Android 14 কাস্টম রম ইউজারদের জন্য Dolby Atmos Magisk/Kernel SU module! Enhanced করে নিন আপনার সাউন্ড কুয়ালিটি।
আমরা যারা কাস্টম রম ব্যাবহার করি এবং সম্প্রতি যারা Latest Android 14 রমগুলোতে সুইচ করেছি তাদের জন্য একটা কমন সমস্যা হচ্ছে আগের Dolby Atmos মডিউলগুলো A14 এ কাজ করেনা।
এর জন্যে যারা হন্য হয়ে খুঁজেও মডিউল খুজে পাননি তাদের জন্য আজকের পোস্ট।
ডলবি এটমোস মুলত একটি সাউন্ড সিস্টেম, যারা ইদানিং ফ্লাগশীপ ফোনগুলোতে সাউন্ড ইনহেন্স করে থাকে।আর সেসব ফোন থেকে পোর্ট করা হয় Dolby atmos মডিউল যা আপনার – আমার কমদামি ফোনেও সাউন্ড কুয়ালিটি অনেকটা উন্নতি করতে পারে।
এছাড়া আপনি নিজেও কাস্টম প্রিসেট এর মাধ্যমে সাউন্ডকে কাস্টমাই করতে পারবেন।
মডিউলটি ইনস্টল করার পূর্বে অবশ্যই নিশ্চিত হতে হবে যে আপনি Android 14 ভারসনের রম ব্যবহার করতেছেন,অন্যথায় বুটলুপ হওয়ার সম্ভাবনা থাকে।
Requirements:1.A14 rom
2.Magisk root or KSU
বি:দ্র: আপনার ফোনের কোনো ক্ষতির জন্য আমি দায়ী থাকবনা।
যেভাবে ইনস্টল করবেন:
১.মডিউলটি নিচের ডাউনলোড লিংক হতে ডাউনলোড করুন।
২.Magisk Manager অথবা Kernel SU অ্যাপ অপেন করে মডিউলটি সেলেক্ট করে ফ্লাশ করুন।
৩.মোবাইলটি রিস্টার্ট করুন এবং দেখুন যে Dolby Atmos নামের একটি অ্যাপ ইনস্টল হয়েছে নিচের মতো,সেটা অপেন করে ইচ্ছামতো সাউন্ড কাস্টমাইজ করুন।
ডাউনলোড লিংক (গুগল ড্রাইভ) : Download Dolby Atmos A14
ভুলত্রুটিগুলো ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকুন।
আল্লাহ হাফিজ।
-আহমাদ তাজনুর হাবীব
ফেসবুকে আমি
টেলিগ্রামে আমি
The post Android 14 কাস্টম রম ইউজারদের জন্য Dolby Atmos Magisk/Kernel SU module! Enhanced করে নিন আপনার সাউন্ড কুয়ালিটি। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/CNnotiE
via IFTTT
Comments
Post a Comment