প্রিয় পাঠক,
আপনার উপর শান্তি বর্ষিত হোক। সুস্বাগত জানাচ্ছি আজকের প্রসঙ্গে। যতোসময় যাচ্ছে ততোই সময়ের সাথে সাথে প্রযুক্তি দুনিয়াতে ঘটছে পরিবর্তন, আর সেই পরিবর্তন থেকে জ্ঞান আহরণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে, যদি এই প্রযুক্তির দুনিয়াতে আমরা টিকে থাকতে চাই তাহলে জেনে নিতে হবে প্রযুক্তি দুনিয়াতে সুরক্ষিত থাকার কৌশল গুলোও, আজকে আমাদের প্রসঙ্গ হলো হানিপট।
Hacker বা Hacking এই দুই শব্দ জানে না এমন মানুষ এই প্রযুক্তির দুনিয়াতে খুঁজে পাওয়া মুশকিল।
Computer নিরাপত্তার সাথে জড়িত খুবই পরিচিত নাম হলো Hacker, নিরাপত্তা ব্যবস্থার দূর্বল দিক বা নিরাপত্তা ব্যবস্থাকে শক্ত করা থেকে শুরু করে আরও অনেক কিছুই এই Hacker শব্দের সাথে জড়িত। Computer System এর দূর্বলতা অনুসন্ধানকারী এবং বৈধ অথবা অবৈধ অনুপ্রবেশ করতে সক্ষম বা এর সম্পর্কে গভীর জ্ঞানের অধিকারীই হলেন Hacker, আর এই Hacker কেই ফাঁদে ফেলার বিশেষ পদ্ধতিই হলো হানিপট।
এই বিশেষ পদ্ধতি হানিপট দ্বারা Hacker কে System Hack করার জন্য লোভ দেখানো হয়, হানিপট দেখতে একদম বাস্তব Computer System এর মতোই হয়ে থাকে, এতে দক্ষ Hacker ছাড়া বোঝার সম্ভবনা খুবই কম থাকে।
বাস্তব Application System এর Clone থাকে, সকল Data ও থাকে যদিও তা Clone, যখন কোনো Hacker অবৈধ ভাবে এই Fake System এ প্রবেশ করে তখন সে কিছুই বুঝতে পারে না, সে মনে করে বাস্তব System এ প্রবেশ করেছে কিন্তু ঠিক তার উল্টো দিকে সে হতে থাকে Track, এই সকল সাইবার অপরাধীদের উপর কড়া নজরদারি করা হয়, এই Hackers দের আচারণকে নজরদারির মাধ্যমে Real System কে আরও শক্তিশালী করা হয়।
যখন হানিপট System এ অবৈধভাবে প্রবেশ করে অনৈতিক Hacker, তখন নজরদারির মাধ্যমে জানা সম্ভব হয় যে Hacker এর ঠিকানা, Threat এর Level, কি কি Data Hacker সেই হানিপট System এ Insert করছে এবং কি কি দূর্বলতা রয়েছে System এ ইত্যাদি।
অনেকসময় এমনও হয় যে Black Hat Hackers ও এইরকম ফাঁদ পেতে রাখতে পারে, যারা এই Hacking দুনিয়ার নতুন ছাত্র – ছাত্রী তারা এই বিষয় অবগত থাকে না এবং জড়িয়ে যায় বিপদে, Black Hat Hackers তখন নানা রকম Malicious activity ঘটাতে পারে Victim এর System এ।
হতে পারে Blackmail এর শিকারও।
সতর্কতাঃ অনৈতিক Hacking বা অবৈধ Hacker এর পক্ষে আমার Article না, সম্পূর্ণ শিক্ষার উদ্দেশ্য এই লেখা, যদি কেউ এই Article পড়ে অবৈধ Cyber Attack করে তাহলে এটার জন্য আমি কোনোভাবেই দায়ী না।
Connection
আজ আমাদের প্রসঙ্গের ইতি এইখানেই টানছি, নতুন কোনো প্রসঙ্গ নিয়ে আবার দেখা হবে। ততোসময় ভেতর থেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।
The post জানুন হ্যাকার ধরার ফাঁদ Honeypot সম্পর্কে। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/5CFk4GY
via IFTTT
Comments
Post a Comment