আসসালামু আলাইকুম। আশা করি ভালোই আছেন। আজ অনেকদিন পর ট্রিকবিডিতে লিখতে বসলাম। বেশকিছুদিন ধরে লেখালেখি হয় না, সো একটু আধটু ভুল হতেই পারে। দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আজ এমন টপিকে লিখতে বসলাম, বলতে গেলে অনেকেই ব্যাপারটা জানেন কিংবা আজ জানবেন। নতুন কিছু জানতে আশা করি কারোরই কোনো সমস্যা হবার কথা নয়।
চলুন কথা না বাড়িয়ে টপিকে ফিরে যায়।
ফরেক্স ট্রেডিংঃ ফরেক্স ট্রেডিং এর ফরেক্স মানে হলো ফরেন এক্সচেঞ্জ (Foreign Exchange) যার মানে দাঁড়ায় বৈদেশিক মুদ্রার লেনদেন। অর্থাৎ একদম সহজ ভাষায় বিদেশী মুদ্রার আদানপ্রদানকেই ফরেক্স ট্রেডিং হিসেবে গণ্য করা হয়। ফরেন এক্সচেঞ্জ FX ও ফরেক্স নামেও পরিচিত। ২০১৯ সালের এপ্রিল মাসের হিসাবে বিশ্বব্যাপী প্রতিদিন ৬.৬ট্রিলিয়ন ফরেন এক্সচেঞ্জ সেটেলমেন্ট করা হয়। ফরেক্স মার্কেট হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ফাইন্যানসিয়াল মার্কেট।
কমার্স, ট্রেডিং বা ট্যুরিজম এর মত জনপ্রিয় সেক্টরগুলোতে এক দেশের মুদ্রা অন্য দেশের মুদ্রায় পরিণত করার ব্যাপারটি দারুণভাবে যুক্ত বলে ফরেন এক্সচেঞ্জ বা ফরেক্স এতো জনপ্রিয়।
চলুন আরেকটু ভালোভাবে বুঝে নেওয়া যাক ফরেক্স ট্রেডিং এর কাজ সম্পর্কে। ধরুন, ‘ক’ থাকেন আমেরিকাতে। সেক্ষেত্রে তিনি যদি ফ্রান্স থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করুন, সেক্ষেত্রে তাকে ইউরোতে পে করতে হবে। কিন্তু তার মুদ্রা কিন্তু মার্কিন ডলার। সেক্ষেত্রে সে তার কাছে থাকা ডলারকে ইউরোর সমান মুদ্রায় পরিণত করার সিদ্ধান্ত নিতে পারেন ফরেক্স ট্রেডিং এর সাহায্যে।
আবার পিরামিড দেখতে মিশরে যাওয়া ফ্রান্সের মানুষ টিকিটের পেমেন্ট তার দেশের মুদ্রার মাধ্যমে করতে পারবেনা। সেক্ষেত্রে ফ্রান্সের দর্শনার্থীকে তার কাছে থাকা ইউরোকে মিশরীয় পাউন্ডে রুপান্তর করে ব্যবহার করতে হবে। এগুলো খুবই সরল উদাহরণ।
ফরেক্স মার্কেট এর সবচেয়ে সেরা সুবিধা হলো ফরেন এক্সচেঞ্জের জন্য কোনো কেন্দ্রীয় মার্কেটপ্লেসের প্রয়োজন পড়েনা। ফরেন এক্সচেঞ্জ ইলেকট্রনিক্যালি পরিচালিত হয়, ওভার দ্যা কাউন্টার (ওটিসি) এর মাধ্যমে।
যেহেতু ফরেন এক্সচেঞ্জ বা ফরেক্স ট্রেডিং এর জন্য কোনো কেন্দ্রীয় মার্কেটপ্লেসের লাগে না, তাই এই মার্কেট সপ্তাহের ৫দিন (+ আরো অর্ধদিবস), ২৪ঘন্টাই খোলা থাকে। তবে টাইমজোনের কারণে ফরেক্স ট্রেডিং মার্কেটে উঠানামা দেখা যায়। যেমনঃ যুক্তরাষ্ট্রে যখন ট্রেডিং মার্কেট বন্ধ হয়, টোকিও ও হংকংয়ে তখন ওইদিনের ট্রেডিং মার্কেট শুরু হয়। যার মানে হলো ফরেক্স ট্রেডিং মার্কেট যেকোনো সময়ে সক্রিয় হয়। এবং মুদ্রার দামের ক্রমাগত পরিবর্তনের সম্ভাবনা সবসময়ই থাকে। (রেফারেন্সঃ বাংলাটেক)
MTFE কি?: MTFE এর পূর্ণ রূপ হল Metaverse Foreign Exchange Group যারা বিভিন্ন ফরেক্স, সূচক, কমোডিটি, স্টক এবং ক্রিপ্টো মার্কেটের একটি ট্রেডিং ব্রোকার! এরা AI বা Artificial Intelligence এর মাধ্যমে ট্রেডিং-এর সুবিধা দিয়ে থাকে যারা মেন্যুয়াল ট্রেড করতে পারেন না। তাদের এই Platform-এ ট্রেড করতে কোনো ট্রেডিং জ্ঞান লাগেনা। শুধু AI Button অন অফের মাধ্যমে ট্রেড করা যায়। তাদের MTFE অ্যাপটি প্লেস্টোরে বা এপ স্টোরে বিনামূল্যে পাওয়া যায়।
এখানে নতুনদের মনে কিছু প্রশ্ন আসতে পারে, এআই ট্রেডিং ইত্যাদি কি এবং MTFE এর ভবিষ্যৎ কি এবং এই নিয়ে আমার মতামত কি। চলুন প্রশ্নগুলোর উত্তর জেনে আসি।
প্রথমেই মাথায় যে প্রশ্ন আসবে, তা হলো, এআই ট্রেডিং কি!
এআই ট্রেডিংঃ AI trading এর মাধ্যমে ট্রেডিং করা হয় যেখানে কম্পিউটার প্রোগ্রাম স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ফাইনেন্সিয়াল বিষয়ক তথ্য বিশ্লেষণ করে সুপারিশকৃত সুযোগ-সুবিধার তালিকা, মূল্য, পরিস্থিতি, বিনিময়ের ইতিহাস, বিভিন্ন সাংবাদিক প্রকাশনা, ফান্ডামেন্টাল এনালাইসিস, কোম্পানির পরিস্থিতি ইত্যাদি বিশ্লেষণ করে ট্রেডিং সিদ্ধান্ত নেয়। AI trading এর মাধ্যমে স্বচ্ছতা এবং দক্ষতা বৃদ্ধি করা হয়। এই সিস্টেমে কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে ট্রেডিং করে লাভ অর্জন করে। AI ট্রেডিং একটি স্বয়ংক্রিয় পদ্ধতি যা ব্যবহার করে ট্রেডারদের সময়, শ্রম, এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। এটি মানসিক ভূমিকা নিয়ে কাজ করে এবং মার্কেট নিউরাল নেটওয়ার্ক, জেনেটিক এলগরিদম, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, নিউরাল নেটওয়ার্ক ইত্যাদি ব্যবহার করে ট্রেডিং নির্ধারণ করতে পারে।
MTFE এর ভবিষ্যৎ এবং এই নিয়ে আমার অভিমতঃ MTFE নিয়ে বেশ কিছুদিন আলোড়ন উঠায় আমি নিজেই পারসোনালি একাউন্ট এবং ডিপোজিট করি। আমার ফিল্ড ডেভলপমেন্ট সেক্টরে হওয়ায়, প্রথমেই আমি তাদের অ্যাপসের ফ্রন্ট এন্ডে চোখ দেই, এবং বেশ কয়েকটি খুঁত ধরতে পারি। বুঝায় যায় খুব একটা প্রফেশনাল ডেভস টিম দিয়ে এই অ্যাপ ডেভলপমেন্ট হয়নি। পাশাপাশি তাদের অ্যাপসে বেশ কিছু বাগসও পাওয়া যায়। এরপরে কোম্পানি নিয়ে বেশ কিছুদিন রিসার্চও করি। কোম্পানি নিজেদের দুইটি দেশের লাইসেন্সপ্রাপ্ত এবং ২০১৫ থেকে নিজেদের কার্যক্রম শুরু হয়েছে ডিক্লায়ার করলেও আদতে সেসময় তাদের কোন হদিশই ছিলোনা। মানে তাদের তথাকথিত লাইসেন্স কিংবা কার্যক্রমের কোনো প্রমাণ আমি পাইনি। যদিও ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার গ্রুপে তাদের চ্যালাদের কিছু কার্যক্রম শো অফ হচ্ছে। যদিও চ্যালারা নিজেরাও কোম্পানি সম্পর্কে তেমন কিছু ভালো জানেনা , বলতেও পারবেনা।
সুতরাং, ধরে নেওয়া যায়… MTFE মূলত একটা পঞ্জি স্কিম। যারা বেশ কিছুদিন আপনাকে প্রফিট দিবে। তারপর ভাগবে। ভাগবে এটি ১০০% শিউর, তবে কবে বা কখন সে সম্পর্কে আমার মনে হয় সিইও নিজেও জানেন না। ট্রেডিং এবং ক্রিপ্টো রিলেটেড ফিল্ডে আমি নতুন নয়, এমন অনেক গ্রুপ আমি বহু দেখেছি, এবং কিছুটা প্রফিট করেও নিয়েছি। সুতরাং, যতদিন তারা থাকবেন ততদিন তাদের থেকে প্রফিট করে নেওয়াটাই আপনার আমার আসল উদ্দেশ্য হওয়া উচিৎ। নিজের সর্বস্ব ঢেলে দিবেন তো অবশ্যই একদিন তার জন্য আপনাকে পস্তাতে হবে।
আমি বলবো, আপনি কিছু একটা ইনভেস্ট করুন। প্রফিট করুন মাসখানেকের মতো। প্রফিট তুলবেন না। পরবর্তীতে আপনার ইনভেস্ট এমাউন্টটা তুলে নিবেন , প্রফিট এমাউন্ট থেকে প্রাপ্ত প্রফিট তুলবেন। সহজে বললে, ধরুন আপনি ইনভেস্ট করেছেন ৯০০ স্লাবে, একমাস রেখে প্রফিট করেছেন ৫০০ ডলার। এইবার ৯০০ উইথড্র করে নিন। ৫০০ ডলার রেখে দিন। ৫০০ ডলারের প্রতিদিন যে প্রফিট হবে, সে প্রফিট আপনি ভোগ করুন নির্দ্বিধায়। তাহলে হয় কি, আমও গেলো না, ছালাও আপনার ঠিকই থাকলো। কোম্পানি ভাগলেও আপনার লস নেই বলতে গেলে।
আজ এই পর্যন্ত। আশা করি খুব শীঘ্রই আবারো ফিরবো অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো দিনে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।
প্রমোশনাল পোস্টঃ যারা MTFE নিয়ে আগ্রহী, তারা চাইলে আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। আমি সব আপডেট দিয়ে দিবো।
ধন্যবাদ।
The post [রিভিউ পোস্ট] ফরেক্স / MTFE / এআই ট্রেডিং এর পোস্টমর্টেম appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/jdNSsDp
via IFTTT
Comments
Post a Comment