ডাউনলোড করুন Slash Royal গেমস, আর আপনার অবসর’কে উপভোগ করুন অন্য মাত্রায়,,

আসসালামু আলাইকুম প্রিয় ভিজিটরস বন্ধুরা। আশা করছি সবাই খুব ভালো আছেন। অনেকদিন পর আবারো হাজির হলাম ভিন্নধর্মী একটি টপিক নিয়ে। আজকের টপিক হচ্ছে গেমস রিলেটেড। আমরা সাধারণ অবসর সময়টা গেমস খেলে কাটাতে ভালোবাসি। আর যাই হোক, আধুুনিক যুগ বলে কথা।

আমাদের মধ্যে অনেকেই আছে হেভি গেমার। তারা পাবজি ফ্রি ফায়ার ছাড়া অন্য গেমস খেলেও না। ভারী ভারী গেমস গুলো আপনার ডিভাইসের অনেক ক্ষতি করে থাকে। মিড রেন্জ ডিভাইস এর ক্ষেত্রে কিছুটা সহনীয় হয়। অনেক ক্ষেত্রেই ক্ষতির কারণ হয়ে দাড়ায়। মোবাইলের চার্জ খুব দ্রুত শেষ হয়, ওভার হিটিং হয়, বড় অংশের স্টোরেজ দখল করে, আরো অনেক কিছু। তবে এমন অনেক গেমস রয়েছে যেগুলোর সাইজ অনেক কম। আপনার লো রেন্জ মোবাইলের জন্য আদর্শ হতে পারে। র্যাম অল্প হলেও হয়, বেশি জায়গা দখল করেনা। গেমসগুলো খেলে খুব মজা পাওয়া যায়। সময়ও ভালো কাটে, যত ইচ্ছে খেলতে থাকুন। বোরিং লাগবেনা একটুও।

কথা না বাড়িয়ে চলুন শুরু করে দেই,,
Details :
Name : Slash Royal
Version : 0.4.13
Release on : 30 july 2020
Last update : 2 june 2023
Required os : Android 5.0 and up,
Downloads : 100M+

[ গেমস’টিকে মূলত fighting + strategy হিসেবে বানানো হয়েছে। খেলা শুরু হলে আপনাকে দৌড়ে গিয়ে, যেকোনো একটি হাতিয়ার তুলে নিতে হবে। তারপরে ওই হাতিয়ার দিয়েই বাকি সকল প্লেয়ার’দের আঘাত করতে হবে। এভাবে আপনি যত’জনকে মারতে পারবেন ততই আপনার রেংক বাড়বে, ]

গেমস ডাউনলোড করতেঃ  এখানে ক্লিক করুন

গেমস ডাউনলোড করা শেষ হলে গেমস’টিতে প্রবেশ করুন।
*প্রথমে এরকম দেখাবে, agree & close অথবা without agreeing সিলেক্ট করতে পারেন। কোনো সমস্যা নেই,

*তারপর একেবারে নিচে Play বাটন দেখতে পাবেন। সেটাতে ক্লিক করুন,

*তারপর এরকম আসবে, উপরে ডাপনপাশের কোনায় প্লেয়ার’দের নাম দেখাবে। সবাইকে গোল করে দাঁড় করাবে, ২-৩ সেকেন্ড পরে খেলা শুরু হয়ে যাবে।

*খেলা শুরু হলে দৌড়ে গিয়ে হাতিয়ার খুঁজবেন। আশপাশে খুঁজলে পেয়ে যাবেন, আবার কালো দেওয়ালের ওপরেও কিছু হাতিয়ার পাবেন।

*হাতে যা পাবেন তা দিয়ে অন্যজনকে আঘাত করে মারতে হবে। এভাবে আপনি কত তম অবস্থানে আছেন সেটা দেখাবে।

*আপনি হেরে গেলে আপনার সামনে এড অপশন দেখাবে। এড দেখে আবার জীবন ফিরে পাবেন।

*এখান থেকে আপনার হাতিয়ার গুলো আপডেট বা শক্তিশালী করতে পারবেন।

এভাবে লেভেল বাড়বে, খেলোয়াড়ও বাড়বে এবং টিকে থাকাও কঠিন হয়ে যাবে। কিন্তু আপনাকে লড়াই চালিয়ে যেতে হবে।

ভিউয়ার্স, এটা খুবই সাধারণ একটা খেলা। আপনার বোঝার সুবিধার্থে বিস্তারিত বুঝিয়ে লিখেছি। এই কারণে হয়তো পোস্ট দেখে একটু বড় মনে হতে পারে।

সবাই অনেক ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।

The post ডাউনলোড করুন Slash Royal গেমস, আর আপনার অবসর’কে উপভোগ করুন অন্য মাত্রায়,, appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/mT1Q2Vu
via IFTTT

Comments