যেকোন ভিডিওর ফেস চেঞ্জ করে ফেলুন অসাধারণ AI ওয়েবসাইটের মাধ্যমে(Change the face of any video through the Unboring website)

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

প্রিয় ট্রিকবিডি বাসি কেমন আছেন সবাই?আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে অনেক ভাল আছেন।

আজকে আলোচনা করবো অসাধারণ একটি ওয়েবসাইট সম্পর্কে যার মাধ্যমে আপনি আপনার শর্ট ভিডিও গুলোতে ফেস চেঞ্জ করতে পারবেন।
এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা চাইলে আপনাদের বন্ধুদেরও সাথে মজা করতে পারবেন।তাদের ভিডিও কিংবা পিকচার দিয়ে যেকোন ফানি ভিডিওতে তাদের ফেস লাগিয়ে মজা নিতে পারবেন।
তবে আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে দয়া করে এই ওয়েবসাইট ব্যাবহার করে কোন প্রকার অনৈতিক কাজ করবেন না।

আর এই ওয়েবসাইট একটি AI দ্বারা পরিচালিত। তাই খুব অল্প সময়ে তারা ফেস চেঞ্জের ভিডিও তৈরী করে দেয় খুব সহজেই।
চলুন তাহলে শুরু করা যাক
প্রথমে এই লিংকে ক্লিক করুন Reface Unboring

এরপর এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনাকে অবশ্যই লগিন করতে হবে।এর জন্য উপরের ডান পাশের কর্নারে Sign In এ ক্লিক করে আপনার জিমেইল অথবা ফেসবুক আইডি দিয়ে খুব সহজেই লগিন সম্পন্ন করতে পারবেন।

লগিন করার পর নিচে একটু স্ক্রল করে দেখবেন অনেক গুলো অপশন রয়েছে আপনি Swap Faces এই অপশনের Try It Out এ ক্লিল করুন

তারপর Upload Content এ ক্লিক করুন

এখন আমরা যে ভিডিওতে ফেস ব্যাবহার করবো ঐ ভিডিওটি সিলেক্ট করে নিবো

এরপর আমরা যে ফেস ব্যাবহার করবো ঐ পিক আপলোড করে নিবো।

এখন আমাদের ফেস রেডি হয়ে গেছে আমরা চেহারাটি পরিবর্তন করার জন্য Swap Faces এ ক্লিক করবো

ব্যাস আমাদের কাজ শেষ।দেখুন খুব অল্প সময়ে মদের ভিডিওর ফেস চেঞ্জ হয়ে গেলো।

এখন ভিডিওটি ডাউনলোড করার জন্য Download Video তে ক্লিক করুন। দেখবেন আপনার ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে।

 

তো আমরা কম বেশি সবাই জানি AI বর্তমান সময়ে অনেক জনপ্রিয় হয়েছে এর কারণ AI অনেক দীর্ঘ সময়ের কাজকে অল্প সময়ে করে দিতে পারে।এর জন্য এই ওয়েবসাইটটি আমাদের ভিডিও ও ছবি নিয়ে AI ব্যাবহার করে খুব সহজেই ফেস চেঞ্জ করে দিতে পেরেছে।যা সত্যিই অসাধারণ।

তো আর কথা না বাড়িয়ে আজ এইখানেই বিদায় নিচ্ছি আমি

সোহেল আরমান রাজু

আমার সাথে যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে চাইলে Facebook – Instagram – My Telegram Groups

পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমাদৃষ্টিতে দেখবেন ।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আর নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ,ধন্যবাদ

আল্লাহ হাফেজ

The post যেকোন ভিডিওর ফেস চেঞ্জ করে ফেলুন অসাধারণ AI ওয়েবসাইটের মাধ্যমে(Change the face of any video through the Unboring website) appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/UlesVkr
via IFTTT

Comments