ফ্রি! ফ্রি! টিকটক ভিডিওতে আনলিমিটেড ফ্রি ভিউ নিন।আর হয়ে যান সেলিব্রিটি!

আসসালামু আলাইকুম!
ট্রিকবিডির আজকের এই পোস্টে সবাইকে জানাচ্ছি স্বাগতম!
সকলের সুস্থতা কামনায় শুরু করছি আজকের এই পোস্ট।

টাইটেল দেখে আপনারা নিশ্চই পোস্টের টপিক সম্পর্কে ধারণা পেয়ে গিয়েছেন। হ্যাঁ,ঠিকই ধরেছেন।আজকের এই পোস্টের মাধ্যমে আমি দেখাবো কিভাবে আপনার যেকোনো টিকটক ভিডিওতে ফ্রিতেই ভিউ নিবেন।

তো চলুন শুরু করা যাকঃ

১) প্রথমে

www.smmten.com

এই ওয়েবসাইটে চলে যান।

২) এখন Sign Up অপশনে ক্লিক করুন।

৩) এবার এখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে Sign Up করুন নিচের স্ক্রিনশটের মতো।

৪) Sign Up করা হলে নিচের মতো আসবে। যদি না আসে তাহলে Sign Up করার সময় যে ইউজার নেম দিয়েছেন সেটি এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।

এখানে সবার প্রথমেই দেখতে পাচ্ছেন ফ্রি টিকটক ভিউ এর সার্ভিসটি।

৫) এবার এখানে লিংকের ঘরে টিকটক ভিডিওর লিংক এবং Quantity এর ঘরে যতোটি ভিউ নিতে চাচ্ছেন,সেই সংখ্যা লিখুন।এখানে একই সাবমিটে সর্বোচ্চ আপনি ৩০০০ ভিউ সাবমিট দিতে পারবেন। একটি অর্ডার কমপ্লিট হলে আবার নিতে পারবেন। এভাবে আনলিমিটেড ভিউ নিতে পারবেন।

৬) এবার আপনাদের দেখানোর জন্য আমি একটি টিকটক ভিডিওতে ভিউ নিবো।সেজন্য সেই ভিডিওতে গিয়ে টিকটিক ভিডিওর লিংকটি কপি করে নিচ্ছি।

আমি নিচের ভিডিওতে ভিউ নিবো।যেটিতে এখন মাত্র ১৭৮ টি ভিউ রয়েছে।

৭) এবার কপি করা লিংকটি ওয়েবসাইটির নির্দিষ্ট ঘরে বসিয়ে দেই এবং Quantity লিখে দেই।আমি যেহেতু ২০০০ ভিউ নিবো।তাই, 2000 লিখেছি।
সকল কিছু দেওয়ার পর এবার “Submit” বাটনে ক্লিক করুন।

৮) দেখুন,অর্ডারটি সাবমিট হয়েছে।

৯) এবার যদি আপনারা অর্ডার হিস্টোর বা অর্ডারের অবস্থা যাচাই করতে চান,তাহলে নিচের স্ক্রিনশটের মতো মেন্যু আইকনে ক্লিক করুন।

১০) এখন Orders এ ক্লিক করুন।

১১) এই যে দেখুন আমাদের অর্ডারটি।

১২) অর্ডারটি এখন পেন্ডিং দেখাচ্ছে। ভিউ কিছু সময়ের মধ্যে চলে যাবে আশাকরছি।

১৩) কিছুক্ষণ পর।দেখুন ভিডিওতে ভিউ চলে এসেছে। এখন ২৮২১ দেখাচ্ছে।পূর্বে ১৭৮ ছিলো অর্থ্যাৎ,আমাদের সাবমিট দেওয়া ২০০০ ভিউ গিয়েছে,সাথে অতিরিক্ত কিছুও গিয়েছে।আপনারা চাইলে স্ক্রিনশটের সময় দেখে যাচাই করতে পারেন।এভাবে আনলিমিটেড ফ্রি ভিউ নিতে পারবেন। তবে,একই লিংকের ক্ষেত্রে বা একই ভিডিওর ক্ষেত্রে একটি অর্ডার কমপ্লিট হওয়ার পর ২য়বার সাবমিট দিবেন।এভাবে আনলিমিটেড নিতে পারবেন।

১৪) এবার ওয়েবসাইটে চলে আসি এবং অর্ডার হিস্টোরি চেক করি।

দেখুন,এখানে অর্ডারটি কমপ্লিট দেখাচ্ছে।

তো আজ এপর্যন্তই! সকলের সুস্থতা কামনা করে আজকের এই পোস্ট এখানেই শেষ করছি।আশা করছি,আবারো দেখা হবে নতুন কোনো পোস্টে।ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন,সুস্থ থাকুন।

The post ফ্রি! ফ্রি! টিকটক ভিডিওতে আনলিমিটেড ফ্রি ভিউ নিন।আর হয়ে যান সেলিব্রিটি! appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/rjm439Y
via IFTTT

Comments