বিকাশ বাংলাদেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন ভিত্তিক অর্থ স্থানান্তর সেবাদানকারী একটি প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের সবচাইতে বড় অর্থায়ন প্রতিষ্ঠান। এটি ব্যাঙ্ক হিসাববিহীন ব্যক্তিদের আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে চালু করা হয়েছে.! বিকাশ একাউন্ট ব্যবহার করে না এমন গ্রহক খুজেই পাওয়া যাবে না.!
বিকাশ সব সময় তাদের গ্রাহকদের কে নতুন নতুন অফার দিয়ে থাকে। এখন চলতেছে ক্রিকেট বিশ্বকাপ এর সিজন আর সেই উপলক্ষে বিকাশ তাদের গ্রাহক দের জন্য চালু করে কুইজ প্রতিযোগিতা! সবচেয়ে দ্রুত ও কম সময়ে এ ক্রিকেট বিশ্বকাপ এর উপর ৩ টি প্রশ্নের উত্তর প্রদান করলে পেতে পারেন ৫০ টাকা বোনাস প্রতিদিন ১,০০০ জন বিজয়ী পাবেন ৳৫০ বোনাস!
প্রতিদিনের বিজয়ী হবার নিয়মাবলীঃ
- কুইজে অংশগ্রহণকারীদের একটি সচল বিকাশ একাউন্ট থাকতে হবে।
- বিকাশ একাউন্ট নাম্বার প্রদানের মাধ্যমে কুইজ খেলতে হবে।
- অংশগ্রহণকারীদের বিজয়ী হিসেবে নির্বাচিত হওয়ার জন্য দ্রুততম সময়ের মধ্যে ৩টি প্রশ্নের উত্তর দিয়ে সাবমিট করতে হবে।
- বোনাস পাওয়ার জন্য কুইজ খেলার দিনের মধ্যে বিকাশ অ্যাপ থেকে অবশ্যই একটি নির্দিষ্ট লেনদেন করতে হবে (মোবাইল রিচার্জ/ক্যাশ আউট/সেন্ড মানি/পেমেন্ট/পে বিল/কার্ড টু বিকাশ)।
- কুইজ খেলার দিন কোনো লেনদেন না করলে অংশগ্রহণকারী বোনাস পাবেন না। কুইজ খেলার দিনের মধ্যে শুধু একটি লেনদেনই অংশগ্রহণকারীর বোনাস পেতে যোগ্য হবার জন্য যথেষ্ট।
- অফার চলাকালীন একজন গ্রাহক যতবার খুশি কুইজ কুইজ খেলতে পারবেন তবে সর্বোচ্চ একবার বিজয়ী হতে পারবেন।
- প্রতিদিন প্রথম ১০০০ জন বিজয়ী তাদের বিকাশ একাউন্টে ৫০ টাকা করে পুরস্কার পাবেন।
- কুইজ চলাকালীন প্রতিদিনের বিজয়ীদের ফলাফল পরবর্তী দুই কার্যদিবসে দুপুর ২টার মধ্যে কুইজ প্লাটফর্ম এ প্রকাশিত হবে।
- বিজয়ী ঘোষণার তারিখ হতে পরবর্তী দুই কার্যদিবসের মধ্যে বিজয়ীদের বিকাশ একাউন্ট নাম্বারে ই-মানি হিসাবে পুরস্কারের অর্থ প্রদান করা হবে।
- অফারটি চলবে ২৫ অক্টোবর ২০২৩ পর্যন্ত
কুইজ খেলতে প্রথম এ এখানে ক্লিক করুন.!
আপনার বিকাশ একাউন্ট এর নাম্বার টি প্রদান করে চলুন তে ক্লিক করুন.
এখন ক্যাপচাটি সঠিক ভাবে পূরণ করে সাবমিট এ ক্লিক করুন।
তার পর এই রকম সহজ ৩ টি প্রশ্ন আসবে সেটি সঠিক হবে সেটিতে ক্লিক করবেন তার পর পরাবর্তি প্রশ্ন চলে আসবে.! এবং খুব কম সময়ে ও দ্রুত প্রশ্ন গুলার উত্তর দিতে হবে.!
৩টি প্রশ্নের উত্তর প্রদান করার পর দেখতে পাবেন কতটি প্রশ্ন সঠিক হয়েছে এবং উত্তর দিতে কত সময় নিয়েছেন.!
এর পর বিকাশ অ্যাপ এ ঢুকে মোবাইল রিচার্জ/ ক্যাশ আউট/ সেন্ড মানি/ পেমেন্ট/ পে বিল/ কার্ড টু বিকাশ/ ট্রান্সফার মানি সে কোনো একটা লেনদেন করে নিন।
বিজয়ীদের তালিকা শুক্রবার এবং শনিবার ছাড়া প্রতি দিন দুপুর ২ টার মধ্যে প্রকাশ হবে বিজয়ীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন.!
যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!
বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন
ধন্যবাদ
The post ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে বিকাশ এ কুইজ খেলে জিতে নিন ৫০ টাকা বোনাস সবাই পাবেন.! appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/as6OLtx
via IFTTT
Comments
Post a Comment