Hello World!
কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আজকের এই পোস্টটি ঐসব ইউজারদের জন্যে করা যারা নিজেদের ফোনকে এডভান্সড ভাবে ব্যবহার করতে ভালোবাসেন।
আপনি একজন Customization Lover হোন কিংবা এমন কেউ একজন যে নিজের mobile কে তার Limit এর বাইরে Push করে নতুন কোনো অভিজ্ঞতা নিতে ভালোবাসেন।
আজকে আপনাদের সাথে এমন এক ধরনের ট্রিক শেয়ার করবো যার মাধ্যমে আপনারা সত্যিকারের Advanced User হয়ে যাবেন।
তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের পোস্টটি।
এর জন্যে আমাদের যা যা লাগবে :
(১) একটি Android Device যেটায় Notch রয়েছে (Obviously)
(২) একটি Android App যার নাম : Touch The Notch
App Link : (Premium Unlocked)
আপনাকে Premium Version টাই ব্যবহার করতে হবে কারন Playstore এর Version টি মাত্র ল্কয়েকবার Tap করার পরই Premium Subscription চাইবে আর তেমন কিছু করতেও পারবেন না।
যাই হোক, এবার আসি কি কি করতে পারবেন এই এপ্লিকেশনটির মাধ্যমে।
(১) শুরুতেই App Open করার পর আপনাকে Permission দিতে হবে। দিয়ে দিবেন। এরপর আসবে আসল কাজ।
(২) এতে আছে Haptic Feedback যা vibration এর মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে আপনি যখনই Notch এ Touch করবেন এবং App তার কাজ শুরু করবে।
(৩) আপনি চাইলে Landscape Mode এ App টিকে disable ও করে রাখতে পারবেন। এর ফলে যখন Landscape Mode এ যখন কিছু দেখবেন তখন Notch এ accidentally touch করে ফেললেও কিছুই হবে না।
এটা আপনি enable/disable করে রাখতে পারবেন। যা আপনার ইচ্ছা।
(৪) এবার আসি প্রথম Command Single Touch এ।
★Single একটি Touch এ আপনি Screenshot নিতে পারবেন।
★Single একটি Touch এ আপনি Power Button Long press menu On করতে পারবেন।
★Single একটি Touch এ আপনি minimized application drawer open করতে পারবেন।
★Single একটি Touch এ আপনি camera Open করতে পারবেন। যা notch এর একটি ফিচার হওয়া উচিত। because it makes sense!
★Single একটি Touch এ আপনি recent apps menu Open করতে পারবেন।
★Single একটি Touch এ আপনি আপনার ইচ্ছামতো যেকোনো selected apps Open করতে পারবেন।
★Single একটি Touch এ আপনি Automatic screen rotation/orientation control করতে পারবেন।
★Single একটি Touch এ আপনি do not disturb mode On/Off করতে পারবেন।
★Single একটি Touch এ আপনি Qr code reader Open করতে পারবেন।
★Single একটি Touch এ আপনি যেকোনো automated task trigger করতে পারবেন।
★Single একটি Touch এ আপনি যেকোনো website Open করতে পারবেন।
★Single একটি Touch এ আপনি যেকোনো Play/Pause Music করতে পারবেন।
★Single একটি Touch এ আপনি যেকোনো next music play করতে পারবেন।
★Single একটি Touch এ আপনি যেকোনো previous music play করতে পারবেন।
★Single একটি Touch এ আপনি যেকোনো screen brightness high to low control করতে পারবেন।
★Single একটি Touch এ আপনি যেকোনো ring/vibration/silent mode এ trigger করতে পারবেন।
★Single একটি Touch এ আপনি যেকোনো screen off করতে পারবেন।
কি? এতেই অবাক হয়ে গেলেন? আরো আছে।
(৫) আপনি এমন সব ধরনের Task Long press করেও করতে পারবেন।
(৬) শুধু Long press নয়, double click করেও করতে পারবেন।
(৭) আর শুধু double click নয়! বামে swipe করেও করতে পারবেন।
(৮) এমনকি ডানে swipe করেও করতে পারবেন।
এসব কিছু শুধু মাত্র Notch এ Touch করেই করতে পারবেন। কি বিশ্বাস হচ্ছে না? হওয়ারই কথা না। একবার Try করেই দেখুন।
App টির কিছু screenshots নিচে দেওয়া হলো :
আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো পোস্টে।
Till Then Stay With TrickBD
THIS IS 4HS4N
PEACE OUT….
The post আপনার ফোনের Notch কে Touch করে ইচ্ছামতো যা খুশি করান (For Customization & Advanced Users!) appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/ta2j7u8
via IFTTT
Comments
Post a Comment