আপনর রকরডকত ভয়জ কনভরট করন বভনন ধরনর কনঠ (Change the voice with an amazing website)

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

প্রিয় ট্রিকবিডি বাসি কেমন আছেন সবাই?আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে অনেক ভাল আছেন।
আজকে আলোচনা করবো অসাধারণ একটি ওয়েবসাইট সম্পর্কে যার মাধ্যমে আপনার রেকর্ডকৃত ভয়েজ কে বিভিন্ন ইফেক্টের এর মাধ্যমে বিভিন্ন বয়েসের মানুষের কন্ঠ গুলো কনভার্ট করতে পারবেন।
যেমন আপনার কন্ঠকে ছেলে থেকে মেয়ের কন্ঠ,টান টান উত্তোজেনায় কন্ঠ,বাচ্চাদের কন্ঠ,বৃদ লোকের কন্ঠ,যুবক-যুবতীর মিষ্টি কন্ঠে আপনার রেকর্ডটি কনভার্ট করতে পারবেন।
কিভাবে কাজটি করবেন নিচে স্ক্রিনশট অনুযায়ী দেখানো হলো।
প্রথমে এই লিংকে ক্লিক করুন MetaVoice Studio

এরপর উপরের ডান পাশের Get Started এ ক্লিক করুন

এরপর এই ওয়েবসাইটে আপনাকে লগিন করতে বলবে আপনারা জিমেইল একাউন্ট দিয়ে লগিন করে নিবেন।

এরপর এই খানে ক্লিক করে আপনার রেকর্ডটি আপলোড করে দিন।
আপনি এইখানে WAV,MP3,M4A,AIFF,OGG,OGX,WEBM,AAC,FLACK এই ফরম্যাটের অডিও আপলোড করতে পারবেন

দেখুন নিচে অনেক গুলো ইফেক্ট দেওয়া আছে আপনারা ঐ ইফেক্টগুলোতে ক্লিক করে আপনাদের ভয়েজকে বিভিন্ন ধরনের কন্ঠে কনভার্ট করতে পারবেন।

EVA: এই ইফেক্ট দিয়ে মিষ্টি মেয়ের মতোন কন্ঠ কনভার্ট করতে পারবেন
Zeus: এই ইফেক্ট দিয়ে একদম টান টান উত্তোজেনা হুংকার দেওয়ার মতোন ভয়েজ কনভার্ট করতে পারবেন
Scarlet:এই ইফেক্ট দিয়ে অফিসের মেয়েদের মতোন স্টাইলিশ কন্ঠ বানাতে পারবেন।
Dex: এই ইফেক্ট দিয়ে একদম শক্তিশালী জোর গোলার পুরুষের মতোন কন্ঠ কনভার্ট করতে পারবেন।
Alex: এই ইফেক্ট দিয়ে যুবকের মতোন ন্যাচারালি কন্ঠ কনভার্ট করতে পারবেন
Aurora: এই ইফেক্ট দিয়ে একজন চালাক মেয়ের চিকন কন্ঠ কনভার্ট করতে পারবেন

আপনারা চাইলে আপনার ভয়েজটি চেক করে দেখে নিতে পারবেন।এর জন্য আপনাকে Preview তে ক্লিক করলেই একটু লোড নিয়েই হয়ে যাবে।

আপনার রেকর্ডটি কনভার্ট হয়ে গেলে সেভ করতে চাইলে ইফেক্টের পাশে ছোট একটি বক্স রয়েছে ঐখানে টিক মার্ক করে Convert এ ক্লিক করলেই সেভ হয়ে যাবে।অনেক সময় সেভ করার সময় Error আসতে পারে ৪-৫ বার ট্রাই করলেই অটোমেটিক ঠিক হয়ে যাবে।

নেটওয়ার্ক জনিত সমস্যার কারনে আমার রেকর্ডটি আপনাদের শুনাতে পারলাম না এর জন্য আমি সত্যিই দুঃখিত এবং আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।

বি:দ্র: দয়া করে এই ওয়েবসাইট ব্যাবহার করে কেউ অনৈতিক কাজ করবেন না।

আমি আমার সাধ্যেমতো চেষ্টা করেছি আপনাদের ভাল ভাবে বুঝানোর জন্য।আমার এই পোষ্টটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।

তো আর কথা না বাড়িয়ে আজ এইখানেই বিদায় নিচ্ছি আমি

সোহেল আরমান রাজু

আমার সাথে যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে চাইলে Facebook – Instagram – My Telegram Groups

পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমাদৃষ্টিতে দেখবেন ।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আর নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ,ধন্যবাদ

আল্লাহ হাফেজ

The post আপনার রেকর্ডকৃত ভয়েজ কনভার্ট করুন বিভিন্ন ধরনের কন্ঠে (Change the voice with an amazing website) appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/xyTqGbC
via IFTTT

Comments