[Root] আনলমটড Google Photos সটরজ Hacks

আজকে আপনারা শিখবেন কিভাবে Google PhotosUnlimited Storage পাবেন।
এটি পার্সোনাল মেইলে হওয়ায় ডেটা লসের কোনো ভয় নেই।
আপনার মেইল যতদিন থাকবে আপলোড করা সব ছবি/ভিডিয়ো ঠিক ততদিন ই থাকবে।
আপনি ডিলিট করে দিলে তখন ভিন্ন কথা।

Get Google Photos Unlimited Storage for Free (LSPosed) - xiaomiui

তবে বলা যায় এটি নিরাপদ একটি প্রক্রিয়া যা অনেকভাবে করা যায়।
ডিভাইস স্পুফিং খুবই জনপ্রিয় এক্ষেত্রে। কাস্টম রমে এটি ইউজ করা হয়।
এছাড়া ম্যানুয়ালি build.prop ইডিট করেও এটি করা যায়। আবার Magisk Module এর মাধ্যমেও করা যায়।
তবে স্পুফিং করলে হয় কী, সম্পূর্ণ ডিভাইসের মডেল ই পাল্টে যায়। যার ফলে অনেক অ্যাপে সমস্যা হয়।
বিশেষ করে যেগুলোতে ডিভাইস ভেরিফিকেশন সিস্টেম রয়েছে।
কিন্তু আজকের মেথড ফলো করলে শুধু Google Photos এ আপনার ডিভাইসের তথ্য পরিবর্তন হবে।
বাকিসব ঠিকঠাক থাকবে।

চলুন প্রথমে দেখে নিই কী কী লাগবে।


  1. Rooted Android Device
  2. Magisk Manager
  3. Zygisk/Riru
  4. LSposed
  5. Pixelify GPhotos
  6. Google Photos App

উপরে সবকিছুর লিংক দেয়া আছে। যার যা দরকার ডাউনলোড করে নেবেন।
তবে আমি Riru এর চেয়ে Zygisk কে প্রাধান্য দেবো।
কারণ Riru এখন আর মেইনটেইন হয়না। আর Zygisk বিল্ট ইন থাকে Magisk এ।

প্রসেস:


একদম প্রথম থেকে শুরু করা যাক।

যেহেতু আর্টিকেলের টাইটেল পড়েছেন সেহেতু আপনার ডিভাইস রুটেড। তাই এদিকে আর যাচ্ছিনা।
এ সম্পর্কে জানতে হলে এই আর্টিকেলটি পড়ুন।

এখন আসি ২ নং কন্ডিশনে।

 

বর্তমান সময়ে ৯৯% ফোন রুট করা হয় Magisk দিয়ে। তাই খুব সম্ভবত এটিও আপনার ফোনে রয়েছে।
না থাকলে ইন্সটল/ফ্লাশ করে ফেলুন ঝটপট। লিংক উপরে দেয়া আছে।

এবার ৩ নং কন্ডিশন।
Zygisk

সোজা চলে যান Magisk Manager এর Settings এ আর Magisk ক্যাটাগরি থেকে Zygisk টা Enable করে নিন।

এরপর ৪ নং কাজ।

যা হলো, LSposed ইন্সটল করা।
তার জন্য উপরে দেয়া লিংক থেকে ফাইলটি ডাউনলোড করে Magisk Manager এর Module অপশন থেকে Install From Storage এ গিয়ে ফাইলটি ফ্লাশ করে নিতে হবে।

তারপর ফোন সোজা একবার Reboot/ReStart দিবেন। মানে অফ করে অন করবেন।


Install Xposed Framework/LSPosed on Android 13 [Video]

তারপর LSposed এ গিয়ে দেখুন Activated লেখা আছে কি-না। থাকলে কাজ প্রায় হয়ে গেছে বলা যায়।
LSposed এপ খুঁজে না পেলে এখান থেকে ডাউনলোড করে নিন।
ফোনের নোটিফিকেশন প্যানেলেও পেতে পারেন।

Best LSposed Modules are here - working in 2022 ! - YouTube

তবে এটি Android 8.1 থেকে উপরের ভার্সনগুলোতে কাজ করবে।
অন্য ভার্সনের জন্য build.prop এডিট মেথড/অন্যকোনো Exposed ইন্সটল করতে হবে।

এবার ৫ নং ধাপ।

ইন্সটল করুন Pixelify GPhotos এপ।
তারপর LSposed থেকে Module এ গিয়ে এটিকে এক্টিভেট করে ডিভাইস রিবুট করুন।

এবার দেখুন Google Photos Unlimited হয়েছে কি-না।

Get Free Unlimited Google Photos Storage in Original Quality - YouTube
নাহলে Google Photos এপ এর ডেটা ক্লিয়ার করুন। তাহলেই কাজ হবে আশা করি।

 

কাজে সফল হলে কমেন্ট করুন। বিফল হলে পুনরায় চেষ্টা করুন।
রুট করতে না পারলে আমার আগের আর্টিকেলগুলো পড়ুন।
সুবিধা-অসুবিধা সম্পর্কে জানুন। তারপর কাজ করুন।
আর রুট করতে ইউটিউব/গুগল করুন।
ডিভাইস/ব্র্যান্ড ভেদে আলাদা হওয়ায় রুট করার প্রসেস নিজেরটা নিজেকেই খুঁজে বের করতে হবে।

তবে ধাপগুলো উপরে দেয়া আর্টিকেলে বিস্তারিত আছে।
এটি পড়লে আপনার ভালোমতোই ধারণা হয়ে যাবে এ সম্পর্কে।

বি.দ্র.


এন্ড্রয়েডের জগত এতটাই বিশাল যে এতে ঢুকলে কুলকিনারা খুঁজে পাবেনা কেউ-ই। আপনি যতই ঘাটাঘাটি করবেন ততই নতুন দিগন্ত উম্মোচন করবেন। তাই এই জগতে কেউই সবজান্তা নয়। নতুন নতুন সমস্যা আসছে, আবার এর সমাধান ও বের হচ্ছে। তবে এতদিনে একটা বিষয় আমি ভালোভাবেই বুঝেছি, এন্ড্রয়েড ডিভাইসের হার্ডওয়্যার যতক্ষণ পর্যন্ত ঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত ডিভাইস নষ্ট হওয়ার কোনো চান্স নেই। বড়জোর ব্রিক করবে। এরপর এটা বাইপাস করে একবার ফ্ল্যাশ দিলেই খেল খতম। তাই অযথা টেনশন না নিয়ে সবকিছু ভালোভাবে জেনে লেগে পড়ুন কাস্টমাইজেশনে।

আর ততক্ষণে পড়ে নিন পূর্ববর্তী সময়ে আমার লেখা রুট সম্পর্কিত কিছু আর্টিকেল।

Root, Custom Recovery, Custom Rom, Custom Kernel সহ সব এক্সপার্ট লেভেলের কাজের বিস্তারিত।

[Root & Non Root] Lucky Patcher এর কাজ এবং ব্যবহার (সম্পূর্ণ)!

[RooT-Custom Recovery]ফোন স্লো?নো টেনশন!RawRZ (all in one) tweak আছেনা?

[Xposed/Root] বেস্ট মডিউল Wanam Xposed রিভিউ ও বিস্তারিত।

[Root/Xposed] Xposed Framework এবং Xposed Module বৃত্তান্ত (সম্পূর্ণ)।

 

নোট: ছবিগুলোর বেশিরভাগ গুগলসার্চ করে বিভিন্ন সাইট থেকে নেয়া। তবে কন্টেক্সট ঠিকই আছে।

দৃষ্টি আকর্ষণ:


বরাবরের মত আবারও বলছি,
আমার লেখা কপি করার চিন্তাও করবেন না।
সুস্থ্য মস্তিকের মানুষ হলে,
আশা করি মনে রাখবেন কথাটা।

আর একান্তই যদি কোনো প্রয়োজন হয়,তবে ফেইসবুকে ও টেলিগ্রামে নক করতে পারেন।
আর ইচ্ছে করলে আমার YouTube চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন।
নিয়মিত আপডেট পেতে আশা করি Subscribe করে রাখবেন।

“ধন্যবাদ”

The post [Root] আনলিমিটেড Google Photos স্টোরেজ Hacks appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/AYi1hwZ
via IFTTT

Comments