আসসালামু আলাইকুম প্রিয় ট্রিকবিডিবাসী। সবাই কেমন আছেন? আহ্ অনেক অনেক দিন পর সেই ট্রিকবিডিতে আবারও লিখতে বসা। আমার শেষ লেখা সম্ভবত ২০১৭ সালে, তবুও সেটা অনলাইন আর্নিং নিয়ে, আজ ৬ বছর পর আবারও হাজির আমি… তো চলুন কাজের কথা শুরু করা যাক
টাকা ডলার অনলাইন ইনকাম এসব শুনলেই কেমন আমাদের লোভ লালসা কাজ করে, মজা করলাম…. বাই দা ওয়ে আমাদের কমবেশি সকলেরই ইচ্ছা আছে ফ্রি টাইমটা যদি কাজে লাগিয়ে যদি অনলাইন থেকে কিছু ইনকাম করা যায় তাহলে মন্দটা কি?? কিন্তু সমস্যা হল কাজ জানিনা, তাহলে ইনকাম করব কিভাবে? এখন ফ্রিল্যান্স মার্কেটে যদি যাই তাহলে আমার যেকোনো একটা স্ক্রিল লাগবে হোক সেটা Web Developer কিংবা Digital Marketing.. কিছু একটা আমারে পরিপুর্ণ শেখা লাগবে তারপর মার্কেটপ্লেসে যাওয়া লাগবে। তারপর কাজ পাওয়া সেও একটা যুদ্ধ জয়..
অনলাইনে ভাওতাবাজির অভাব নেই, একজন বলবে এই করো ইনকাম হবে, আরেকজন বলবে ওইটা করো ইনকাম। আর আমরা সেসবের পিছনে ছুটে বেড়াবো, শেষমেষ ফলাফল জিরো (০)। টাইম যাবে, ফোনের নেট যাবে পরিশ্রম যাবে ফলাফল কিছুই আসবে না.. সবাই জ্ঞান দিবে টাকা দিবে না
•• এবার যদি আমার কথাই আসি, আমি আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আছি কোনোরকম। ২০১৬-১৭ সালের দিকে আমিও এমন এদিক সেদিক দৌড়ায় বেড়াতাম অনলাইন ইনকামের জন্য, আমার ফলাফল তখন এমন জিরো ছিলো। পরবর্তীতে নিজে নিজে কিছু সমস্যার সমাধান করার ফলে নিজের লাইন ধরতে পেরেছি… এইটা আমার ছোটখাটো বর্ণনা দিলাম
•• এখন আসি মুল কথায়, আমি এমন পরিস্থিতি দেখে চিন্তা করলাম, এই অধমের যতটুকু জ্ঞান আছে তা দিয়ে যদি লোকের সামান্য উপকার হয় দেখি চেষ্টা করে.. আমি মুলত CryptoCurrency নিয়ে কাজ করি।
•• পরবর্তী থেকে আমি ট্রিকবিডিতে আমার অনলাইন আর্ণিং নিয়ে লেখা প্রকাশ করবো, মোটামুটি যতটুকু আমি নিজে জানি, বুঝি, পারি এসবই। আমার ওইসব কাজের গ্যারান্টি আমি নিজে, ইনশাল্লাহ কাজ যদি ঠিকমত করেন তাহলে পেমেন্টও ঠিক মতনই পাবেন। আর আমার ইচ্ছা আছে আমি পার্ট বাই পার্ট লিখবো, যদি আপনাদের সাড়া পাই। ইনকাম বেশি হবে না কিন্তু আপনাদের নিরাশ করবো না।
√ ইনকাম কেমনঃ ইনকাম কেমন তা তো আর বলা যায় না, যতটুকু আপনি কাজ করবেন ততটুকু পরিমান টাকা পাবেন। তবে প্রথম ২ মাস পেমেন্ট চিন্তাও করবেন না, মনোযোগ দিয়ে আমার কথামতো কাজগুলো বুঝবেন, কেউ আপনাকে বিনা কারনে টাকা দিবে না, সবাই কাজ করিয়েই টাকা দিবে। কাজ শিখবেন, বুঝবেন তারপর কাজ করবেন… ইনশাল্লাহ প্রতিমাসে কমপক্ষে ১০ হাজার টাকা বুঝে নিবেন.. তবে অবশ্যই কাজ করতে হবে, কাজ না করলে তো আর পাবেন না। আমি আপনাকে লাখ টাকা ইনকামের সুযোগ করে দিতে হয়তো পারবো না কিন্তু আপনার সুযোগ আপনাকেই তৈরী করে নিতে হবে…
আলহামদুলিল্লাহ আমার ২০২২ সালের ১ বছরের কাজের পেমেন্টঃ
€ যদি আপনার ফ্রি টাইমটা কাজে লাগাতে চান তাহলে আমার লেখাগুলো দেখতে পারেন, অনেকতো দেখলেন এবার শেষবারের মতো চেষ্টা করে দেখেনতো অনলাইন ইনকাম হয় কি না… আর কাজ শেষে যদি পেমেন্ট না পান তাহলে ট্রিকবিডিতে আমার নামে ছোট করে একটা রিপোর্ট করে দিয়েন
✓ হেল্পলাইনের জন্য নতুন একটা Telegram চ্যানেল খুলেছি। আর অবশ্যই আমার Telegram চ্যানেলে জয়েন করতে ভুলবেন না Telegram Channel
.
The post অনলাইন ইনকামের নামে সময় নষ্ট বন্ধ করেন, প্রতিমাসে ১০ হাজার টাকা ইনকাম করবেন। মনোযোগ দিয়ে পড়বেন [গ্যারান্টি ১০০০%] appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/AJ5GsvE
via IFTTT
Comments
Post a Comment