আপনার Android ফোনের জন্যে নিয়ে নিন একটি Ultimate All in One App!

Hello World!

কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আজকের পোস্টটি একটু ভিন্ন রকমের হতে যাচ্ছে।

কেন এবং কিভাবে সেটা সম্পূর্ণ পোস্টটি পড়লেই বুঝতে পারবেন। আজকে আপনাদের সাথে এমন একটি App Share করবো যেটি ব্যবহার করে আমি নিজেই প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম।

এই Application টির মাধ্যমে আপনি আপনার মোবাইলের সমস্ত তথ্য তো এক ক্লিকে পাবেনই, তার সাথে আরো অনেক কিছু পেয়ে যাবেন যা আপনার দৈনন্দিন জীবনে অনেক কাজে দিবে।

আর কথা না বাড়িয়ে তাহলে চলুন Main Topic এ যাওয়া যাক।

এর জন্যে আমাদের দরকার পড়বে :

(১) একটি Android Device (Mobile/Tablet/Emulator Anything)

(২) একটি App যার নাম : Inure

App Link : Playstore

এবার আসি এই App টির সব ধরনের Features এর ব্যাপারে :

(১) App টি Open করে Permission দেওয়ার পরই খুবই সুন্দর একটি Interface দেখতে পারবেন।

(২) প্রথমেই যে option টি পাবেন সেটি হচ্ছে Apps এর!

Apps এ ক্লিক করলে আপনার ফোনের সকল Apps দেখতে পাবেন। এখান থেকে সেগুলোকে Control করতে পারবেন।

কেমন Control Possible?

App Information & User Statistics এর সাথে App Permissions, সকল activities, সব services, সকল app certificates, resources, receivers, providers, androidmanifest, user features, graphics, extras, shared libs, dex classes trackers ইত্যাদি সব কিছু view করতে পারবেন।

যাদের জ্ঞান আছে এসব এর ব্যাপারে তারা আরো ভালো বুঝতে পারবেন।

(৩) এরপর আসা যাক ২য় Option Terminal এ। হ্যাঁ, এখান থেকে আপনারা Terminal ব্যবহার করতে পারবেন।

(৪) ৩য় Option এ পাবেন User statistics। আপনার ফোনের Complete Apps Statistics & Summary পেয়ে যাবেন।

আপনি কতক্ষন, কোন দিন কিংবা প্রতিদিন কোন কোন Apps ব্যবহার করছেন কতক্ষনের জন্যে সব কিছুই এখান থেকে দেখতে পাবেন।

শুধু তাই নয়, সেগুলো Sort করেও দেখতে পারবেন। আর এখানে অনেক Sorting Options রয়েছে।

যেমন : Name, Packaging Name, App Size, Install Date, Update Date, Minimum Sdk, Target Sdk, Time used, Time sent, Time Received, Wifi Sent, Wifi Received,

accending, descending, Application Type।

(৫) এরপর রয়েছে Batch. এর মাধ্যমে Multiple Apps Uninstall করতে পারবেন। সেগুলোকে Extract করতে পারবেন। সেগুলোর Data, Tags View করতে পারবেন।

(৬) Analytics এ গিয়ে আপনার ফোনের Minimum Target Sdk Apps কোনটা কত Percentage এ রয়েছে সবকিছুর খুব সুন্দর pie chart দেখতে পারবেন।

(৭) এরপর আছে Notes, Tags, Saved Commands, Recently Installed Apps, Previously Updated Apps, Most Used Apps, Uninstalled Apps, Disabled Apps সবকিছুর বিস্তর তথ্য।

এবার আসি App Settings এ।

(৮) খুব সুন্দর Material U Theme এর মাধ্যমে সম্পূর্ণ এপটিকে এত সুন্দর Smooth Animation দিয়ে বানানো হয়েছে যা আপনি ব্যবহার করলে আরো করতেই চাইবেন।

(৯) যেমন : Appearance এ গেলে অনেক Feature পেয়ে যাবেন এবং Android 13 এর Material U এর মতো আপনি নিজে নিজেই Customize করতে পারবেন আপনার ইচ্ছামতো।

Accent Theme, Colors, Icon Size ইত্যাদি সব কিছুই Change করতে পারবেন।

(১০) Behaviour এ গেলে পাবেন আরো Customisation Features। এক এক করে বলতে গেলে পোস্ট অনেক লম্বা হয়ে যাবে। আপনি নিজেই Download করে explore করুন।

এছাড়াও আরো অনেক কিছুই রয়েছে App টিতে যা না বলে আমি সবকিছুর screenshots নিচে দিয়ে দিচ্ছি। ভালো লাগলে ডাউনলোড করে ব্যবহার করা শুরু করে দিবেন।

 

আজকের মতো এখানেই শেষ করছি।
দেখা হবে পরের কোনো পোস্টে।
Till Then Stay With TrickBD
THIS IS 4HS4N
PEACE OUT….

The post আপনার Android ফোনের জন্যে নিয়ে নিন একটি Ultimate All in One App! appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/6js7FOA
via IFTTT

Comments