দখ নন ভল একট সমরটওয়চ সথ থকছ এর সকল নড়ভড় সহ বসতরত বযখয

প্রথমে যেই স্মার্টওয়াচ নিয়ে আলোচনা করবো সেটা LENOVO কোম্পানির।
মডেল হচ্ছে Lenovo h2 pro. এটাতে কোনো সিম লাগানো যায়না। ২০২১ সালের ডিসেম্বর মাসে মার্কেটে লন্চ হয় এই স্মার্টওয়াচ। নোটিফিকেশন হিসেবে প্রায় বেশ কয়েক রকমের সুবিধা পাবেন। তাছাড়া এই ওয়াচের নিজস্ব একটি এ্যাপ আছে যার নাম হচ্ছে “gloryfit“। সেটা দিয়ে আপনার এন্ড্রয়েড ওআইফোন থেকে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন। ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে ২৫০ mah যা দিয়ে ওয়াচটি’কে ৭ দিন ব্যবহার করা যাবে। ১.৬” ইম্চি TFT ডিসপ্লে যা Ip-67 waterproof.

[যাদের নিকট পোস্টটি ভালো লাগছেনা তারা এখুনি বেরিয়ে যান। বাজে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকুন]

আপনার মোবাইলের সকল ধরনের নোটিফিকেশন এই ওয়াচে পাবেন।


যেমন ধরুনঃ

1. bluetooth, দিয়ে আপনার এন্ড্রয়েড ডিভাইসের সাথে কানেন্ট করবেন।
2. notification, ফোনে যত ধরনের নোটিফিকেশন আসবে সবগুলো এই ওয়াচে সো করবে।
3. call reject, ফোনে কল আসলে ওয়াচের স্ক্রীন থেকে কল কেটে দিতে পারবেন,তবে রিসিভ করার কোনো সিস্টেম নেই।
4. call id display, আপনার ফোনে কল আসলে সেটা এই ওয়াচের স্ক্রীনে দেখা যাবে।
5. message notification, আপনার ফোনে কোনো ম্যাসেজ আসলে সেটা ওয়াচেও সো করবে।
6. read message, ফোনে আসা ম্যাসেজ আপনার ওয়াচের মাধ্যমে পড়ে ফেলতে পারবেন।
7. app notification, etc. অন্যান্য সব নোটিফিকেশনও ওয়াচের স্ক্রীনে দেখাবে যেমন ফেসবুক।

 

আরো কিছু ফিচারস রয়েছে,,

যেমনঃ
1. G-sensor, এটি হচ্ছে gravity সেন্সর যা আপনার ডিভাইসের অবস্হা নিরুপন করে যে এটি কি অবস্হায় আছে সোজাসুজি নাকি কাত হয়ে আছে।
2. Heart rate sensor, আপনার হৃদপিণ্ড প্রতি মিনিটে কতবার পাম্প করছে সেটা পরিমাপ করে দেখতে পারবেন।
3. Temperature sonsor, তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস বা ফারেনহাইট সেটা দেখতে পারবেন।
4. Sport mode, কতক্ষণ আপনি হাঁটছেন বা দৌড়াচ্ছেন অথবা জিমে গিয়ে ব্যায়াম করছেন। সেই সময়টা আলাদা ভাবে হিসেব করতে পারবেন।


5. Pedo meter, এটি আপনার দৌড়ের গতি এবং দূরত্ব পরিমাপ করে দেয়।
6. Stop watch, আপনি কোন কাজে কত সময় ব্যয় করছেন সেটা আলাদা আলাদা করে পরিমাপ করতে পারবেন।
7. Auto light-up screen, আপনি ওয়াচের স্ক্রীনের দিকে তাকাতেই ডিসপ্লে আলোকিত হবে বা পাওয়া চলে আসবে।
8. Customize watch face, ওয়াচের ওয়ালপেপার পাল্টাতে পারবেন। স্টোর থেকে নতুন করে নিয়ে ব্যবহার করতে পারবেন আবার নিজের মতো করে ওয়ালপেপার বানিয়েও ব্যবহার করতে পারবেন।
9. Camera remote control, আপনার ফোনে ক্যামেরা চালু করে ওয়াচের স্ক্রীনে টাচ করলেই ছবি উঠে যাবে। ক্যামেরা মোবাইলেরই থাকবে শুধু ক্যাপচার করার সুইচটি থাকবে আপনার ওয়াচে।

এতো সব ফিচারস আপনি স্মার্টওয়াচের পাশাপাশি ব্লুটুথ কানেক্ট করে স্মার্টফোনের অ্যাপ থেকেও সব নিয়ন্ত্রণ করতে পারবেন।

এটা কালো এবং সাদা রঙে মার্কেটে লন্চ করা হয়েছে। স্মার্টওয়াচের সাথে পাবেন ৬ মাসের ওয়ারেন্টি। Lenovo h2 pro এর মূল্য হচ্ছে ২৯০০ টাকা। এটি বিভিন্ন অনলাইন শপ থেকে ক্যাশ-অন ডেলিভারিতে নিতে পারবেন।

এতক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ। পরে আবার দেখা হবে, এখন বিদায় নিচ্ছি।

The post দেখে নিন ভালো একটি স্মার্টওয়াচ। সাথে থাকছে এর সকল নাড়িভুড়ি সহ বিস্তারিত ব্যাখ্যা। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/1iFqKO6
via IFTTT

Comments