হ্যালো বন্ধুরা কি অবস্থা তোমাদের সবার?
অনেকদিন পরে পোস্ট লিখতে বসলাম।
তো আমি বেশি কিছু দিন আগে একটি পোস্ট করেছিলাম।
পোস্টটি ছিলঃ
অন্য ওয়েব সাইট এর পোস্ট WP Automatic Plugin এর মাধ্যমে নিজের সাইট এ অটো-পোস্ট করুন !
তো আপনারা জানেন যে এই পোস্টে যে সিস্টেমটি আনি দেখেছিলাম, কন্টেন্ট অন্য সাইট থেকে নিতে হলে আমাদের অবশ্যই RSS Feed URL থাকতে হবে।
তো বেশ কিছু ওয়েবসাইট আছে যারা নিজেদের RSS Feed URL হাইড করে রাখে বা থাকে না। তো এমন সাইটগুলো থেকে আমরা কিভাবে RSS Feed URL বানাবো বা পাব সেটাই আজকের পোস্টে দেখাতে যাচ্ছি।
তো সবার প্রথমে বলে দেই আজকে যে ট্রিকটি শেয়ার করতে যাচ্ছি এর মধ্যে কিছু লিমিটেশন আছে।
১। Feed URL বানাতে হলে অবশ্যই আপনার টার্গেট সাইট যেন ওয়ার্ডপ্রেসে থাকে।
২। ব্লগ সাইট হলে বেটার হয়।
৩। সব সাইটে এই ট্রিকটা কাজ নাও করতে পারে।
তো চলুন কথা বাড়াবো না এখন মূল ট্রিকের মধ্যে চলে যাইঃ
RSS Feed URL বানাতে হলে সর্ব প্রথমে আমাদেরকে একটি ওয়েবসাইটের মধ্যে যেতে হবে।
এবং এই সাইটের মাধ্যমে আপনি চাইলে যে কোন সাইটের RSS Feed URL বানাতে পারবেন ।
সর্বপ্রথমে আমরা এই সাইটটিকে ওপেন করে নেই এই লিংকে ক্লিক করে।
সাইটটি ওপেন হলে আমরা এমন একটি ইন্টারফেস দেখতে পারব।
তো সবার প্রথমেই আপনার মনে হয়তোবা প্রশ্ন জাগতে পারে এটা কি প্রিমিয়াম নাকি ফ্রি।
তো আমি বলে দেই আপনি ফ্রি দিয়েই কাজ চালিয়ে নিতে পারবেন।
নিচে এই সাইটের প্রিমিয়াম এবং ফ্রি ভার্সনের প্রাইসিং এর একটি লিস্ট দেয়া হলোঃ
এখন আপনাদের মনে আরো প্রশ্ন রাখতে পারে যে এমন আরো অনেক সাইট পাওয়া যায় অনলাইনে মধ্যে। তাহলে এই সাইটটি কেন?
আমি আপনাদেরকে বলে দেই আমি অনেক সাইট ট্রাই করেছি এর আগেও।
কিন্তু এ সাইটটি খুব ভালোভাবে কাজ করে। তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি।
তো আপনারা তো এর প্ল্যানটা দেখলেন যে কত টাকা পড়বে আপনি যদি প্রিমিয়াম ক্রয় করতে চান।
কিন্তু আমি আপনাদেরকে ফ্রি ভার্সন দিয়ে করে দেখাচ্ছি, এর জন্য আমরা প্রথমে সাইটের মধ্যে সাইন আপ করে নেব।
সাইন আপ করা প্রসেসটা আমি আপনাদেরকে আর দেখাচ্ছি না কারণ এটা অনেক সহজ। আর আমার আগে থেকে একটি একাউন্ট করা আছে আমি সেই একাউন্টের মধ্যে আপনাদেরকে লগইন করে দেখাচ্ছি।
তো এই মুহূর্তে আমি আমার একাউন্টের মধ্যে লগইন করে ফেলেছি। এবং আমি একটি ওয়েবসাইটের Feed URL বানাবো। তো এর জন্য আমি একটি সাইট সিলেক্ট করে নিচ্ছি।
এবং ওই বক্সের মধ্যে সাইটটির URL পেস্ট করে নিব তারপরে Go বাটনে ক্লিক করব।
তাহলে আমরা নিচের মতো একটি ইন্টারফেস দেখতে পারব।
নিচের স্কিনশট দেখুন আপনি বেশ কিছু এমন অপশন দেখতে পাচ্ছেন।
আমি এখানে Title এর মধ্যে ক্লিক করে সাইটের পোস্ট এর টাইটেল সিলেক্ট করে দিয়েছে। স্ক্রিনশটটি দেখুন নিচে দেওয়া আছে।
এবারে আমি এখানে Description এর মধ্যে ক্লিক করে পোস্টের শর্ট সেই ডেসক্রিপশনটি সিলেক্ট করে দিয়েছে। কোন কোন সাইটের মধ্যে এরকম শর্ট ডেসক্রিপশন থাকে না, সে ক্ষেত্রে আমরা এটা ইগনোর করতে পারব।
এবার আমি ইমেজে সিলেক্ট করে পোস্টের থামেনাল্টি সিলেক্ট করে দেব।
ব্যাস শেষ আমাদের কাজ। এখন শুধু আমাদেরকে Create Button এর মধ্যে ক্লিক করতে হবে।
এইতো হয়ে গেল আমার Feed URL তৈরি।
তো আশা করি আপনারা সব কিছু বুঝে গেছেন ।
এখন নিজে নিজের মত করে যে কোন ওয়েবসাইটের Feed URL তৈরি করে ফেলুন।
একটি কথা মনে রাখবেন যেহেতু এটি ফ্রি ভার্সনে আমি করেছি, তাই এই Feed URL টি ১৪ দিন পর একা একা ফ্রিজ হয়ে যাবে। তখন আপনি আবারো ওইটাকে ডিলিট করে নতুন করে বানিয়ে নিবেন।
The post বানিয়ে ফেলুন যেকোনো সাইট এর RSS Feed URL ! appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/xZ6Efeg
via IFTTT
Comments
Post a Comment