ইমোজি তৈরি করুন পাইথন কোড দিয়ে ।

হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা । আশাকরি ভালোই আছেন । আপনি কি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানেন? আমি নিশ্চিত ৯৯.৯৯% TrickBd ব্যাবহারকারি বলবেন হ্যা আমি জানি। কারণ এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টি বর্তমানের টপ লেভেলের একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে সহজ, এবং কম কোড লিখে অনেক কাজ করা যায়। যা দ্বারা আপনি অনেক কিছু করতে পারবেন, এটি ওপেন সোর্স এবং বিনামূল্যে ব্যবহার করা যায়, যা বিশেষ ভাবে কম্পিউটার বিজ্ঞান, সাইন্টিফিক ক্যালকুলেশন, ওয়েব ডেভেলপমেন্ট, ডাটা সায়েন্স, ওয়েব স্ক্র্যাপিং, আটোমেশন এবং অন্যান্য বিষয়ে ব্যবহার করা হয়।

আজকে আমি আপনাদেরকে পাইথন কোড ব্যাবহার করে একটা ইমোজি তৈরি করে দেখাবো ।

আগের একটি পোস্টে পাইথন টার্টল কোড দিয়ে অসাধারণ একটা ডিজাইন তৈরি করে দেখানো হয়েছে, চাইলে দেখে আসতে পারেন। এখানে ক্লিক করুন

পাইথন কোড রান করার পর ইমোজিটি দেখতে ঠিক এরকম লাগবে –

তাহলে চলুন শুরু করা যাক

পাইথন কোড রান করানোর জন্য প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে Pydroid 3 ডাউনলোড করে ইন্সটল করতে হবে । যদি কোন এপস ডাউনলোড না করতে চান তাহলে Programiz একটা ওয়েব সাইট আছে সেখানে ও আপনি কোড রান করতে পারবেন।

প্রথমে Source Code লিংকে ক্লিক করে Pastbin থেকে কোড গুলো কপি করে নিন ।

এই কোড গুলো রান করানোর জন্য  Pydroid 3 Download করে Install করার পর প্রথমে যা যা করবেন সব নিচের স্ক্রিনসটে দেখানো হলো ।

Open করার পর Let’s Start এ ক্লিক করুন।

এবার উপরের টা সিলেক্ট করে Continue বাটনে ক্লিক করুন।

এবার মধ্যোখানের টা সিলেক্ট করে Continue বাটনে ক্লিক করুন।

এবার শুধু Continue বাটনে ক্লিক করুন।

এবার এখানে ক্লিক করে Cancel করে দেন ।

তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস Show হবে । এবার এখানে Pastebin থেকে কপি করা কোড গুলো পেস্ট করুন ।

পেস্ট করা হয়ে গেলে রান বাটনে ক্লিক করুন।

এবার দেখবেন ম্যাজিক । আমাদের ইমোজি তৈরি হয়ে গেছে । ঠিক এই রকম –

আশাকরি কিভাবে কি করবেন বুঝতে পেরেছেন । যদি না বুঝে থাকেন বা কোন সমস্যা হয় তাহলে ফেসবুকে হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে মেসেজ দিবেন । ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ।

আল্লাহ হাফেজ…….

The post ইমোজি তৈরি করুন পাইথন কোড দিয়ে । appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/KWcIxpi
via IFTTT

Comments