কল বমব করর জনয নতন একট অযপ

আসসালামু আলাইকুম

 

ট্রিকবিডি ইউজাররা সবাই হয়তো জানেন কল বম্বিং জিনিসটা আসলে কি, নতুন করে আর বলার প্রয়োজন নেই।

 

তো আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে একটি কল বম্বিংয়ের অ্যাপ শেয়ার করবো যেটা বর্তমানে মোটামুটি ভালোই কাজ করতেছে। তো চলুন শুরু করা যাক।

 

অ্যাপটি ডাউনলোড করার জন্য পোস্টের শেষে আমি ডাউনলোড লিংক অ্যাড করে দিবো যেখান থেকে ইজিলি অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন।

 

তো এখন আমরা দেখবো কল বম্বিং করার প্রসেসটা। প্রথমেই অ্যাপটি ইন্সটল করে ওপেন করুন।

 

 

ওপেন করার পর আপনি ঠিক এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখন এখানে উপরে “Number” লেখা ফাকা বক্সে সেই ফোন নম্বরটি লিখুন যেই নাম্বারে আপনি কল বম্বিং করতে চাচ্ছেন।

 

এখানে +880 অ্যাড করলেও হবে আর না করলেও হবে, সমস্যা নেই। তবে যদি কল বম্বিং না হয় তখন দুইভাবেই নম্বর দিয়ে ট্রাই করে দেখবেন।

 

তো ফোন নম্বরটি তো লিখলেন, এখন আপনাকে কল বম্বিং সার্ট করতে হবে।

 

 

কল বম্বিং স্টার্ট করার জন্য নিচের দিকে “Attack” নামে একটি বাটন পেয়ে যাবেন, ওই বাটনে একটা ক্লিক করুন।

 

ক্লিক করলেই হালকা একটা সাউন্ড শুনতে পাবেন, তাহলেই বুঝে নিবেন বাটনটিতে ক্লিক লেগেছে এবং কিছুক্ষণের মধ্যেই ওই নম্বরে কল বম্বিং স্টার্ট হয়ে যাবে।

 

এখন অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের দেয়া লিংকে গিয়ে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন।

 

ডাউনলোড করতে ক্লিক করুন

Download Now

 

নোটঃ- অ্যাপটি আমার বানানো না, এই অ্যাপের ডেভেলপার হচ্ছেন Mr.Alone ভাই। ইন ফিউচার আরো এরকম অ্যাপ পেলে অবশ্যই শেয়ার করবো, ধন্যবাদ। আর হ্যা, ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

 

SABBiRTUNE – Bangla Tech Forum

Telegram Channel

The post কল বম্বিং করার জন্য নতুন একটি অ্যাপ। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/3TA6IGH
via IFTTT

Comments