আসসালামুয়ালাইকুম,
গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে স্মার্ট সুইচ তৈরি করতে হয় । এই পর্বে দেখানো হবে কিভাবে সেই স্মার্ট সুইচ দিয়ে রিমোটের সাহায্যে নিয়ন্ত্রণ করতে হয় ।
আগের পর্ব দেখে না থাকলে নিচের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন ।
প্রথম পর্ব
অনেকেই সুইচটি কিনতে চেয়েছেন । কিন্তু এটা Giveaway এর জন্য রাখা হয়েছে , সুতরাং এটা বিক্রি করা সম্ভব নয় । Giveaway তে বিজয়ী এই ডিভাইস টি পাবেন । আর আমি অনেক সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি । বুঝতে অসুবিধা হলে বা যে কোন সাহায্য লাগলে নক করতে পারেন । যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব।
তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ।
এখন আমরা স্মার্ট সুইচটির সাথে রিমোট লিংক করব ।
প্রথমে CADIO অ্যাপস টি ওপেন করুন ।
হোম পেইজে কয়েকটা সুইচ দেখতে পাবেন ।
প্রথম সুইচ লং প্রেস করুন ।
তারপর Infrared এ ক্লিক করুন ।
এখান থেকে আমরা রিমোটের বাটন রেজিস্টার করব ।
তারপর অন অফ সিগনালে ক্লিক করব । যখন waiting for the signal দেখাবে তখন সেন্সরের সামনে রিমোট এনে যেকোনো একটা বাটন চাপবো । সিগন্যাল রিসিভ করার পর এমন দেখাবে ।
তারপর টিক মার্কে ক্লিক করব ।
এখন আমরা রিমোটে যেই বাটন চেপে সিগন্যাল রেজিস্টার করলাম সেই বাটন চাপলে উক্ত সুইচ অন অথবা অফ হবে ।
অর্থাৎ আমরা যদি রিমোটের বাটন 1 স্মার্ট সুইচের Switch 1 এর জন্য Assign করি তাহলে রিমোটের বাটন 1 চাপলে SWITCH 1 অন অথবা অফ হবে ।
তো একইভাবে আমরা বাকি সুইচ গুলো রেজিস্টার করে নিই । এখন থেকে আমরা রিমোট দিয়েই আমাদের বৈদ্যুতিক ডিভাইস গুলো অন অফ করতে পারবো ।
চাইলে প্রথম পর্বের ভিডিও দেখে নিতে পারেন।
আজ এই পর্যন্তই , পরের পর্বে দেখানো হবে google assistant দিয়ে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় অর্থাৎ ভয়েস কমান্ড দিয়ে অন-অফ করতে হয় ।
Giveaway লিংক নিচে দেয়া হল।
https://www.facebook.com/100064300561592/posts/pfbid02Z3s7NfgAiddR7u7tbQu14cBBqSmMjsDjNqvUpLnYuEjh6y9zr6M3rKDZBJ4b63Kzl/?app=fbl
যেকোনো বিষয় বুঝতে অসুবিধা হলে জানাবেন । যেকোনো ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল ।
আল্লাহ হাফেজ
The post ঘরের লাইট ফ্যান যেকোনো রিমোট দিয়ে নিয়ন্ত্রণ করবেন যেভাবে : স্মার্ট সুইচ তৈরি । Part-2 appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/9d3QwYI
via IFTTT
Comments
Post a Comment