ট্রিকবিডিতে আপনাদের সবাইকে স্বাগতম
আশা করি সবাই ভালো আছেন।আজ আলোচনা করতে চলেছি একটি ক্যামেরা অ্যাপ নিয়ে। পূরনো দিনের অনেক কিছুই হারিয়ে গেছে। সেইসব জায়গা দখল করে নিচ্ছে নতুন নতুন প্রযুক্তি।ক্যামেরা জগতের ও ডিজিটালাইজেশন চলে এসেছে।সবার হাতে হাতেই এখন স্মার্টফোনের বদৌলতে ক্যামেরা ফিচার হাতের মুঠোয়।
৯০ এর দশকের সময়কার কোন ফটো অ্যালবাম যদি এখন খুলে বসেন সেগুলোর কোয়ালিটি নিয়ে একটু চিন্তা করুন। পূরনো,খানিকটা ঝাপসা এসব নিয়েই জড়িয়ে রয়েছে পূরনো ছবির সাথে স্মৃতি।তখনকার ক্যামেরায় তোলা ছবির সাথে বর্তমানে তোলা ছবির বিস্তর ফারাক রয়ে গেছে।
কিন্তু কখনো মনে হয়েছে ৯০ এর দশকে যদি ফিরে যেতে পারতেন?
এই ৯০ এর দশকের মতো ছবি তোলার অ্যাপ নিয়েই আজকের আলোচনা।যাদের শখ রয়েছে 90’s এর মতো vintage ধরনের ছবি তোলার তাদের জন্যই মূলত এই ক্যামেরা। চলুন শুরু করা যাক
ক্যামেরার নাম oldroll
Download link: এখানে (এটি mod version কারন প্লে স্টোরে আপনি ফুল ফিচার আনলক করতে পারবেন না)
প্রথমে দেখে নেয়া যাক এর ফিচারগুলো
- –এটি একইসাথে vintage ছবি তুলতে পারে
- পূরনো দিনের মতো লুক দিতে পারে
- এখানে আপনি পুরনো দিনের যেসব ছবির রিল পাওয়া যেত সেরকম ছবির মতো এডিট করতে পারবেন।
- এখানে রয়েছে মাল্টিপল ক্যামেরা মডিউল।অর্থাৎ এখানে instacam এর মতো যেমন ছবি তুলতে পারবেন তেমনি ccdz এর মতো ছবির ফিচার রয়েছে।
- এখানে আপনি পূরনো দিনের ক্যামকর্ডার এর মতো ভিডিও বানাতে পারবেন
- ক্যামেরার শাটার সাউন্ড ৯০ দশকের মতো। এটি অনেকটা প্রিন্ট করার মতো সাউন্ড আউটপুট দেয়।
প্রথমে লিংক থেকে ডাউনলোড করে নিবেন। তারপর সব পারমিশন অন করে ইন্সটল দিবেন।এরপর ইন্টারনেট কানেকশন অন করে নিয়ে ক্যামেরাগুলো ডাউনলোড করে নিবেন।
এই বাটন থেকে ক্যামেরা মডিউল চেন্জ করতে পারবেন।
এটি হচ্ছে এডিট বা ছবি ইমপোর্ট করার জন্য।যদি আগে থেকে তোলা ছবি এডিট করতে চান তাহলে সেটি ক্লিক করুন।
এ ধরনের প্লাস চিহ্নে ক্লিক করে নিয়ে গ্যালারি থেকে ছবি সিলেক্ট করলেই সেটি অটোমেটিক প্রিন্ট বা এডিট হবার অ্যানিমেশন দেখিয়ে এডিট করে দিবে।
যদি চান অ্যালবামের মতো তাহলে দুটি+ ছবি ক্লিক করে কোলাজ এ ক্লিক করূন।
উপরের মতো ডানে বামে স্ক্রল করে পছন্দমতো template নিয়ে সেটি select করে এডিট করে নিতে পারেন
solid টিপস: সর্বোত্তম ফলাফল পেতে InsP,ccdZ,NK f, classicM এবং digi সিলেক্ট করবেন।যদি এডিট করতে চান অবশ্যই খেয়াল করবেন ক্যামেরা মডিউল কি দেয়া আছে।কারন সেটির উপর বেইসড করে আউটপুট পাওয়া যাবে।তারপর অবশ্যি save করে নিবেন যেভাবে lightroom এ edit এর পর সেইভ করতে হয়।
নিচে কয়েকটি স্যাম্পল দিলাম।আশা করি ভালো লাগবে।
আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে.. ট্রিকবিডিতে সাথেই থাকুন।ধন্যবাদ
The post 90’s এর vintage এর সাথে আধুনিক ছবি তুলে দেয় যে ক্যামেরা অ্যাপ appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/NZY5neR
via IFTTT
Comments
Post a Comment