আসসালামুওয়ালাইকুম
কেমন আছেন সবাই ? আজ আবারো একটি নতুন জিক্যাম নিয়ে হাজির হলাম । এটা মূলত SGCam জিক্যাম এর একটি আপডেট !
গুগল অবশেষে গত মাসে পিক্সেল ফিচার ড্রপ সহ পিক্সেল ফোনের জন্য GCAM 8.9 ভার্শন রিলিজ করেছে। অবশেষে, প্রায় প্রতিটি অ্যান্ড্রয়েড ফোনের জন্য আমাদের কাছে প্রথম Google ক্যামেরা 8.9 পোর্ট APK আছে, যা আপনাকে 8.9 ভার্শনের সর্বশেষ সকল ফিচার্সগুলো অফার করে।
এই জিক্যামে মূলত খুব বেশি মেজর আপডেট আনা হয়নি !
তবে আপডেট এসেছে এর নতুন প্রসেসিং ফর্মূলা তে । গুগল বলছে এতে তারা ইঞ্জিন ভার্শন ২ ব্যবহার করেছে যা এখন থেকে ফটোগ্রাফির মাত্রা কে অন্য এক সেরা লেভেল এ নিয়ে যাবে ! এই ইঞ্জিন মূলত পিকচারের হোয়াইট ব্যালেন্সিং , এজ ডিটেকশন , কালার সাইন্স আরোও ইম্প্রুভ করবে এবং আপনার ছবিকে আরো অনেক আকর্ষনীয় করে তুলবে । এই ক্যামেরায় থাকছে পিওর Raw মোড ।
নিচে এই ক্যামেরার ফার্স্ট লুক দেখানো হলো !
নোটিশঃ এই জিক্যাম SGCam এর একটি মড । LMC অথবা trCamera এর এই ৮.৯ এর স্টেবল ভার্শন রিলিজ হলে আরও উন্নত ফলাফল পাওয়া সম্ভব ।
Download Links
আগামীতে আমি এই ক্যামেরার সেরা কিছু কনফিগ নিয়ে লিখবো । সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেয ।
তো আজ এই পর্যন্তই । দেখা হবে আগামী পোস্ট এ সে পর্যন্ত ভালো থাকুন । আল্লাহ হাফেজ ।
The post সকল এন্ড্রয়েড মোবাইলের জন্য নিয়ে নিন জিক্যাম ৮.৯ বিটা ভার্শন appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/QgIsXcP
via IFTTT
Comments
Post a Comment