NID দিয়ে জন্ম নিবন্ধন বের করুন।

হ্যালো প্রিয় TRICKBD পাঠক বৃন্দ! নতুন আরো একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ভোটার আইডি কার্ড (NID) দিয়ে জন্ম নিবন্ধন (birth certificate) বের করবেন অনলাইন থেকে।

যদি আপনার কখনো জন্ম নিবন্ধন হারিয়ে যায়, অথবা আপনার জন্ম নিবন্ধন প্রয়োজন কিন্তু শুধুমাত্র এনআইডি কার্ড আপনার সঙ্গে রয়েছে। এক্ষেত্রে চাইলে আপনি এনআইডি কার্ড টি ব্যবহার করে জন্ম নিবন্ধন বের করতে পারবেন ও দেখতে পারবেন।

কিছু নিয়ম এবং ধাপ অবলম্বন করে করা যাবে। আমি স্ক্রিনশটের মাধ্যমে সহজে বোঝানোর চেষ্টা করব। আশা করি নিম্নলিখিত বিষয়গুলি অনুসরণ করে আপনিও অনলাইনে ভোটার আইডি কার্ড দিয়ে জন্ম নিবন্ধন বের করতে পারবেন।

NID দিয়ে জন্ম নিবন্ধন সবাই বের করতে পাবে ?

ভোটার আইডি কার্ড দিয়ে সবাই জন্ম নিবন্ধন বের করতে পারবে না। যারা নতুন ভোটার আইডি কার্ড করেছে, অর্থাৎ জন্ম নিবন্ধন ব্যবহার করে ভোটার আইডি কার্ড তৈরি করেছে তাদের শুধুমাত্র এই উপায়টি অবলম্বন করে জন্ম নিবন্ধন দেখা যাবে।

আর যারা অনেক পূর্বে ভোটার আইডি কার্ড তৈরি করেছেন যেমন, ১৯৭০-২০০০ সাল সেই সময় হয়তো খুব বেশি কাগজপত্র প্রয়োজন হয়নি ভোটার আইডি কার্ড তৈরি করার জন্য। এর পরবর্তী সময়ে ভোটার আইডি কার্ড তৈরি করতে হলে জন্ম নিবন্ধন বা অন্যান্য ডকুমেন্ট প্রয়োজন হতো।

বর্তমানে ভোটার আইডি কার্ড করতে অবশ্যই জন্ম নিবন্ধন প্রয়োজন হয়। তাই যারা শুধুমাত্র ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন জমা দিয়ে (nid) তৈরি করেছিলেন তারাই এই উপায়টি অনুসরণ করবেন।

প্রথমে NID Application System বা বাংলাদেশ ইলেকশন কমিশন ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। যদি আপনার পূর্বের নিবন্ধন করা থাকে তাহলে লগইন করে করবনে। আর যদি না থাকে এক্ষেত্রে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন। জাতীয় পরিচয়পত্র নম্বর / ফর্ম নম্বর দিয়ে খোলা যাবে।

ভিজিট: https://services.nidw.gov.bd

এরপর এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করুন, অথবা পূর্বের একাউন্ট থাকলে সেটি লগইন করুন।

সম্পূর্ণ অ্যাকাউন্টি সেট আপ করা থাকলে এইরকম দেখাবে। এখানে আপনাকে “প্রোফাইল” যেতে হবে।

এরপর “ব্যক্তিগত তথ্য” এর উপর ট্যাব করে দিবেন। এবং একটু স্ক্রল করবেন নিচের দিক।

 

জন্ম নিবন্ধন নম্বর” এর নিচে যে নম্বরটি দেখা যাচ্ছে এটি হলো আপনার জন্ম নিবন্ধন সিরিয়াল নম্বর। এবং পাশেই দেখুন “জন্ম তারিখ” লেখা রয়েছে এটি হলো আপনার সনদের জন্ম তারিখ।

এখান থেকে এই দুটি কপি করে রাখবেন! এবং এরপর জন্ম নিবন্ধন ওয়েব সাইটে যাবেন যেখান থেকে সরাসরি জন্ম নিবন্ধন চেক করা যায়। এটি আমাদের পোষ্টের মূল বিষয় ছিল। আপনি এই জন্ম নিবন্ধন নম্বরটি দিয়ে অনলাইনে আপনার সনদ দেখতে পারবেন অথবা বের করতে পারবেন।

আরোও পড়ুন: নতুন ভোটার আইডি কার্ড চেক।

আশা করি বুঝতে পেরেছেন, যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং রেসপন্স পেলে services.nidw.gov.bd একাউন্ট রেজিষ্টেশন করার নিয়ম নিয়ে বিস্তারিত পোস্ট করবো।

আমার একটি ছোট সাইট রয়েছে নাম: starbiograp.com সময় থাকলে ভিজিট করার অনুরোধ রইলো। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন TRICKBD এর সাথেই থাকুন ধন্যবাদ।

The post NID দিয়ে জন্ম নিবন্ধন বের করুন। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/RTxC3je
via IFTTT

Comments