আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভাল আছেন, এই TRICKBD সাথে থাকলে ভালো থাকারই কথা । তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে, ইতিমধ্যে টাইটেল দেখে আপনারা তা বুঝে গেছেন ।
তো প্রথমে আপনাদের একটি ওয়েবসাইট এ যেতে হবে। এই লিংক এ ক্লিক করে আপনারা ওয়েবসাইট এ চলে যান।
ওয়েবসাইট এ গিয়ে আমার দেখানো জায়গায় ক্লিক করুন।
এরপর দেখবেন আপনাকে রেজিস্ট্রেশন পেজ এ নিয়ে যাবে। এরপর আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিন।
সব তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করা শেষ হয়ে গেলে আপনার মোবাইল নম্বর ভেরিফাই করতে হবে। সেক্ষেত্রে আপনার মোবাইল এ যাওয়া কোড দিয়ে একাউন্ট টি ভেরিফাই করে নিন।
সবশেষে দেখবেন আপনি ড্যাশবোর্ড এ চলে এসেছেন এবার ড্যাশবোর্ড থেকে ফ্রি তে মেসেজে পাঠানোর পালা।
মেসেজে পাঠানোর জন্য ড্যাশবোর্ড থেকে ডান পাশের আমার দেখানো অপসন এ ক্লিক করুন।
এরপর কুইক মেসেজে এ ক্লিক করে আমার দেখানো মতো নম্বর এবং মেসেজে এ আপনি যা পাঠাবেন তা লিখুন এবং প্রিভিউ এবং কন্ফার্ম বাটন এ ক্লিক করুন।
এবার সেন্ড এ ক্লিক করুন।
এবার আপনার মোবাইল নম্বর এ দেখুন মেসেজে চলে গেসে।
এই সাইট এ একটি একাউন্ট দিয়ে আপনি প্রায় ১২ টি মেসেজে সেন্ড করতে পারবেন। টেম্পোরারি নম্বর বেবহার করে আনলিমিটেড করতে পারবেন।
এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরো নতুন নতুন পেতে, নিয়মিত ট্রিক বিডি ভিজিট করুন।
ধন্যবাদ সবাইকে।
The post যেভাবে ফ্রি তে যেকোনো নম্বর এ মেসেজে পাঠাবেন বিশ্বব্যাপী ! appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/LbNBuGM
via IFTTT
Comments
Post a Comment