আসসালামুয়ালাইকুম বন্ধুরা আশাকরি সবাই ভালো আছেন । আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ।
আজকে আমরা শিখব ব্লগার দিয়ে Whatsapp Link Generator ওয়েবসাইট কিভাবে বানানো যায়।
Whatsapp Link Generator কি?
Whatsapp Link Generator হলো যা দিয়ে হোয়াটসঅ্যাপ এর API লিংক তৈরি করা যায় । যেমন আপনি কাউকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার টা দিলেন কিন্তু সে নাম্বার দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ একাউন্ট খুঁজে পাচ্ছেনা । আপনি তখন নাম্বার না দিয়ে লিংক দিলেই হয়ে যাবে । লিংকে ক্লিক করলেই তাকে আপনার হোয়াটসঅ্যাপ একাউন্টে নিয়ে যাবে ।
তাহলে চলুন শুরু করা যাক-
প্রথমে এই লিঙ্ক এ গিয়ে pastebin থেকে Source Code কপি করে নিবেন- Whatsapp Link Generator Website Source Code
তারপর ব্লগারে যাবেন ব্লগারে যদি একাউন্ট খোলা থাকে তাহলে আর নতুন করে একাউন্ট খুলতে হবে না , লগইন করে নিবেন আর যদি খোলা না থাকে তাহলে একটা খুলে নিবেন। (ব্লগার একাউন্ট খুলা খুবই সহজ আশাকরি সবাই পারবেন ।)
আমার একাউন্ট খুলা আছে তাই আমি লগইন করে নিচ্ছি ।
প্রথমে Sign-In এ ক্লিক করবেন।
এবার যে জিমেইল দিয়ে একাউন্ট করা সেটা সিলেক্ট করবেন । (যদি একাউন্ট না থাকে তাহলে Create Your Blog এ ক্লিক করে একাউন্ট খুলে নিবেন)
লগইন হয়ে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে . এখান থেকে Create A New Post (প্লাস চিহ্নে) ক্লিক করবেন ।
(এই কোড গুলো আপনি চাইলে ব্লগারের থিমে ইউজ করে ওয়েব সাইটটিকে সম্পূর্ণ Whatsapp Link Generator ওয়েব সাইটে রূপান্তর করতে পারবেন। আর যদি নতুন পোস্ট তৈরি করে বানান তাহলে এক ওয়েব সাইটে আরো বিভিন্ন Tool পাবলিশ করতে পারবেন । আমি নতুন পোস্ট তৈরি করে দেখাচ্ছি )
এবার এরকম ইন্টারফেস আসবে । উপর থেকে Compose View পরিবর্তন করে Html Viwe করে নিবেন ।
এবার এখানে কপি করা কোড গুলো পেস্ট করে দেন । আর সুন্দর একটা টাইটেল দেন , যেমন আমি দিয়েছি Whatsapp Link Generator . তারপর পাবলিশ বাটনে ক্লিক করে পাবলিশ করে দেন ।
পোস্ট পাবলিশ হয়ে গেলে আমাদের কাজ শেষ।
চলুন এবার দেখি আমাদের Whatsapp Link Generator Website টি কেমন হয়েছে।
Wow দেখেন আমাদের Whatsapp Link Generator টি কত সুন্দর ভাবে তৈরি হয়ে গেছে ।
চলুন এবার দেখি এটা কাজ করে কিনা ।
Whatsapp Number এর জায়গায় আপনার নাম্বার দিয়ে Generate Whatsapp Link এ ক্লিক করবেন। তাহলেই লিংক তৈরি হয়ে যাবে । এবার নিচে কপি বাটনে ক্লিক করে লিংকটি কপি করতে পারবেন।
তাহলে আমাদের Whatsapp Link Generator Website বানানোর কাজটা Success হয়েছে ।এখন আশাকরি আপনারা সবাই পারবেন । যদি না বুঝেন অথবা কোন সমস্যা হয় তাহলে আমাকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে মেসেজ দিবেন, ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।
আল্লাহ হাফেজ…………
The post ব্লগার দিয়ে তৈরি করুন হোয়াটসঅ্যাপ লিংক জেনারেটর ওয়েব সাইট । appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/4naFqeB
via IFTTT
Comments
Post a Comment