আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
প্রিয় ট্রিকবিডি বাসি কেমন আছেন সবাই?আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে অনেক ভাল আছেন।
আজকে আলোচনা করবো কিভাবে খুব সহজেই আপনার ছবির পোশাক পরিবর্তন করে স্টাইলিশ স্টাইলিশ পোশাক ইডিট করে লাগাবেন খুব সহজেই কোন প্রকার এপ্স ছাড়াই।আর আপনার ইডিট করা ছবির পোশাক গুলো একদম রিয়েল পোশাকের মতোন লাগবে।
কি অবাক হচ্ছেন?আসলে অবাক হওয়ার কিছুই নেই।আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি AI দ্বারা পরিচালিত বর্তমান Adobe ওয়েবসাইট সম্পর্কে।
কিভাবে আপনার ছবির পোশাক পরিবর্তন করবেন নিচে স্ক্রিনশট অনুযায়ী দেখানো হলো।
প্রথমে এই লিংকে ক্লিক করুন Adobe Firefly
এরপর এই ওয়েবসাইট এ লগিন করে ফেলুন(এতে আপনার কাজ অনেক সহজতর হবে)।
লগিন হওয়ার পর নিচে দেখুন Creat With Firefly অপশন রয়েছে ঐটাতে ক্লিক করুন
এরপর আপনার পারমিশন চাইবে আপনি Agree তে ক্লিক করুন
এরপর Upload Image এ ক্লিক করে আপনার ছবিটি সিলেক্ট করে আপলোড করে দিন
এরপর Add বাটনে ক্লিক করে আপনার ছবির পোশাকের উপর হাত দিয়ে ঘষে ঘষে সিলেক্ট করে নিন।আপনারা চাইলে ব্রাশের সাইজ ছোট বড় করে নিতে পারবেন এর জন্য Brush Setting এ ক্লিক করে সাইজ বাড়িয়ে বা কমিয়ে নিন।
বি:দ্র:যত নিখুত ভাবে আপনার ছবির পোশাকটি সিলেক্ট করবেন ততো সুন্দর ভাবে পোশাক পরিবর্তন করতে পারবেন।
সিলেক্ট করা হয়ে গেলে আমরা নিচের বক্সে লিখবো আমরা কেমন পোশাক লাগাবো আমাদের ছবিটিতে।
আমি নিচে লেখলাম Black & White T Shirt.
আপনারা আপনাদের পচ্ছন্দমতো পোশাক লিখতে পারেন।
পোশাকের নাম লিখা হওয়ার পর Generate এ ক্লিক করুন।
দেখুন কত সুন্দর ভাবে পোশাকটি পরিবর্তন হয়ে গেছে।
আপনারা চাইলে More+ এ ক্লিক করে অন্য পোশাক গুলিও ব্যাবহার করতে পারবেন।এখন ছবিটি ডাউনলোড করার জন্য উপরে 3Dot-(…) এ ক্লিক করুন।
এরপর ডাউনলোড অপশনে ক্লিক করুন।দেখবেন অটোমেটিক ভাবে ছবিটি ডাউনলোড হয়ে গেছে।
নিখুঁতভাবে পোশাক পরিবর্তন করার জন্য এই ওয়েবসাইট আমার কাছে বেস্ট মনে হয়েছে।আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।
বি:দ্র: দয়া করে এই ওয়েবসাইট ব্যাবহার করে কেউ অনৈতিক কাজ করবেন না।
তো আর কথা না বাড়িয়ে আজ এইখানেই বিদায় নিচ্ছি আমি
সোহেল আরমান রাজু
আমার সাথে যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে চাইলে Facebook – Instagram – My Telegram Groups
পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমাদৃষ্টিতে দেখবেন ।
সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আর নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ,ধন্যবাদ
আল্লাহ হাফেজ
The post কোন প্রকার এপ্স ছাড়াই আপনার ছবির পোশাক পরিবর্তন করুন AI Adobe ওয়েবসাইটের মাধ্যমে(Adobe Firefly) appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/Qy4ci7b
via IFTTT
Comments
Post a Comment