কম্পিউটারের টিপস গুলি কাজে লাগিয়ে আপনি আপনার কম্পিউটার ব্যবহারের সঠিক ভূমিকা রাখতে পারেন। যার ফলশ্রুতিতে আপনার কম্পিউটারের সমস্যা এবং সমাধান আপনি নিজে নিজেই বুঝতে সক্ষম হবেন।
অনলাইনের যুগে আমাদের কম্পিউটার বিভিন্ন কাজে প্রয়োজন হয়। কম্পিউটার বড় একটি ফাংশন দিয়ে গঠন করা, যে কেউ চাইলেই কম্পিউটার চালাতে পারবে না এই জন্যই আলাদাভাবে ট্রেনিং এর ব্যবস্থাও দেখা যায়। যাই হোক মূল বিষয়টা হচ্ছে যারা কম্পিউটার সম্বন্ধিত বেসিক জানেন না, বা কম্পিউটার ব্যবহারকারীদের জন্য এমন ২০ গুরুত্বপূর্ণ টিপস আজকে আমরা শেয়ার করব। যেগুলি কম্পিউটার ব্যবহারকারীর জন্য হয়তো বিভিন্ন ধরনের সাহায্য করতে পারে!
Computer টিপস কেন গুরুত্বপূর্ণ?
টিপস হচ্ছে জ্ঞান। আপনার কম্পিউটার সম্বন্ধিত জ্ঞান হচ্ছে টিপস। অর্থাৎ আপনি কম্পিউটার সমন্ধিত জ্ঞান অর্জন করে, কম্পিউটারের ব্যবহার সঠিকভাবে করতে পারবেন। দেখা যাচ্ছে আপনি কম্পিউটার ব্যবহার করতে করতে কোন ধরনের সমস্যা দেখলেন, এখন এর সমাধান টা কি কতটা সমস্যা হয়েছে? মিস্ত্রি লাগবে কিনা? আপনি নিজে থেকে পারবেন কিনা? ইত্যাদি বিষয়গুলির জন্য কম্পিউটারের টিপস জানা খুবই গুরুত্বপূর্ণ!
বিশেষ করে আমরা যারা নতুনভাবে কম্পিউটার ব্যবহার করি তাদের তো কম্পিউটারের জ্ঞান অর্জনের জন্য, বিভিন্ন ধরনের কম্পিউটার সম্বন্ধে টিপস জানা জরুরী। পাশাপাশি যারা ব্যবহার শুরু করেছেন তাদের জন্যও অনেক ক্ষেত্রে কম্পিউটারের জ্ঞান বা টিপস জানো না দরকার। যার ফলে আপনি আপনার কম্পিউটারের সমস্যার সমাধান হয়তো নিজেও বুঝতে পারবেন।
Computer টিপস না জানলে ক্ষতি হতে পারে!!!
ক্ষতি আসলে হওয়া স্বাভাবিক এভাবে, আপনি কম্পিউটারের সম্বন্ধে কম জানেন এমন একটা সমস্যা আপনার সামনে চলে আসলো। আপনি কিছু না বুঝে সরাসরি কম্পিউটার মিস্ত্রির কাছে চলে গেলেন এবং সে আপনার কাছ থেকে ছোট সমস্যার বড় অ্যামাউন্ট হাতিয়ে নিল।
মূল কারণটা আপনি কম্পিউটার সম্বন্ধে সঠিক জ্ঞান অর্জন করেননি বা জানেন না। তাছাড়া অন্যান্য দিক বিবেচনা করেও জ্ঞান জিনিসটা এমন যেটা না জানলে ক্ষতি হওয়াটা স্বাভাবিক!
- কম্পিউটারের জ্ঞান খুব কম আবার অনেক বেশি দাম নয়। আপনি কম্পিউটারের জ্ঞান যেগুলি মূল সেগুলি জেনে বুঝে কাজ করলে কোন সমস্যা হবে না। তবে সত্যিকার অর্থে কম্পিউটারের অল্প টিপস জানা বা অল্প জ্ঞান নিয়ে আপনি আপনার পার্সোনাল কম্পিউটারের সকল তথ্য হারিয়েও ফেলতে পারেন। তাই এখন অন্যান্য দিক বিবেচনা করেও বলা যায় কম্পিউটারের টিপস না জানলে ক্ষতি হয়তো হতে পারে।
কাজে লাগার মতো ১০+ টি Computer টিপস
কাজে লাগার মতো Computer টিপস ▬1▬
মেমোরি কার্ডে লুকিয়ে থাকা ফাইল উদ্ধার
অনুসন্ধান অপশনে গিয়ে আপনি শুধু ডট লিখবেন “.” দেখবেন আপনার সামনে সকল ফাইল চলে আসবে। এটা শুধু মেমোরি কার্ডের ক্ষেত্রে নয় আপনি আপনার পেনড্রাইভেও কোন ফাইল লুকানো উদ্ধার কাজেও এটি ব্যবহার করতে পারেন।
কম্পিউটার গতিশীল
GO “ RUN “ – temp তারপর GO “ RUN “ – %temp% লিখে এন্টার করলে নতুন উইন্ডো আসবে সেখানে প্রত্যেক ফাইল ডিলিট করে দিন।
GO “ RUN “ – tree তারপর GO “ RUN “ – prefetch লিখে এন্টার করলে নতুন উইন্ডো আসবে সেখানে প্রত্যেক ফাইল ডিলিট করে দিন।
এখন,
- প্রত্যেকটি ড্রাইভের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করুন!
- এরপর প্রপারট্রিজ এ ক্লিক করুন!
- তারপর ক্লিন আপ অপশনে ক্লিক করুন!
- কম্পিউটার গতিশীল করার জন্য এই কাজটি পুরাতন কম্পিউটারের ক্ষেত্রে বেশি কার্যকর হবে আশা রাখি!
Computer হ্যাং
- কম্পিউটারের স্পিড কম হলে! (প্রসেসরের মানের তুলনায়)
- বেশি পরিমাণে কাজ করলে! (র্যামের তুলনায়!)
- বড় বড় প্রোগ্রাম চালু করলে!(যদি কম র্যাম হয়)
- হার্ডডিক্স এবং প্রসেসরের কানেকশন ঠিকভাবে কাজ না করলে!
- হার্ডওয়্যারে এ ব্যাড সেক্টর/অন্য কোন হার্ডওয়ারের ত্রুটির কারণে!
- কম্পিউটারের অপারেটিং সিস্টেম ত্রুটি থাকলে!
- কম্পিউটার ভাইরাসে আক্রান্ত থাকলে!
- কম্পিউটারের কার্য পদ্ধতি সঠিকভাবে কাজ না করলে!
- উচ্চ গ্রাফিক্স গেইম র্যামের তুলনার বাইরে থাকলে!
- এলোমেলোভাবে ফাইল সাজানো থাকলে! {ইত্যাদি}
কাজে লাগার মতো Computer টিপস ▬2▬
- মনিটর এ ছবি দেখা না গেলে
- নিশ্চিত হয়ে নিন মনিটর অন আছে কিনা!
- ব্রাইটনেস কন্ট্রোল চেক করুন ঠিক আছে কিনা!
- মনিটরের প্রত্যেক কানেকশন ঠিক আছে কিনা!
- surge protector ও surge protector চালু আছে কিনা!
- ইত্যাদি বিষয় গুলি ভালোভাবে লক্ষ করলে আশা করি মনিটর এ ছবি দেখা যাবে!
কাজে লাগার মতো Computer টিপস ▬3▬
র্যামের কার্যক্ষমতা
আপনার কম্পিউটারে কিছুক্ষণ অপেক্ষা করুন তারপর, Start থেকে Run-এ ক্লিক করে tree লিখে ok করুন। এতে আপনার কম্পিউটারের র্যাম এর কার্যক্ষমতা বৃদ্ধি পাবে।
কাজে লাগার মতো Computer টিপস ▬4▬
প্রোগ্রাম-এর তালিকা
টাস্কবারে মাউসটি রাখবেন এবং ডান বাটনে ক্লিক করে টাস্ক ম্যানেজার খুলুন এবং প্রসেসিং এ ক্লিক করুন। এখানে আপনি অনেকগুলি প্রোগ্রামের তালিকা দেখতে পারবেন।
কাজে লাগার মতো Computer টিপস ▬5▬
আপনার কম্পিউটারের ডিস্ক এবং হার্ড ড্রাইভ ডিফ্রাগমেন্ট ক্লিন আপ
প্রত্যেক সপ্তাহ জুড়ে একবার কাজ করলে কম্পিউটার ভালো থাকে নিয়মটি হলো,
১. click start – all programs – accessori – system utility – Defragment drive utility
২. click start – all programs – accessori – disk cleanup
কাজে লাগার মতো Computer টিপস ▬6▬
পিসি সেফ মোডে চালু
আপনার কম্পিউটারের উইন্ডোজ চালু হওয়ার সময় F8 চেপে ধরলে সেখানে মেনু বার আসবে এখানেই আপনি চাইলে সেফ মোড চালু করতে পারেন! বড় কোনো ফাইল আপনার কম্পিউটারে ইন্সটলের পর যদি, বার বার সেফ মোডে চলে যায় তবে পূর্ববর্তী সেটিংসটি রিভার্স করে ফেলাই শ্রেয়৷
কাজে লাগার মতো Computer টিপস ▬7▬
C Drive কে virtual memory
আপনার কম্পিউটারের হার্ডডিক্স এ দুইটি পার্টিশন ইন্সটল করুন। বড় বড় সফটওয়্যার আপনি দ্বিতীয় পার্টিশনে রাখবেন! এবং আপনার উইন্ডোজ এর জন্য C Drive যথাসম্ভব খালি রাখুন যাতে করে উইন্ডোজ র্যাম ফুল হওয়ার পরপরই C Drive কে virtual memory হিসেবে ব্যবহার করতে পারে।
কাজে লাগার মতো Computer টিপস ▬8▬
বুট
আপনার কম্পিউটার পিসি পুরোপুরি বুট না হওয়া পর্যন্ত কোন অ্যাপ্লিকেশন খুলবেন না।
কাজে লাগার মতো Computer টিপস ▬9▬
RAM হতে unused files remove
কম্পিউটারের কোন অ্যাপ্লিকেশন ক্লোজ করার পর আপনার ডেস্কটপ F5 চেপে refresh করে নিন। এই কাজটি করলে আপনার পিসির র্যাম হতে আনইউস ফাইলস রিমুভ করবে!
কাজে লাগার মতো Computer টিপস ▬10▬
ডেস্কটপে ব্যবহৃত প্রত্যেকটি shortcut up to 500 bytes of RAM ব্যবহার করে।
ডেস্কটপ wallpaper হিসেবে খুব বড় ইমেজ বা ওয়ালপেপার ব্যবহার হতে বিরত থাকুন।
কাজে লাগার মতো Computer টিপস ▬11▬
recycle bin Empty কম্পিউটারের কিছু ফাইল খালি
ডেইলি আপনার কম্পিউটার ডেস্কটপের recycle bin Empty করে রাখুন।
কাজে লাগার মতো Computer টিপস ▬12▬
উইন্ডোজের Ram এর গতি
My Computer এ মাউস রাখার পর right button ক্লিক করুন এবং properties-e প্রবেশ করুন।
এবার advance এ ক্লিক করার পর performance এর settings এ ক্লিক করার পরপরই advance এ ক্লিক করুন।
এখন আপনার কাজ হবে change এ ক্লিক করার পর নতুন উইন্ডোজ এ Initial size ও Maximum size-এ আপনার মন মত size লিখে set এ ক্লিক করার পর ok দিয়ে বেরিয়ে আসা।
মনে রাখা দরকারঃ Initial size এ আপনার PC’র র্যামের দ্বিগুণ এবং Maximum size এ র্যামের চারগুন দেওয়া ভাল।
কাজে লাগার মতো Computer টিপস ▬14▬
প্রত্যেক মাসে একবার আপনার কম্পিউটারের সকল পার্টস মুছে নতুন করে লাগান।
পাতলা তুলো দিয়ে ram মুছে লাগাতে পারেন!
আপনার কম্পিউটারের উপরে ভারী কোন বস্তু রাখবেন না!
কাজে লাগার মতো Computer টিপস ▬15▬
যে কোন Software uninstall
- প্রথমে কন্ট্রোল প্যানেলে প্রবেশ করতে হবে, Add or Remove-এ দুই ক্লিক করতে হবে।
- Add/Remove windows components-এ ক্লিক করতে হবে। নতুন উইন্ডোজ এ আপনি ব্যবহার করবেন না অপ্রয়োজনীয় টিকমার্ক করে দিন।
- এখন Accessories and Utilities নির্বাচন করে Details-এ ক্লিক করতে হবে।
- ক্লিক করার পর অপ্রয়োজনীয় ফাইল গুলি সিলেক্ট করে OK করতে হবে।
- এখন next-এ করতে হবে।
- Successful meassage আসলে Finish-এ করতে হবে।
কাজে লাগার মতো Computer টিপস ▬16▬
শুট ডাউন করে রাখবেন আপনার কম্পিউটারকে, যখন আপনি ঘুমাতে যাবেন।
কারেন্ট চলে যাওয়ার পর আপনার কম্পিউটার চালু রাখতে UPS ব্যবহার করা ভালো।
কম্পিউটারের ভাইরাস দূর করতে এন্টিভাইরাস ব্যবহার করা ভালো।
কাজে লাগার মতো Computer টিপস ▬17▬
Press any key to canceled এর সমস্যা
প্রথমে আপনি স্টার্ট থেকে রানে লিখুন সিএমডি “cmd” ইংরেজিতে এবার এন্টার ক্লিক করুন।
এরপর লিখুন সিএইচকেএনটিএফএস-স্পেস-ড্রাইভ লেটার “chkntfs E: /X” ইংরেজিতে লিখে এন্টার ক্লিক করে রিস্টার্ট দিয়ে দিন।
কাজে লাগার মতো Computer টিপস ▬18▬
অদৃশ্য ফোল্ডার
প্রথমে আপনি একটি নতুন ফোল্ডার তৈরি করুন।
যখন নতুন ফোল্ডার লিখাটি নীল রং এ সিলেক্ট করা থাকবে, তখনই আপনি keyboard এর ডান পাশের Alt চেপে ধরে 0160 ক্লিক করে দিন।
এবার আপনি Alt key থেকে আঙুল সরিয়ে Enter এ ক্লিক করুন। এভাবে করে আপনার ফোল্ডার নাম ছাড়া তৈরি হবে।
এবারে আপনি এই ফোল্ডার নাম ছাড়া এ mouse এর right buttome ক্লিক করে Properties এ যাবার পর customize change icon এ ক্লিক করে দিন।
এখন icon window থেকে একটি blank icon সিলেক্ট করার পর ok তে ক্লিক করে নিন।
এবার দেখুন অদৃশ্য ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে।
কাজে লাগার মতো Computer টিপস ▬19▬
START MENU SHOW করতে দেরি
আপনাকে প্রথমে START MENU থেকে RUN এ ক্লিক করে নিতে হবে। এতে আপনি REGEDIT.EXE লিখে OK করে রাখুন।
এখন REGISTRY EDITOR BOX আসবে, এখন আপনি এখান থেকে HKEY_CURRENT_USER ট্যাবে ক্লিক করার পর সেখান থেকে CONTROL PANEL হয়ে DESKTOP ক্লিক করে দিন।
এবার ডান পাশের BINARY DATA হতে MENUSHOWDELAY তে দুই বার ক্লিক করুন। যে EDIT STRING BOX আসবে তা হতে VALUE DATA “0” করে OK অপশনে ক্লিক করুন।
এখন আপনি আপনার কম্পিউটার RESTART করুন।
কাজে লাগার মতো Computer টিপস ▬20▬
কি বোর্ডের সাহায্যে চালু কম্পিউটার
আপনার কম্পিউটার চালু হওয়ার সময় কি-বোর্ড থেকে Del বাটন চাপ দিয়ে Bios-এ ঢুকে পড়ুন। এরপর Power Management Setup সিলেক্ট করার পর Enter করুন।
এখন Power on my keyboard সিলেক্ট করার পর Enter করুন। Password সিলেক্ট করার পর Enter করুন। Enter Password-এ কি পাসওয়ার্ড দিয়ে বের হয়ে যান।
এখন আপনি আপনার কি-বোর্ড থেকে সেই পাসওয়ার্ড কি চাপ দিয়ে কম্পিউটার চালু সক্ষম হবেন।
কাজে লাগার মতো Computer টিপস ▬13▬
কম্পিউটারকে এমন জায়গায় রাখুন যেখানে আলো বাতাস রয়েছে।
দৈনিক অন্তত একবার LCD মনিটর মুছে রাখবেন।
CPU-র উপর আলাদা পর্দা দেওয়া উচিত ময়লার হাত থেকে বাঁচতে।
আপনার চোখের আরাম দেয় এমন একটি ওয়ালপেপার সেট করে রাখবেন।
আপনার কম্পিউটারের ওয়েলপেপার যত ছোট কিছুটা গতিশীল থাকবে!
Computer টিপস সচেতন তৈরি করে!!!
-
কম্পিউটার যেমন তেমন ডিভাইস না! এটির সঠিক ব্যবহার করতে আপনাকে শুধু আমাদের আলোচিত টিপস জানলেই হবে না! যদিও আমরা চেষ্টা করেছি বেসিক জিনিস গুলি সুন্দরভাবে উপস্থাপন যতটুকু সম্ভব হয় ততটুকু!!! আপনাকে কম্পিউটার সম্বন্ধিত আরো অনেক টিপস জানতে হবে যেগুলি গুগলেই পাওয়া যায়।
আপনি কম্পিউটার ব্যবহার করেই নিজের ক্যারিয়ার ধরে রাখতে সক্ষম হবেন! এই কাজ কি যে কেউ চাইলে করতে পারে? এবং এই কাজ আসলেই কম্পিউটার দিয়ে সম্ভব হয়ে থাকে। আসলে এই ধরনের বড় বড় প্রজেক্ট এর কাজ করা সহ বেশিরভাগ সময়েই আমাদের কম্পিউটারের প্রয়োজন হয়। তাই আমাদের কম্পিউটারের সঠিক ব্যবহারের ক্ষেত্রে সঠিক জ্ঞান এবং টিপস জানা খুবই জরুরী যেটা সচেতনতা তৈরি করে থাকে।
The post কাজে লাগার মতো ১০+ টি Computer টিপস appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/sVmeF2Q
via IFTTT
Comments
Post a Comment