ডাউনলোড করে নিন অসাধারণ একটি ব্যাটারি এনাউন্সমেন্ট এপ্স সেই সাথে আপনার ব্যটারির ও চার্জিং এর তথ্য গুলোও দেখে নিন(Battery Announcer)

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

প্রিয় ট্রিকবিডি বাসি কেমন আছেন সবাই?আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে অনেক ভাল আছেন।

 

আজকে আলোচনা করবো অসাধারন একটি এন্ড্রয়েড এপ্স নিয়ে যার মাধ্যমে আপমার ফোনের ব্যাটারি ও চার্জিং এর তথ্য বের করতে পারবেন এবং মোবাইল চার্জিং এলাউন্স হিসেবেও ব্যাবহার করতে পারবেন।

আমরা অনেকেই আছি সারা রাত অথবা সারা দিন মোবাইল চার্জে রেখে দিই কিন্তু আমাদের ফোন গুলি হাতে গুনা কয়েক ঘন্টার মধ্যেই ফুল চার্জ হয়ে যায়।এর জন্য আমাদের মোবাইলে যেমন ক্ষতি হয় তার চেয়ে বেশি আমাদের ফোনের চার্জারে ক্ষতি হয়।এই ক্ষতির হাত থেকে ফোন ও চার্জারকে রক্ষা করার জন্যি আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছে।
এই এপ্সটির সাহায্য আপনি আপনার ফোনের ব্যাটারি হেলথ,ব্যাটারি টাইপ,ব্যাটারি ভোল্ট দেখতে পারবেন এবং চার্জার অবস্থায় চার্জিং ওয়াট,চার্জিং ফুল চার্জ রানিং টাইম,চার্জারে কোন ধরনের সমস্যা রয়েছে কিনা এবং এই চার্জার ও ফোনের পাওয়ার ধারণ ক্ষমতা কেমন তা জানতে পারবেন।
আবার আপনার ফোনের ব্যাটারি লো হয়ে গেলে ব মোবাইল ফুল চার্জ হলে আপনাকে ভয়েজ অথবা রিং এলার্ট এর মাধ্যমে জানিয়ে দিবে।
প্রথমে এই লিংকে ক্লিক করুন Battery Announcer With play store

এরপর এপ্সটি ওপেন করুন।
প্রথমেই আপনি দেখতে পারবেন আপনার ফোনের ব্যাটারির তথ্য গুলো।


দেখুন আমার ফোনে ব্যাটারি li-Poly ব্যাটারি।ব্যাটারি কতটুকু চার্জ রয়েছে,ব্যাটারি হেলথ দেখাচ্ছে Good,ব্যাটারির তাপমাত্রা 31.6°, ব্যাটারি ভোল্টেজ 4.182v,ব্যাটারি ক্যাপাসিটি 5000mAh এবং ফোন চার্জিং অবস্থায় নেই এই তথ্য গুলো দেখাচ্ছে।

এখন দেখবো আমার ফোনের চার্জিং এর তথ্য গুলো

আমাদের ফোন চার্জিং অবস্থায় রেখে Charger  অপশনে ক্লি করবো


দেখুন আমার ফোনে চার্জিং ওয়াট দেখাচ্ছে ২.৭(আপনার ফোনে যখন ব্যাটারি চার্জ লো থাকবে তখন ওয়াট বেড়ে যাবে).চার্জিং কারেন্ট দেখাচ্ছে 604mA,পাওয়ার সোর্স দেখাচ্ছে AC Charger (চল বিদ্যুৎ), পাওয়ার ক্ষমতা দেখাচ্ছে শক্তিশালী এবং চার্জারে কোন ত্রুটিপূর্ণ সমস্যা নেই।

এখন আসি ব্যাটারি এনাউন্সমেন্টে
আপনি এই টুলসের মাধ্যমে আপনার ফোনের ব্যাটারি লো হয়ে গেলে বা ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে আপনাকে আপনার ফোন এলাউন্স করে আপনাকে জানিয়ে দিবে।
যেমন আমরা অনেকেই ফোনকে দীর্ঘ সময় ফোন চার্জে রেখে দিই।এর কারনে আমাদের ফোনে অনেক সমস্যা হতে পারে এবং সেই সাথে চার্জারের সমস্যা দেখা দিতে পারে এর জন্য আপনি এই এপ্সের মাধ্যমে ভয়েজ অথবা রিংটাইপ এলার্ম সেট করতে পারবেন। যখনি আপনার ফোন লো চার্জ বা ফুল চার্জ হবে আপনাকে এলার্মের মাধ্যমে জানানো হবে।


উপরে দেখুন আমি শুধুমাত্র আমার ফোন যখন ফুল চার্জ হবে তখন জানানো হবে আমি সিস্টেম অন করেছি।আপনারা আপনার চাহিদা অনুযায়ী সেটিং করে নিবেন।

বি:দ্র:অনেকের ফোনে অটো স্ট্রাট এপ্স সিস্টেম বন্ধ করা থাকে তারা আপনার ফোন সেটিং থেকে Auto Start চালু করে নিবেন

 

 

তো আর কথা না বাড়িয়ে আজ এইখানেই বিদায় নিচ্ছি আমি

সোহেল আরমান রাজু

আমার সাথে যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে চাইলে Facebook – Instagram – My Telegram Channel

পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমাদৃষ্টিতে দেখবেন ।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আর নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ,ধন্যবাদ

আল্লাহ হাফেজ

The post ডাউনলোড করে নিন অসাধারণ একটি ব্যাটারি এনাউন্সমেন্ট এপ্স সেই সাথে আপনার ব্যটারির ও চার্জিং এর তথ্য গুলোও দেখে নিন(Battery Announcer) appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/RojeDQn
via IFTTT

Comments