আসসালামুয়ালাইকুম বন্ধুরা । কেমন আছেন আপনারা । আশাকরি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন । আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি ।
আজকে আমরা শিখব – Chat Gpt 4 কিভাবে ফ্রিতে ব্যাবহার করা যায় ।
তার আগে চলুন জেনে নেই –
Chatgpt 4 কী ?
Chatgpt 4 হলো এমন একটি উন্নত Ai (Artificial intelligence) মডেল যা OpenAI তৈরি করেছে । এবং Chatgpt 4 কে Chatgpt 3.5 থেকে বেশি Data দ্বারা ট্রেনিং করা হয়েছে। Chatgpt 4 ছবি এবং টেক্সট ইনপুট গ্রহণ করে টেক্সট আউটপুট দিতে পারে ।
Chatgpt 4 কারা ব্যাবহার করতে পারবে ?
যারা Chatgpt Plus ইউজার শুধু তারাই Chatgpt 4 ব্যাবহার করতে পারবে । কিন্তু আজকের এই আর্টিকেল টি পড়ার পর আপনি ও Chatgpt 4 ব্যাবহার করতে পারবেন (একদম ফ্রিতে) ।
তাহলে চলুন শুরু করা যাক:-
Chat Gpt 4 কিভাবে ফ্রিতে ব্যাবহার করবেন ?
Chatgpt 4 ফ্রিতে ব্যাবহার করার জন্য প্রথমে আপনাকে প্লে-স্টোর থেকে Bing ডাউনলোড করতে হবে। ডাউনলোডে ক্লিক করে ডাইরেক্ট প্লে-স্টোরে গিয়েও ডাউনলোড করতে পারেন । অথবা প্লে-স্টোরে এ Bing লিখে সার্চ দিয়ে খুঁজেও ডাউনলোড করতে পারবেন ।
ডাউনলোড করার পর ইন্সটল করে ওপেন করুন ।
তারপর দেখবেন এরকম আসবে। এখান থেকে chat option এ ক্লিক করুন ।
ক্লিক করার পর দেখবেন নিচে দেখানো স্ক্রিনসটের মত একটা Interface Show হচ্ছে ।
এবং এইরকম তিনটা অপশন আছে । যদি আপনি প্রশ্নের বিস্তারিত বর্ণনা সহ উত্তর চান তাহলে Creative সিলেক্ট করবেন।
বাকি দুইটার কথা বললাম না আপনি নিজে নিজে এগুলো ট্রাই করে দেখতে পারেন।
এবার নিচে লেখা দেখবেন Ask me anything । এখানে আপনি যা জানতে চান তা লিখে সেন্ড করবেন।
যেমন এখানে আমি লিখে সেন্ড করলাম ট্রিক বিডি কী । তারপর bing chat gpt 4 বলল “হ্যালো, এটি বিং। আপনি কি জানতে চান ট্রিক বিডি কী? ”
তখন আমি বললাম “হ্যা , আমি জানতে চাই”
এরপর Chatgpt 4 আমাকে ট্রিক বিডি সম্পর্কে বিস্তারিত বলল ।
এখন আপনি ও ঠিক এভাবেই আপনার ইচ্ছা মত প্রশ্ন করতে পারেন।
আজকের আর্টিকেল এতটুকুই । যদি এরকম আরো নতুন নতুন আর্টিকেল চান তাহলে TrickBd এর সাথে থাকুন এবং পরে কোন বিষয়ে আর্টিকেল চান কমেন্ট করে জানান ।
আল্লাহ হাফেজ
The post Chatgpt 4 ব্যাবহার করুন একদম ফ্রিতে 😍 appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/LTRfyuD
via IFTTT
Comments
Post a Comment