بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
প্রিয় ট্রিকবিডি বাসি কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে অনেক ভাল আছেন।
আজকে আলোচনা করবো অসাধারন একটি ওয়েবসাইট সম্পর্কে যার মাধ্যেমে আপনার বন্ধুদের জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারবেন খুবই স্পেশাল ভাবে AI টুলস দিয়ে।
জন্মদিন খুবই একটি স্পেশাল দিন।আর এই দিনে সবাই চায় তার প্রিয় মানুষটিকে সবার থেকে আলাদা ভাবে কিছু করে তাকে চমকে দিতে।
আর বর্তমান সোশাল মিডিয়ায় Happy Birthday এটা সবাই বলাতে মনে হয়না জন্মদিনে কোন স্পেশালিটি রয়েছে ।তাই আপনার বন্ধুকে সবার থেকে আলাদা ভাবে স্পেশাল ভাবে অস্থির জন্মদিনের পোস্টার বানিয়ে উইশ করে চমকে দিন।
কিভাবে এই স্পেশাল পোস্টারটি তৈরি করবেন চলুন দেখে নেওয়া যাক।
প্রথমে এই লিংকে ক্লিক করুন Bing.com Image creator
এরপর এই ওয়েবসাইটে আপনার জিমেইল আইডি দিয়ে লগিন করে নিন।
এরপর জেনেরেটর বক্সে এই লেখাটি কপি করে দিন
creat realistic image A 21 Year Old boy is sitting one king chair with white wings and behind him the color of the wall is gray on which ”YOUR NAME” us written in curve style.
এইখানে 21 মানে তার বয়স বুঝানো হয়েছে তাই আপনার বন্ধুর বয়স যদি কম বেশি হয়ে থাকে তাহলে ঐ বয়সটাই বসিয়ে দিবেন এবং YOUR NAME এই লেখাটি কেটে আপনার বন্ধুর নামটি বসিয়ে দিবেন।তারপর Join & Create ক্লিক করবেন।
দেখুন AI আমাকে অনেক গুলি ছবি খুব সুন্দর ভাবে তৈরি করে দিয়েছে।এখন আপনার পচ্ছন্দ অনুযায়ী ছবিটিতে ক্লিক করুন
এরপর ডাউনলোড আইকনে ক্লিক করুন
ডাউনলোড শেষ হয়ে গেলে আপনি এই লিংকটিতে ক্লিক করুন Face Swap
এই ওয়েবসাইটের মাধ্যেমে পোস্টারের ছবিটিতে আপনার বন্ধুর চেহারা লাগাতে পারবেন।
এরপর Upload Image আপনার বানানো পোস্টারটি আপলোড করে দিন এবং Upload Swap Image এ ক্লিক করে আপনার বন্ধুর ছবি আপলোড করে দিন
এরপর SWAP এই লেখাটিতে ক্লিক করে দিন
দেখুন ফেস চেন্জ হয়ে গেছে । এখন ছবিটি ডাউনলোড করতে চাইলে ডাউনলোড আইকনে ক্লিক করুন
বন্ধুদের জন্মদিনের স্পেশাল ভাবে শুভেচ্ছা জানানোর জন্য এই দুটি ওয়েবসাইট আমার কাছে বেস্ট মনে হয়েছে।তাই আপনাদের সাথে শেয়ার করলাম।আপনাদের কাছে কেমন লেগেছে তা অব্যশই কমেন্ট করে জানিয়ে দিবেন।
পরিশেষে আর কথা না বাড়িয়ে আজ এইখানেই বিদায় নিচ্ছি আমি
সোহেল আরমান রাজু
আমার সাথে যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন Facebook – Instagram – My Telegram Channel
পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।
সবাই ভাল থাকুন সুস্থ থাকুন ও নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি,ধন্যবাদ
আল্লাহ হাফেজ
The post Ai দিয়ে পোস্টার বানিয়ে বন্ধুদের জন্মদিনের শুভেচ্ছা জানান With Bing Image Creator appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/waNSOPM
via IFTTT
Comments
Post a Comment