আসসালামু আলাইকুম, অনেকদিন পর আজকে ব্লগার রিলেটেড পোস্ট নিয়ে আসলাম। আজকের বিষয় হচ্ছে ব্লগার স্টাইলিশ সাইটম্যাপ পেইজ ডিজাইন।
সাইটম্যাপ প্রধানত ২ ধরনের হয়:
- XML sitemap
- HTML sitemap
আমরা আজকে HTML সাইটম্যাপ নিয়ে আলোচনা করবো।
তার আগে জেনে নিন সাইটম্যাপ পেইজ কি?
ব্লগার Html সাইটম্যাপ পেজ হল HTML দিয়ে তৈরী একটি পেজ যা আপনার ব্লগের সমস্ত পোস্ট এবং পেইজের তালিকা প্রদান করে। এটি ব্যবহারকারীদের আপনার ব্লগের সামগ্রিক বিষয় সম্পর্কে একটি দ্রুত ওভারভিউ প্রদান করতে সহায়তা করে।
New Stylish Sitemap page for bloggers:
এই সাইটম্যাপে একই সাথে পোস্ট টাইটেল, তারিখ এবং লেবেল সহ দেখা যায়।
- HTML Code : Download
ব্লগারে সাইটম্যাপ পেইজ তৈরী করতে আপনি নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে পারেন:
- আপনার ব্লগের ড্যাশবোর্ডে যান।
- Pages ট্যাব এ ক্লিক করুন।
- Create new page নির্বাচন করুন।
- HTML ভিউ এ রেখে Code গুলো পেস্ট করুন।
- এখন পেইজ টি Publish করে দিন।
তৈরী হয়ে গেল আপনার স্টাইলিশ সাইটম্যাপ পেইজ।এখন এই পেজের লিংক কপি করে আপনি সুবিধাজনক স্থানে সাইটম্যাপ শিরোনামে আপনার ব্লগে দেখাতে পারবেন।
ব্লগার রিলেটেড পোস্ট পেতে ভিজিট করুন এখানে</
The post New stylish sitemap page for bloggers. appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/EKj52Gu
via IFTTT
Comments
Post a Comment