আসসালামু আলাইকুম
এই পোস্টটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। কোন এক সময় আপনার কাজে লেগে যেতে পারে এই পোস্ট। বিশেষ করে যাদের এখনো আইডি কার্ড নাই তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই পোস্টটিতে একটা ওয়েবসাইট সম্বন্ধে বলা হবে। যে সাইটটি প্রায় ২০+ সার্ভিস দিয়ে থাকে তাও আবার ফ্রিতে। এতগুলো সার্ভিস একসাথে ফ্রিতে দেয় তাও আবার একটা ওয়েবসাইট ,অবিশ্বাস্য।
যাইহোক আমার কাছে খুবই ভালো লেগেছে ওয়েবসাইট। তাই ভাবলাম এটা নিয়ে আপনাদের একটি রিভিউ দেই। প্রত্যেকেরই উপকারে আসবে কোন একদিন। বিশেষ করে যাদের এন আইডি কার্ড নাই।
কি কি সার্ভিস পাওয়া যায়।
নিচের স্ক্রিনশটে তাদের সার্ভিস লিস্ট গুলো দেখানো হলো। বুঝতেই পারছেন একই রকম যত ধরনের কাজ আছে সব তাদের এই সাইটের মাধ্যমে করা যায়।
এই সার্ভিসগুলো পেতে হলে অবশ্যই রেজিস্ট্রেশন থাকতে হবে। একটি অ্যাকাউন্ট করে নিলে আপনি সকল ধরনের সার্ভিস ব্যবহার করতে পারবেন।
https://gamitisa.com/ এই লিংকে যান
3 ডট আইকনে ক্লিক করে রেজিস্ট্রেশন অপশন এ ক্লিক করুন নাম, ইউজার নেম, জিমেইল এড্রেস ,ফেসবুক আইডি লি ংক, পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে নিন। এরপর একাউন্টে লগইন করে নিন
লগইন করা হয়ে গেলে আপনি যেই কোন সার্ভিস ব্যবহার করতে পারবেন ।
আমি একটি ফেসবুক আইডি কার্ড তৈরি করব। আপনি যে ফেসবুক আইডি কার্ড তৈরি করতে চান তাহলে সেটার উপরে ক্লিক করুন।
নাম, জেন্ডার ,জন্মতারিখ ,লোকেশন ও ফেসবুক আইডি লিংক দিন। সিগনেচার ও আপনার ফটো create card অপশনে ক্লিক
কার্ড রেডি। ডাউনলোড অপশন এ ক্লিক করার ডাউনলোড করা নিতে পারবেন
এখন
কিভাবে Smart Card তৈরি করবেন দেখানো স্ক্রিনশট এর মতো তথ্য দিনঅনেক তথ্য দেওয়া হয়েছে।সব শেষ create card অপশনে ক্লিক করুন।এবার ডাউনলোড করে নিন
পড়ার জন্য ধন্যবাদ।
The post [All In One]তৈরি করে নিন ফেক আইডি কার্ড সহ অনেক কিছু।তা ও সম্পূর্ণ ফ্রিতে। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/XwoDW1I
via IFTTT
Comments
Post a Comment