মোবাইল থেকে ছবি ডিলিট হয়ে গেছে? কোন সমস্যা নেই মাত্র ২ মিনিটে ফিরিয়ে নিয়ে আসুন

আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশাকরি সবাই ভাল আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আবার একটা নতুন টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম, আজকের টপিক মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়, ডিলিট ফটো রিকভারি সফটওয়্যার, diskdigger photo recovery pro free download চলুন শুরু করা যাক।

ছবি তুলতে কার না ভালো লাগে, আর ছবি হয়ে ওঠে প্রত্যেক মানুষের প্রিয়, আরে প্রিয় ছবিটি যখন ডিলিট হয়ে যায় কোন কারণবশত, তখন খুবই খারাপ লাগে আর এজন্যই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইলে ফটো বা ভিডিও ডিলিট হয়ে গেলে সেটা কিভাবে ব্যাকআপ দিবেন বা রিকভারি করবেন বা ফিরিয়ে আনবেন।

আজকে আপনাদের ডিলিট হওয়া ফটো Backup বা Recovery করার দুইটি কার্যকরি উপায় দেখাবো।

প্লে স্টোরে অনেক ধরনের অ্যাপ ওপেন কাজ নাও করতে পার, আবার কিছু কিছু তথ্য চুরিও করে নিতে পারি, তবে আজকে আপনাদের একটা অ্যাপস এর সাথে পরিচয় করিয়ে দিব।

১ম উপায়।

এই অ্যাপটি খুবই কার্যকরী একটি অ্যাপ, চলুন দেখে নেওয়া যাক কিভাবে হারিয়ে যাওয়া বা ডিলিট হয়ে যাওয়া ফটো বা ভিডিও ফিরিয়ে আনবেন বার রিকভারি করবে।

প্রথমে নিচের এপটি ডাউনলোড করুন। এটি Pro version.

DiskDigger Apk(Premium Unlocked)

তারপর নিচের মতো দেখবেন।

মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়, ডিলিট ফটো রিকভারি সফটওয়্যার, diskdigger photo recovery pro free download,

 

ডাউনলোড হয়ে গেলে নিচের মতো দেখবেন। App টি Open করুন।

মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়, ডিলিট ফটো রিকভারি সফটওয়্যার, diskdigger photo recovery pro free download,

তারপর নিচের মতো।

মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়, ডিলিট ফটো রিকভারি সফটওয়্যার, diskdigger photo recovery pro free download,

 

যে ফটো গুলি ডিলিট হয়েছিল এবং আপনার ফোনে যে ফটো গুলি আছে সব দেখতে পারবেন। তারপর সিলেক্ট করে Recovery ক্লিক করুন।

মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়, ডিলিট ফটো রিকভারি সফটওয়্যার, diskdigger photo recovery pro free download,

নিচের মতো করুন।

মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়, ডিলিট ফটো রিকভারি সফটওয়্যার, diskdigger photo recovery pro free download,

তারপর নিচের মতো করুন। যাদের ফোনে Use This Folder ক্লিক করতে ব্যর্থ হবেন, তারা নিচের মতো করুন।

মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়, ডিলিট ফটো রিকভারি সফটওয়্যার, diskdigger photo recovery pro free download,

তারপর নিচের মতো নাম দিয়ে খুলুন।

মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়, ডিলিট ফটো রিকভারি সফটওয়্যার, diskdigger photo recovery pro free download,

তারপর নিচের মতো

মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়, ডিলিট ফটো রিকভারি সফটওয়্যার, diskdigger photo recovery pro free download,

তারপর নিচের মতো

মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়, ডিলিট ফটো রিকভারি সফটওয়্যার, diskdigger photo recovery pro free download,

দেখুন Recovery Successful.

ব্যাস! এই ভাবেই আপনার হারিয়ে যাওয়া ফটোটি ফিরে পেতে পারেন, এই এপটি অনেক কার্যকরি একটি এপ।

২য় উপায়।

জীবনের নানা মুহূর্তের সব স্মৃতি থাকে আমাদের মোবাইল ফোনে। কিন্তু অনেক সময় অসাবধানতাবশত আমাদের ফোনের ছবিগুলো ডিলিট হয়ে যেতে পারে।

বেশিরভাগ ক্ষেত্রেই কিছু অপ্রয়োজনীয় ছবি ডিলিট করতে গিয়ে ভুলে কিছু প্রয়োজনীয় ছবি আমরা ডিলিট করে ফেলি।

সর্বশেষ খবর মেইনআইটিবিডি.কম গুগল নিউজ চ্যানেলে।

ডিলিট করার পর হয়তো ছবিগুলো আবার প্রয়োজন হতে পারে। কিন্তু, সেগুলো ফিরে পাবেন কীভাবে?

তাহলে এবার চলুন দেখে নেওয়া যাক অ্যান্ড্রয়েড মোবাইল থেকে ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়।

আপনার ফোনের Google Photos Apps Backup অপশনটি চালু থাকলে ডিলিট হওয়া ছবি খুব সহজেই ফিরে পেতে পারেন।

গুগল ফটোস অ্যাপের মাধ্যমে ছবি পুনরুদ্ধারের উপায়:

গুগল ফটোস অ্যাপটি ওপেন করে লাইব্রেরি অপশনে ক্লিক করুন। এরপর ট্রাশ ফোল্ডার অপশনে ক্লিক করলেই আপনার ডিলিট হওয়া ছবিগুলো দেখতে পাবেন।

যে ছবিগুলো ফিরে পেতে চান সেগুলো নির্বাচন করে ‘রিস্টোর’ অপশনে ক্লিক করলেই আপনার photos গুলো আবার দেখতে পারবেন ফোনের Gallery তে ফিরে পাবেন।

এ ছাড়া, আরেকটি পদ্ধতিতে ডিলিট হয়ে যাওয়া ছবি ফিরে পাওয়া সম্ভব। এই পদ্ধতিতে ছবি উদ্ধার করতে গুগল প্লে স্টোর থেকে একটি ফটো রিকভারি অ্যাপ ডাউনলোড করতে হবে।

মনে রাখতে হবে, অনেক ধরনের ফটো রিকভারি অ্যাপ আছে প্লে স্টোরে। সব অ্যাপ আপনার তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে না। তাই যেসব অ্যাপের ডাউনলোড বেশি, তেমন একটি অ্যাপ ডাউনলোড করুন।

ডাউনলোড করার সময় অবশ্যই অ্যাপটির ইউজার রিভিউ দেখে নেবেন। রিভিউ যদি ভালো থাকে, তবেই সেটি ইন্সটল করুন। অন্যথায় আপনার ফোনের তথ্য চুরি হওয়ার ঝুঁকি থেকে যাবে।

Install করা অ্যাপের মাধ্যমে Recovery ধাপগুলো অনুসরণ করে খুব সহজেই আপনার ডিলিট হওয়া ছবি গুলি ফিরে পেতে পারেন।

FAQ

মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে পাওয়ার সফটওয়্যার কোনটি ভালো?

diskdigger photo recovery pro.apk

অ্যান্ড্রয়েড মোবাইলে ফোনে কি recycle bin থাকে?

না, তবে file browser এবং gallery apps গুলোর ক্ষেত্রে Recycle Bin টি থাকতে পারে।

মোবাইলে থেকে ডিলিট হয়ে যাওয়া ফটো কিভাবে ফিরে পাবো?

Google Photos Apps এ Backup অপশন চালু/অন থাকলে, অথবা DiskDigger Apk(Premium Unlocked)এই এপ টা দিয়ে।

যারা বুঝতে পারেন নাই, এই ভিডিওতে দেখেন।

সর্বশেষ।

আজকে এই পর্যন্ত, পরিবর্তিতে আবারও হাজির হবো নতুন একটি টিপস নিয়ে, আজকের আপনারা জানতে পারলেনমো, মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়, ডিলিট ফটো রিকভারি সফটওয়্যার, diskdigger photo recovery pro free download সম্পর্কে।

যদি না বুঝতে পারেন, ১০ বার জিগ্যেস করুন। সমাধান দিতে চেষ্টা করব। টিউন লিখতে কষ্ট ফিল করি না, তাহলে Reply দিতে দ্বিধা করব কেন.!!

 


 

সবাইকে ধন্যবাদ।আজকের মতো এখানেই বিদায় নিলাম,হাজির হবো আরও নিত্য নতুন টিপস নিয়ে আমি।
আল্লাহ হাফেজ.

পূর্বের পোষ্টঃ
ফ্রি এডিটেবল ২৫১ টি ওয়ার্ড ফাইল কালেকশন-Free Bangla Editable Word Document file Collection(Free Giveaway)
আপনার ফোনের খালি ফোল্ডার গুলো এক ক্লিকে ডিলেট করুন।

The post মোবাইল থেকে ছবি ডিলিট হয়ে গেছে? কোন সমস্যা নেই মাত্র ২ মিনিটে ফিরিয়ে নিয়ে আসুন appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/95hycES
via IFTTT

Comments