির সকল জানাচ্ছি আমার সালাম।
আশা করছি, সকলেই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সকলেই ভালো আছেন।
বেশি কথা না বলে সরাসরি পোস্টের টপিকে চলে যাচ্ছি।
আপনারা সকলেই জানেন যে,দেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় লীগ বিপিএল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
অনেকেই ব্যস্ততার কারণে ঘরের বাহিরে থাকেন।যার ফলে প্রিয় দলের খেলা আপনারা উপভোগ করতে পারেন না টিভির সামনে না থাকার কারণে। তবে,আপনি চাইলে এখন খুব সহজেই শুধুমাত্র আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই বিপিএল সহ যেকোনো খেলা দেখতে পারবেন খুব সহজেই।
তো এজন্য আপনাকে নিচে দেওয়া ওয়েবসাইটের লিংকে যেতে হবে।
ওয়েবসাইটে প্রবেশের পর নিচের মতো আসবে।
এবার BPL লেখা যেকোনো একটি চ্যানেলে ঢুকুন বা ছবিতে ক্লিক করুন
যেমন আমি মার্ক করে দিয়েছি।
এবার নিচের মতো আসবে।
কিছুক্ষণ অপেক্ষা করুন দেখবেন ভিডিও প্লে হবে। ভিডিও প্লে হওয়ার সময়টা আপনার নেটওয়ার্কের উপর নির্ভর করছে।
দেখুন চ্যানেলটি প্লে হয়েছে।
আবার চ্যানেল যদি প্লে না হয় বা ঐ চ্যানেলে যদি সমস্যা হয়,তাহলে নিচের দেখানো জায়গায় ক্লিক করে অন্য সার্ভার বা অন্য চ্যানেল প্লে করুন।
তো আপনারা এভাবেই যেকোনো খেলা খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল দিয়েই দেখতে পারবেন। তো আজ আর নয়।সবাইকে সালাম জানিয়ে শেষ করছি আজকেই এই পোস্ট।আবার অন্য কোনো দিন দেখা হবে নতুন অন্য কোনো পোস্ট নিয়ে।ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন,সুস্থ থাকুন!
The post এবার মোবাইল দিয়ে BPL সহ যেকোনো খেলা দেখুন খুব সহজেই! appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/1xITRDS
via IFTTT
Comments
Post a Comment