অন্য ওয়েব সাইট এর পোস্ট WP Automatic Plugin এর মাধ্যমে নিজের সাইট এ অটো-পোস্ট করুন !

কি অবস্থা তোমদের সবার ?

আশা করি তোমরা সবাই ভালো আছো ।

পোস্ট এর টাইটেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকে আমি আপনাদেরকে কি শিখাতে যাচ্ছি ।

আমারা অনেক সময় চাই অন্য ওয়েব সাইট এর কন্টেন্ট জেনো আমাদের সাইট এ অটো পোস্ট হয়ে যায়।

অনেকেই আছে কপি পেস্ট কাজ করে থাকে ।

কাদের জন্য এই জিনিষটা ভালো কাজ করবে ?

আমার মতে যারা মুভি সাইট এর কাজ করতে চান তাদের জন্য এইটা বেষ্ট হবে।

এখন আমি জানি না আর কার কার এই জিনিষটা কাজে দিবে , কারণ এক এক জন এর ডিফারেন্ট ভিউ পয়েন্ট ।

তো চলুন মেইন কাজে ফিরে আশা যাকঃ আমরা এইটা কিভাবে করব ?

সবার প্রথমে আমি আপনাদের বলতে চাই আমি আপনাদের এই কাজটি WordPress সাইট এর মধ্যে করে দেখাবো ।

তাই যারা ব্লগার ব্যবহার করেন তাদের জন্য এই পোস্ট না । যদি ফিউচারে সময় পাই তাহলে আপনাদের করে দেখাবো ।

টিউটোরিয়াল শুরু করা যাকঃ

ওকে আমি আপনাদের দেখানোর জন্যে আমার একটি ডোমেইন এ WordPress Install করেছি ।

ডেমোর জন্য আরকি।

এখন আমাদের এই সাইট এ একটি প্লাগিন ইন্সটল করতে হবে ।

যদি ডাইরেক্ট ইন্সটল না হয় তাহলে C-Panel থেকে করে নিবেন ওকে।

WP Automatic Plugin Free Download Documentation

মনে রাখবেন আপনার যদি technical support এর দরকার হয়ে থাকে তাহলে আপনি original developer এর কাছ থেকে ফাইলটি ক্রয় করে নিবেন। পাশাপাশি এই কাজ করলে আপনি original developer কে ফাইনান্সিয়াল ভাবেও হেল্প করতে পারবেন।

WP Automatic Plugin Free Download Documentation লিংক নিচে দেওয়া হলোঃ

Live Demo – https://codecanyon.net/item/wordpress-automatic-plugin/1904470

আমরা আমাদের সাইটে 100% GPL-licensed file শেয়ার করে থাকি। তাই কোন চিন্তা ছাড়াই আপনি এই ফাইল নিজের সাইট এবং ক্লাইন্ট এর সাইটে ব্যবহার করতে পারবেন। এইখানে শেয়ার করা ফাইলটি WP Automatic Plugin nulled  or cracked file না। আমরা এইটা ডাউনলোড করেছি অরজিনাল GPL file provider এর কাছ থেকে এবং আপনাদের সাথে শেয়ার করছি।

নিচে দেওয়া Mega or Drive link থেকে ডাউনলোড করে নিন  WP Automatic Plugin GPL।

Download Now (Tested Version)

Download Now (Update Version But Not Tested)

দেখুন আমি ইন্সটল করে ফেলেছি আপনারাও করে ফেলুন ।

আপনি ফাইলটাকে আন জিপ করবেন । করে Installation File নাম এর ফল্ডার দেখতে পারবেন । সেখানে প্লাগিন পেয়ে যাবেন ।

Documentation এর মধ্যে আপনি সব পেয়ে যাবেন কি কি করতে হবে । না বুঝলে পড়ে নিবেন ।

এবার আসুন আমরা আপনাকে ডেমো দেখাই কিভাবে কাজ করে এই প্লাগিনটি ।

শুরুতেই বলে দেই প্লাগিনটি কাজ করে rss feed এর মাধ্যমে । [ আরও অনেক মাধ্যম রয়েছে কিন্তু আমি Feed Url দিয়ে দেখাচ্ছি]

আপনি চাইলে অনলাইন থেকে rss feed url collect করতে পারবেন ।

আর যেই সাইট গুলো rss feed support করে না, তাদের পোস্ট কিভাবে নিবেন তাও দেখাবো। অন্য এক পোস্ট এ।

ওকে আমি আপনাদের জন্য একটি News Site এর RSS Feed Url collect করেছি অনলাইন থেকে।

এখন আমরা আমাদের WordPress Dashboard এর আসবো এবং Automatic Option এ ক্লিক করব।

এখান থেকে New Campaign এ ক্লিক করে আমাদের সব সেট করব।

Campaign Name আমি News দিয়েছি। Campaign Type: Feeds রাখবেন ।

নিচের বক্স এ Feed url দিয়ে দিব, [আপনি গুগোল সার্চ করলে এমন অনেক Feed url free তেই পেয়ে যাবেন।]

ভাই এইখানে অনেক সেটিং আছে , আমি এইগুলো এক্সপ্লেইন করতে গেলে অনেক লিখতে হবে । তাই তারতারি আপনাকে শুধু ডেমো করে দেখাচ্ছি।

সেটিং বুঝতে চাইলে আপনি একটু কষ্ট করে ডকুমেন্টেশন পড়ে নিয়েন।

Publish এ ক্লিক করে Campaign Publish করে নিব।

Update Frequency 60 Min দেওয়া আছে এর মানে ৬০ মিনিট পর পর একটি করে পোস্ট হবে ওই সাইট থেকে আপনার সাইট এ ।

কিন্তু আপনি চাইলে মেনুয়ালি ক্যাম্পেইন রান করে ইন্সট্যান্ড পোস্ট করতে পারবেন run Campaign এ ক্লিক করে ।

দেখেন আমি করে ফেলেছি ।

আর এই মুহুর্তে আমি যদি আমার সাইট চেক করি দেখতে পারব পোস্ট হয়েছে।

দেখেন হয়ে গেছে ।

ওকে আমি আপনাদের একটি মজার জিনিষ দেখাই এইটা আমার সাইট এর Feed URL:

এখন এইটা আমি ওই বক্স এ দিব এবং আমার কন্টেন্ট কপি করে আনবো এই ডেমো সাইট এ।

দেখুন কপি হয়ে গেছে ।

আশা করি বুঝতে পেরেছেন।

একিভাবে আপনি ট্রিকবিডির কন্টেন্ট নিতে পারবেন ;

তো এখন আমি আশা করি যে আপনারা সব কিছু বুঝতে পেরেছেন।

এবং আপনাদেরকে আমার আলাদা করে অন্য কিছু বুঝাতে হবে না।

এখন কথা হচ্ছে এ প্লাগিন এর মধ্যে অনেক অনেক সেটিং আছে।

এইগুলো পোষ্টের মধ্যে লিখে বোঝানো তো অনেক কঠিন।

তাই আমি আপনাদেরকে বলবো এই প্লাগিনটি যখন আপনারা ডাউনলোড করতেছেন। তখন এর জিপ ফাইল এর ভেতরে আপনি একটি ডকুমেন্টেশন পেয়ে যাবেন সেটা পড়লেই আপনি সবকিছু বুঝে যাবেন।

তো এই ছিল আজকের পোস্ট যদি আপনার পোস্ট নিয়ে কোনো রকমের কোশ্চেন থাকে আপনি কমেন্টে করতে পারেন।

সৌজন্যে আমার সাইট 

The post অন্য ওয়েব সাইট এর পোস্ট WP Automatic Plugin এর মাধ্যমে নিজের সাইট এ অটো-পোস্ট করুন ! appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/JTLf9PA
via IFTTT

Comments