এবার Iphone 15 pro এর মত আপনার ফোনের Volume Button/Extra Button কে remap করে Customize করে ইচ্ছামতো যেকোনোভাবে কাজে লাগান!
Hello World!
আপনার ফোনে কি Extra কোনো Button রয়েছে? যেমন মনে করুন Google Assistant Button। কিংবা ধরুন আপনি আপনার Volume Button কে Double Tap বা Triple Tap বা যত ইচ্ছা Tap আপনার ইচ্ছা করে কোনো Application, Shortcut ইত্যাদি Open করতে চান কিন্তু আপনার ফোনে সেই Option নেই। তখন কি করবেন?
সেই Solution দিতেই হাজির হয়েছি আজ। তাহলে চলুন আর দেরি না করে কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের পোস্টটি।
এর জন্যে আমাদের প্রয়োজন পড়বে :
(১) একটি Android Device
(২) একটি Application যার নাম : Key Mapper
App Link
তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক এই App টিকে আপনারা কোন কোন কাজে কিভাবে ব্যবহার করতে পারবেন। Trust Me এটা যতটা শোনাচ্ছে তার চেয়ে অনেক বেশি Useful.
(১) App টিতে ঢোকার পরই আপনারা একটি (+) চিহ্ন দেখতে পারবেন। সেটাতে ক্লিক করুন।
(২) এরপর উপরে চার ধরনের Option দেখতে পাবেন।
1. Trigger
2. Actions
3. Constraints
4. Options
(৩) প্রথমে Record A Trigger এ ক্লিক করুন সাথে select করে নিবেন at the same time মানে একবারে একই কাজ করবে নাকি sequence এর মাধ্যমে।
(৪) record এ trigger এ ক্লিক করার পর ৫ সেকেন্ডের Gap দেখতে পাবেন। সেই ৫ সেকেন্ডের ভিতরে আপনি সেই Button টিকে Click করবেন যেটিতে সেই shortcut trigger টি open হবে।
(৫) সেই Button টি press করার পর short press, long press, double press মানে আপনি কতক্ষন বা কতবার ধরার পর আসবে সেই trigger সেটি select করুন।
(৬) এটা হয়ে গেলে Actions এ যান ডানে Swipe করে। এরপর Add an action এ ক্লিক করলেই আপনি অনেক অনেক অপশন দেখতে পারবেন। আপনি যেটা চান সেটা select করুন।
(৭) যদি Permission চায় তবে Enable করে দিবেন।
(৮) এছাড়াও আপনি Contraints এবং options এর মাধ্যমে extra কিছু facility পেয়ে যাবেন যেন একটার সাথে আরেকটা contradict না করে।
(৯) সব হয়ে গেলে enable করে নিচে save button এ press করে save করে দিবেন।
(১০) save করার পর Accessibility Service on করতে চাইলে on করে দিবেন। এরপরApp Close করে দিয়ে সেই Command টা দিন দেখবেন কাজ করছে।
(১১) আপনি চাইলে কত ms পর আপনার sequence শেষ হবে বা নতুন sequence শুরু করবেন সেটাও select করতে পারবেন।
(১২) আপনি চাইলে অন্যান্য App এও যেন কাজ করে এই remap button সেই trigger টিকেও enable করে রাখতে পারেন।
(১৩) এরপর আপনি Settings এ গেলে আরো অনেক ফিচার Tweaking করতে পারবেন।
(১৪) যেমন : force vibrate এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার দেওয়া remap কাজ করছে কি না।
(১৫) কিংবা ধরুন default ভাবে যে remap করা আছে আপনার ফোনে ঐগুলোর সময়ও কম বেশি বাড়াতে কমাতে পারবেন।
যা যা বললাম যবকিছুর স্ক্রিনশটস একসাথে দিয়ে দিলাম :
এমন অনেক Customization Tweaks রয়েছে যা আপনি নিজে নিজে experiment করতে পারবেন।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো পোস্টে।
আর হ্যাঁ, কোথাও শেয়ার করার আগে আমাকে জানাবেন নয়তোবা At least Credit দিবেন – 4HS4N এর।
আমার Permission ছাড়া কোথাও পোস্ট করলে তার বিরুদ্ধে একশন নিতে বাধ্য থাকবো।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
দেখা হবে নতুন কোনো ট্রিক শেয়ারের সময়।
Stay With TrickBD
THIS IS 4HS4N
LOGGING OUT….
The post এবার Iphone 15 pro এর মত আপনার ফোনের Volume Button/Extra Button কে remap করে Customize করে ইচ্ছামতো যেকোনোভাবে কাজে লাগান! appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/r8dJsDp
via IFTTT
Comments
Post a Comment