Node Js – Express দিয়ে যেভাবে বানাবেন সার্ভার

আজকে আমি দেখাবো Node js এর express module ব্যবহার করে কীভাবে http server বানাবেন।

-প্রথমে express module import করে নিতে হবে

const express = require('express');

-এরপর express function ব্যবহার করে একটি object বানিতে নিতে হবে।আমি এখানে app নামের একটি object বানিয়েছি।

const app = express();

-এখন app object এর get method এর মাধ্যমে একটি route বানাতে হবে।function এর প্রথম parameter এ route এর path দিতে হবে এবং পরের parameter এ আরেকটি function দিতে হবে যার দুটি parameter থাকবে request এবং response ।আপনি এখানে anonymous function দিতে পারেন।এখন এই function এর ভিতরে response object এর send method call করে যেকোনো response show করাতে পারি।

app.get('/',(req,res)=>{
  res.send('Hello World');
});

-এখন app এর listen method এর মাধ্যমে যেকোনো port এ আমাদের সার্ভার listen করাতে পারি।

app.listen(3000);

এখন local server এ http://localhost:3000 এর মাধ্যমে আমাদের সাইটটি access করতে পারবো।

 

সম্পূর্ণ কোড:


বিভিন্ন Tips and tricks পেতে join করতে পারেন t.me/techzbd

The post Node Js – Express দিয়ে যেভাবে বানাবেন সার্ভার appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/mzhuQ3f
via IFTTT

Comments