( No – Root Tweaks)আপনার Android Device এর Performance বাড়িয়ে নিন FPS -Refresh Rate- GAME BOOST আরও অনেক কিছু ( Part 1)
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন, বছর খানেক পরে নতুন কিছু নিয়ে হাজির হবার ইচ্ছা জাগলো আপনাদের মাঝে, আমরা অনেকেই অনেক Tweaks ব্যবহার করতাম আজ থেকে ৭-৮ বছর আগে ডিভাইস Root করে, আমরা অনেকেই এখন ডিভাইস রুট করিনা অনেক ঝামেলা, তাই আমি আপনাদের রুট ছাড়াই যেসব Tweaks & Modules কিভাবে রুট ছাড়াই ইন্সটল করতে পারবেন সে নিয়ে একটি সিরিজ বানাবো,
অনেকের প্রশ্ন থাকতে পারে এটি করে লাভ কি? আমি কিছু বেনিফিটস নিচে দিয়ে দিলাম
১) ডিভাইসের FPS বাড়াতে পারবেন
২) ডিভাইস পারফরম্যান্স দিগুন করতে পারবেন
৩) ডিভাইসের Refresh Rate বাড়াতে পারবেন 60hz থেকে 120hz +
৪) ব্যাটারি Tweaks
৫) smooth gameplay
৬) gpu boost
৭)frame rate tweak
৮)performance stable
৯)cpu boost
১০gpu boost
১১)graphic optimize
আরও অনেক কিছুই আছে
আজকে আমরা Brevent App সেটাপ করা শিখবো কারন এই এপ্সে দিয়েই অই সব Module’s & Tweaks ইন্সটল দিতে হবে,
প্রথমে প্লেস্টোর থেকে এপ্সটি ডাউনলোড করে নিন,
এপ্স ইন্সটল হয়ে গেলে ওপেন করুন,
Lunch Brevent এ ক্লিক করুন।
Developer এ ক্লিক করুন, এর আগে আপনাদের বলে দেই আপনার ডিভাইসের Developer mode অন করে নিবেন,
Wireless Debugging Mode অন করে দিন তারপর এপ্স এ জান,
Port চাইবে : Wireless Debugging Port এ ক্লিক করুন
Pair Device With Pairing Code এ ক্লিক করলে কাংখিত Port পেয়ে যাবেন।
Port বসানোর পরেই Paired হয়ে যাবে, মানে আপনার কাজ শেষ তারপর এপ্স ওপেন করুন!
এরকম ইন্টারফেস আসলে Cancel করে দিবেন,
আজকের পোস্ট এই টুকুই, সময় সল্প তাই বিস্তারিত লিখতে পারিনি, আমার ব্যক্তিগত পরামর্শ আপনাদের জন্য ২ মিনিটের একটি ভিডিও তৈরি করেছি, এপ্স্টি কিভাবে সেটাপ করবেন, ভিডিও দেখে আসুন তাহলে কুনু ভুল হবেনা,
ভিডিও টিউটোরিয়াল এখানে ক্লিক করুন
Join My Telegram Channel Android Tweaks & Modules
The post ( No – Root Tweaks)আপনার Android Device এর Performance বাড়িয়ে নিন FPS -Refresh Rate- GAME BOOST আরও অনেক কিছু ( Part 1) appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/ykU2RFG
via IFTTT
Comments
Post a Comment