AI দিয়ে যেকোন ভিডিওকে কার্টুনে রুপান্তিত করুন মাত্র ২ মিনিটে With Domo Ai Discord Website

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

প্রিয় ট্রিকবিডি বাসি কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে অনেক ভাল আছেন।

আজকে আলোচনা করবো কিভাবে AI ওয়েবসাইটের মাধ্যেমে যেকোন ভিডিও কার্টনে রুপান্তিত করবেন।

আমরা জানি বর্তমান এআই আমাদের দৈনদিন জীবনে কতটা কাজে দিচ্ছে।আমাদের দীর্ঘ সময়ের কাজ গুলোকে খুব অল্প সময়ের মাঝেই খুব সুন্দর ভাবে এআই আমাদের সাজেস্ট করছে।
তাই আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে আপনার যেকোন ভিডিওকে 3D কার্টুন,জাপানিজ কার্টুন,ফ্লাট স্টাইলের কার্টুন ভিডিও বানাবেন।আর কার্টুন গুলি দেখতে একদম নিখুত ভাবে কনভার্ট হবে যা আপনার একদম কল্পনার বাহিরে।
চলুন তাহলে শুরু করা যাক ।
প্রথমে এই লিংকে ক্লিক করুন

Domo Discord Ai Website

অথবা গুগুলে সার্চ করতে পারেন Domo Ai discord এবং সাজেস্ট হওয়া প্রথম লিংকেই ক্লিক করুন

এরপর আপনাকে Accpet Invite এ ক্লিক করতে বলা হবে ঐ লেখাতে ক্লিক করুন

তারপর Continu to Discord এ ক্লিক করুন

এরপর আপনার জিমেইল আইডি দিয়ে লগিন করে নিবেন।লগিন করার পর যদি আপনার ইমেইল আইডি Claim করতে বলে তাহলে Claim আইকনে ক্লিক করে আপনার ই-মেইল ইনবক্স থেকে ভেরিফিকেশন করে নিবেন।
যদি ভেরিফিকেশন করার পরও একাউন্ট ক্লেইম করতে বলে তাহলে নতুন একটি জিমেইল আইডি খুলে লগিন করে নিবেন আর তা না হলে ২৪ ঘন্টা পর আবার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনার ই-মেইল আইডি ভিরিফিকেশন হয়ে যাবে।

এরপর নিচে একটু স্ক্রল করে দেখতে পারবেন # Generate Video ঐ লেখাতে ক্লিক করুন।

ক্লিক করার পর মেসেজ অপশনে লিখুন /Video

তারপর Drag And Drop or click to upload file এই টুলসে ক্লিক করে ভিডিও সিলেক্ট করে দিন

এরপর Promote এই বক্সে আপনি আপনার ভিডিওর ধরন লেখে দিতে পারেন ।আমি dancing লিখে দিলাম

এরপর কিছুক্ষন সময় অপেক্ষা করুন এবং ভিডিও আপলোড হয়ে গেলে দেখবেন Anime V1-Flat colour anime style এই লেখাটিতে ক্লিক করুন

এখানে আপনার পচ্ছন্দ অনুযায়ী কার্টুন সিলেক্ট করে দিন আমি Anime V2 -Japanese anime style এই লেখাটি সিলেক্ট করে দিলাম।
এর মাধ্যেমে আমার ভিডিওটি জাপানিজ স্টাইলে কার্টুনে কনভার্ট হবে।

এরপর আপনার ভিডিওটির সময় নির্ধারন করে দিন ।আমার হাতে সময় না থাকায় 3সেকেন্ড ভিডিও আপনাদের দেখাচ্ছি।যাতে আপনারা বুঝতে পারেন।যদি আপনি 3সেকেন্ড ভিডিও সিলেক্ট করে দিন তাহলে আপনাকে ৪ মিনিট অপেক্ষা করতে হবে।যদি ৫ সেকেন্ড ভিডিও বানান তাহলে ৭ মিনিট সময় লাগবে।আর যদি ১০ সেকেন্ড ভিডিও বানান তাহলে আপনাকে ১৪ মিনিট অপেক্ষা করতে হবে।
আর ২০ সেকেন্ডের বেশি ভিডিও বানাতে চান তাহলে আপনাকে নিদির্ষ্ট পরিমান অর্থে তাদের ওয়েবসাইটটিতে  সাবস্ক্রাইব করতে হবে।

সবশেষে Start এ ক্লিক করুন।

দেখুন আমার ভিডিওটি কার্টুনে কনভার্ট হয়ে গেছে।এখন ডাউনলোড আইকনে ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করতে পারবেন।

দেখুন আমার ৩ সেকেন্ডের কার্টুন ভিডিওটি দেখতে কেমন হয়েছে।

Domo Ai Discord Bot দিয়ে নিখুত ভাবে কার্টুন বানানো আমার কাছে বেস্ট ওয়েবসাইট মনে হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম।আপনাদের কাছে কেমন লেগেছে অব্যশই কমেন্ট করে জানিয়ে দিবেন।

পরিশেষে আর কথা না বাড়িয়ে আজ এইখানেই বিদায় নিচ্ছি আমি

সোহেল আরমান রাজু

আমার সাথে যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন Facebook – Instagram – My Telegram Channel

পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন ও নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি,ধন্যবাদ

আল্লাহ হাফেজ

The post AI দিয়ে যেকোন ভিডিওকে কার্টুনে রুপান্তিত করুন মাত্র ২ মিনিটে With Domo Ai Discord Website appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/KQZVW7A
via IFTTT

Comments