আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালোই আছি।
বরাবরের মতো আমি আজকেই একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি । কি সম্পর্কে আজকে আমি পোস্ট করেছি তা আপনারা টাইটেল দেখেই বুঝে গিয়েছেন। তো আমি পোস্টের শুরুতে বেশি কথা বলবো না।
আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের VPN কানেক্ট করবেন কোনো সফটওয়্যার ছাড়া। মানে আপনার Android ফোনের সেটিং ব্যবহার করে Vpn কানেক্ট করবো কোনো apk ছাড়াই। তো চলুন শুরু করা যাক।
আমাদের বিভিন্ন কাজে প্রতিনিয়ত ভিপিএন ব্যবহার করতে হচ্ছে। এর ফলে আমাদের অনেক ভিপিএন সফটওয়ার ব্যবহার করতে হচ্ছে। আর আমরা জানি ভিপিএন সফটওয়্যার ইউজ করলে অনেক এমবি খায়। অর্থাৎ ডাটা চার্জ বেশি লাগে। আবার যাদের মোবাইলের র্যাম কম তাদের মোবাইল অনেকসময় হ্যাং করে। আর আজ আমি আপনাদের এই সমস্যাগুলোর সমাধান নিয়ে হাজির হয়েছি।
পদ্ধতিঃ
1. মোবাইলের ডিফল্ট vpn চালু করতে প্রথমেই আপনাদের মোবাইলের সেটিং এ যেতে হবে।
2. তারপর More এ যান।
3. তারপরে VPN সিলেক্ট করুন।
4. এখন আপনাদের যাদের মোবাইলে কোনো লক সেট করা নেই তাদের মোবাইলে নিচের অপশন আসবে।
আপনারা ok ক্লিক করে যেকোনো একটা সিকিউরিটি লক অন করে দিন।
5. আর যাদের আগে থেকে স্কিন লক অন করা ছিল তাদের সরাসরি এই অপশনে নিয়ে আসবে। আপনি এখান থেকে Add vpn profile অর্থাৎ প্লাস চিহ্নে টিপুন।
6. পরের অপশনে নিচের চিত্রের মতো name, password, server address ইত্যাদি দিতে হবে।
কিন্তু এইগুলো আপনি কোথায় পাবেন?
সেজন্য প্রথমেই এখানে ক্লিক করে Vpngate ওয়েবসাইটে প্রবেশ করুন।
7. Vpngate ওয়েবসাইটে প্রবেশ করার পর L2TP/IPsec বাদে সবগুলো অপশনে আনমার্ক করে refresh server list ক্লিক করুন।
8. রিফ্রেশ হয়ে গেলে আপনি এখানে বিভিন্ন দেশের server adress দেখতে পারবেন। আপনি ইচ্ছা মত একটি দেশের server address কপি করুন নিচের স্কিনশটের মতো। (আমি Japan সার্ভারটা কপি করলাম।
9. কপি করার পর আগের মোবাইল vpn সেটিং এ চলে আসুন।
10.এবার Name এ আপনি যেদেশের সার্ভার কপি করেছিলেন সেই দেশের নাম দিন।
type এ L2TP/IPsec PSK সিলেক্ট করুন।
server address এ কপি করা সার্ভার টা পেস্ট করুন।
11. এবার একটু নিচে এসে IPsec pre-shared key এ vpn দিয়ে save ক্লিক করুন।
12. save ক্লিক এরপরে এইরকম একটি অপশন পাবেন ওখানে ক্লিক করুন।
13. এবার আপনাকে username ও password দিতে বলবে আপনি দুইটাতেই vpn লিখে Connect টিপুন।
14. দেখুন কানেক্ট হচ্ছে। এবং কানেক্ট হয়ে গেছে।
15. proof:
তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
The post দেখুন কিভাবে মোবাইলে থাকা ডিফল্ট VPN কানেক্ট করবেন। [Without App] appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/pz6m1CG
via IFTTT
Comments
Post a Comment