Acorn box এ যারা ইতিমধ্যে কাজ করছেন এবং এখান থেকে কিভাবে Mexc এক্সচেঞ্জে Transfer করবেন, সেখান থেকে কিভাবে Binance বা বিকাশ/ নগদে নিবেন তা নিয়ে একটু ঝামেলায় আছেন তাদের জন্য আজকের পোস্ট।
আজকে এসিএন টোকেন উইথড্র নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তার আগে যারা এখনো আগের পোস্ট দেখেননি তারা এখান থেকে দেখে আসতে পারেন।
৫-১০ মিনিট সময় দিয়ে প্রতিদিন ফ্রীতে আয় করুন ২০-৩০৳, পেমেন্ট পাবেন ইনস্টান্ট সরাসরি ওয়ালেটে!
Account verification সমস্যার সমাধান
অনেকেই যারা একাউন্ট করেছেন কিন্তু একাউন্ট ভেরিফাই হচ্ছে না। Kyc সাবমিট করলে এরকম Fail লেখা আসে
যাদের Kyc ফেইল আসছে তারা সকল ইনফরমেশন আবারও সঠিকভাবে দিয়ে নতুনভাবে সাবমিট করবেন। নাম আইডি কার্ড অনুযায়ী দিবেন।
সবচেয়ে বড় কথা হলো এনআইডি এর ছবি এবং ফেস ভেরিফাই করার সময় যথেস্ট আলো আছে এমন যায়গা ব্যবহার করবেন। দিনের বেলা হলে সবচেয়ে ভালো হয়।
একাউন্ট ভেরিফাই হয়ে গেলে এইরকম আসবে
ACN টোকেন কিভাবে MEXC এক্সচেঞ্জে নিবেন।
Acn টোকেন বিক্রি করতে হলে আপনাকে প্রথমে Mexc বা Gate_io তে নিতে হবে। এখান থেকে এসিএন টোকেন কে যে কোন কয়েনে সেল করতে পারবেন।
Acn টোকেন এক্সচেঞ্জে নেওয়ার জন্য দুইটি মাধ্যম ব্যবহার করতে পারেন। একটি হলো সরাসরি Acorn box থেকে ট্রান্সফার এবং অন্যটি হলো Maro wallet থেকে ট্রান্সফার।
Acorn box থেকে ট্রান্সফার করতে 10 Acn ফি কাটবে যার মুল্য প্রায় দুই টাকা। আর যদি Maro Wallet থেকে ট্রান্সফার করেন তাহলে ফি কাটবে খুবই সামান্য।
Acorn box থেকে Mexc এক্সচেঞ্জে
Acn টোকেন Mexc তে নেওয়ার জন্য প্রথমে Mxc global এ যাদের একাউন্ট নেই তাদের একাউন্ট খুলতে হবে। এরপর ওয়ালেট অপশন থেকে Deposit এ ক্লিক করতে হবে
এরপর সার্চ অপশনে Acn লিখে সার্চ করলে Acn টোকেন পেয়ে যাবেন।
ক্লিক করলে এমন আসবে। Maro সিলেক্ট করবেন।
এবার ডিপোজিট অ্যাড্রেসটি কপি করুন।
এবার Acorn box এ এসে Acn ব্যালেন্সের উপর ক্লিক করবেন।
এরপর Send অপশনে ক্লিক করবেন
এরপর এখানে
এখানে ডিপোজিট অ্যাড্রেসটি পেস্ট করে দিন
এখানে এমাউন্ট দিন
এরপর আপনার পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করতে হবে। সেন্ড করার ১-২ মিনিটে Mexc তে পেয়ে যাবেন।
Maro wallet থেকে Mexc এক্সচেঞ্জে
Maro Wallet থেকে Acn উইথড্র করতে চাইলে প্রথমে Maro Wallet ডাউনলোড করে ইনস্টল করুন।
ওপেন করে Login With Acorn box এ ক্লিক করুন।
এরপর আপনার Acorn Box এর Backup কার্ড টা আপলোড করতে হবে। তাহলে সরাসরি কানেক্ট হয়ে যাবে।
এখানে Acorn box এর মত Acn ব্যালেন্স দেখতে পাবেন। সেই সাথে একাউন্ট ভেরিফাই এর জন্য ট্রান্সফার ফি হিসেবে 1 Maro token পাবেন।
Maro wallet থেকে ট্রান্সফার করতে Send Option এ ক্লিক করুন
এরপর Mexc এক্সচেঞ্জের Acn ডিপোজিট অ্যাড্রেস এবং নিচে এমাউন্ট বসিয়ে দিন। Memo অপশনে কিছু দিতে হবে না। সেন্ড এ ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করুন।
এক মিনিটের মধ্যে Mexc তে ডিপোজিট চলে যাবে
Mexc থেকে অন্য টোকেনে কনভার্ট করার জন্য Trade বাটনে ক্লিক করুন
এরপর সার্চ অপশনে Acn টোকেন খুঁজে বের করুন
এখন এখান থেকে কনভার্ট করে নিন
Mexc থেকে Binance এ নেওয়ার জন্য TRX কিংবা LTC টোকেনে কনভার্ট করে উইথড্র দিতে পারবেন। এবং আপনারা জানেন বিনান্স থেকে খুব সহজে ডলার বিকাশ কিংবা নগদে নেওয়া যায়।
আসা করছি এই পোস্টের পর Acorn Box এর পেমেন্ট রিসিভ নিয়ে কোন ঝামেলা থাকবে না। পোস্টটি ভালো লাগলে একটা লাইক করবেন। কারও কোন কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ
The post Acorn Box থেকে এসিএন টোকেন কিভাবে উইথড্র দিবেন (Part 2) appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/gN0eVJI
via IFTTT
Comments
Post a Comment