আসসালামুওয়ালাইকুম
কেমন আছেন সবাই ? আজ আবারো একটি নতুন মজাদার পোস্ট নিয়ে । আপনি কী জানেন আপনি আপনার পিসি তে ইনভিসজিবল বা অদৃশ্য ফোল্ডার তৈরি করতে পারেন । আমার যা মনেহয় বেশিরভাগ মানুষই এটা জানেন না । আজ আপনাদের সেই অদৃশ্য ফোল্ডার তৈরি করে দেখাবো ।
তো চলুন
শুরু করা যাক
সবার প্রথমে আপনার পিসির যেকোনো জায়গায় চলে যান যেখানে আপনি মূলত সেই ফোল্ডার টি বানাবেন !
আমি আমার পিসির ডেস্কটপ / হোম স্ক্রিনে চলে এসেছি ।
এখানে আমাদের একটি নতুন ফোল্ডার বানিয়ে ফেলতে হবে ।
এখন আমাদের Alt কী প্রেস করে লিখতে হবে 0160 লিখে এন্টার করলেই ফোল্ডার এর নাম গায়েব হয়ে যাবে ।
এমন একটা ব্ল্যাংক স্পেস তৈরি হবে মানে ফোল্ডার এর কোনো নাম থাকবে না !
এবার ফোল্ডার এর আইকন রিমুভ বা অদৃশ্য করার পালা ।
তার জন্য আমাদের ফোল্ডারে রাইট ক্লিক করতে হবে
করার পর দেখবো Properties নামে একটি অপশন আসবে । সেটায় ক্লিক করবো
ক্লিক করলে এমন একটি উইন্ডো ওপেন হবে । এখান থেকে আমাদের Customize অপশন এ ক্লিক করতে হবে
এবং Change Icon এ ক্লিক করতে হবে ।
ক্লিক করে স্ক্রল করলেই এমন কিছু ব্ল্যাংক আইকন আমরা দেখতে পাবো । এবং এই ব্ল্যাংক আইকন সিলেক্ট করে Ok তে ক্লিক করতে হবে ।
এবং এপ্লাই তে ক্লিক করতে হবে ।
ব্যাস । দেখতেই পাচ্ছেন ব্যাংক ফোল্ডার
ক্লিক না করলে বুঝাও যায়না যে কিছু আছে সেখানে ।
তো আজ এই পর্যন্তই । দেখা হবে আগামী পোস্ট এ সে পর্যন্ত ভালো থাকুন । আল্লাহ হাফেজ ।
The post পিসিতে ইনভিজিবল/অদৃশ্য ফোল্ডার বানান খুব সহজেই appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/envpJUw
via IFTTT
Comments
Post a Comment