নিজের নাম বা বন্ধুর নাম দিয়ে জন্মদিনের গান বানিয়ে নিন মাত্র ২মিনিটে with 1Birthday Website

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

প্রিয় ট্রিকবিডি বাসি কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে অনেক ভাল আছেন।

আজকে আলোচনা করবো অসাধারণ একটি ওয়েবসাইট সম্পর্কে যার মাধ্যমে আপনার কিংবা আপনার বন্ধুদের নাম দিয়ে জন্মদিন এর গান বানাতে পারবেন মাত্র ২মিনিটে।
জন্মদিন সবার-ই একটি স্পেশাল বিশেষ দিন। আর এই বিশেষ দিনটি সবাই চায় স্বরনীয় করে রাখতে। আর অনেকে এই দিনটিতে এমন কিছু করতে চাই যাতে তাদের শুভাকাঙ্ক্ষীদের উপহার সব-থেকে বেশি স্পেশালি হয়।
তাই আজকে আমি আপনাদের এমন ওয়েবসাইট সম্পর্কে বলতে যাচ্ছি যার মাধ্যমে আপনি আপনার বা আপনার বন্ধুর নাম দিয়ে জন্মদিনের গান বানাতে পারবেন।যে গানের প্রতিটি লিরিক্সে তার নাম থাকবে।আর যদিও এটি সামান্যতম একটি উপহার কিন্তু আমি বিশ্বাস করি এই ওয়েবসাইট দিয়ে বানানো গানটি আপনার বন্ধুর অবশ্যই অনেক অনেক ভাল লাগবে।
তো আর কথা না বাড়িয়ে কিভাবে বন্ধুর নাম দিয়ে জন্মদিনের গান বানাবেন দেখে নেওয়া যাক।

প্রথমে এই লিংকে ক্লিক করুন 1HappyBirthday Website

এরপর Find Your Name এ ক্লিক করে আপনার বন্ধুর নাম লিখে সার্চ আইকনে ক্লিক করুন

দেখুন আমি sohel লিখে সার্চ করেছিলাম আর sohel লেখা অনেক নাম এসেছে। আপনি আপনার নামে ক্লিক করবেন

 

ব্যাস আমার নাম দিয়ে জন্মদিনের গান বানানো হয়ে গেছে। এখন গানটি শুনতে Play Birthday Song এ ক্লিক করলেই শুনতে পারবেন

এখন গানটি ডাউনলোড করতে চাইলে Download Song এ ক্লিক করলেই হয়ে যাবে।
বি:দ্র: এইখানে ডাউনলোড করার জন্য শুধুমাত্র এন্ড্রয়েড এর ব্যাবহার করতে বলা হচ্ছে।

ডাউনলোড এ ক্লিক করার পর আপনাকে কিছু লেখার মাধ্যমে ভেরিফাই করে নিতে হবে যে আপনি একজন মানুষ ও এন্ড্রয়েড মোবাইল ইউজার।এরপরেই দেখবেন আপনার নাম দিয়ে গানটি ডাউনলোড হয়ে গেছে

এই ওয়েবসাইটটিতে অনেকের নাম নাও থাকতে পারে।যাদের নাম এই ওয়েবসাইটটিতে নেই তারা তাদের নামে জন্মদিনের গান বানাতে পারবেন না।

এখন আপনারা এই গানটি ভাল কোন ভিডিও এডিটর এপ্স দিয়ে আপনার বন্ধুর ছবি লাগিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারবেন।

তো আর কথা না বাড়িয়ে আজ এইখানেই বিদায় নিচ্ছি আমি

সোহেল আরমান রাজু

আমার সাথে যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে চাইলে Facebook – Instagram – My Telegram Channel

পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমাদৃষ্টিতে দেখবেন ।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আর নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ,ধন্যবাদ

আল্লাহ হাফেজ

The post নিজের নাম বা বন্ধুর নাম দিয়ে জন্মদিনের গান বানিয়ে নিন মাত্র ২মিনিটে with 1Birthday Website appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/ScArJqZ
via IFTTT

Comments