আইডি কার্ড যাচাই করুন অনলাইনে Nid Card Check Bangladesh


আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি। আজকের পোষ্টে আপনাদের দেখাবো যেভাবে আপনারা যেভাবে আপনারা ছবিসহ এনআইডি কার্ড অনলাইনে যাচাই করবেন।
আগের পোস্টে দেখিয়েছিলাম মূলত ছবি ছাড়া কিভাবে আইডি কার্ড যাচাই করতে হয়।
আইডি কার্ড অনেক কারণে আমাদের যাচাই করার প্রয়োজন হয় যেমন: অনেকসময় বাসা ভাড়া দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের অপরিচিত লোকদের ভাড়া দিতে হয় বা অচেনা কারো থেকে কিছু কিনলে যেমন:ফোন বা বাইক কিনলে তার ডকুমেন্টস হিসেবে আপনারা আইডি কার্ডের ফটোকপি নিয়ে থাকেন।
আর আপনাকে দেওয়া সেই এনআইডি টি আসল নাকি নকল কিভাবে যাচাই করবেন অনলাইনে।
তো এর জন্য প্রথমে যেকোনো একটি ব্রাউজারে চলে আসুন এবং সার্চ দিন Mutation Land Gov Bd

ওয়েবসাইটটিতে ক্লিক করুন

নামজারি আবেদন

এরকম পেজ আসবে একটু নিচে আসুন

ব্যক্তি মালিকানাধীন সিলেক্ট করুন এবং হ্যা এবং গ্রহীতা করেদিন দেখুন এনআইডি কার্ড নাম্বার ও জন্মতারিখটি দিতে বলছে দিয়েদিন যে আইডি কার্ড চেক করতে চাচ্ছেন।

মোবাইল নাম্বার দেন এবং বিভাগ,জেলা,উপজেলা সিলেক্ট করুন

মৌজা যেকোনো একটা সিলেক্ট করেদিন এবং প্রথম ৩ টা প্রশ্নের উত্তর হ্যা করেদিন।

তারপরের ৩ টা না করুন এবং তারপরের টা হ্যা করেদিন ও ৪.৮ এর প্রশ্নের উত্তর আর এস করেদিন।

৪.৯ প্রশ্ন উত্তর জমি এবং ৪.১০ এর না করুন
এবং পরবর্তীতে ক্লিক করুন

আপনার নাম্বারে ৪ সংখ্যার এমন কোড আসবে

কোডটি লিখে দিয়ে টিক মার্ক করে দিয়ে যাচাই করুন

এমন পেজ আসবে একটু নিচে আসুন

এখানে গ্রাম,উপজেলা,জেলা দেখতে পাবেন এবং ওই সাইডে আসুন

এখানে আইডি কার্ডের ছবিটাও দেখতে পাবেন

আশাকরি বুঝতে পেরেছেন না বুঝলে বিস্তারিত সহকারে নিচের ভিডিওটি দেখুন।

“প্রতিনিয়ত সবার আগে Technology রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন,ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবেন।

★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন নিচে ক্লিক করে দেখেনিনঃ
Upay একাউন্ট খুলে ফ্রিতে ৫৫ টাকা বোনাস নিয়েনিন

বাংলালিংক সিমে ১ জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে নিয়েনিন
★কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে ফেসবুক পেজ BD TRICK SH এ মেসেজ দিনBDTRICKSH
সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন

The post আইডি কার্ড যাচাই করুন অনলাইনে Nid Card Check Bangladesh appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/ZaqkhfR
via IFTTT

Comments