হেলো বন্ধুরা!
কেমন আছেন সবাই? আশাকরি ভালোই আছেন। বেশ অনেকদিন পরে চলে এলাম দারুন একটা পোস্ট নিয়ে। আশাকরি অনেকের কাজে লাগবে ইনশাআল্লাহ।
আজকের পোস্ট টি উইন্ডোজ টিউটোরিয়াল পোস্ট, তাই আপনার যদি একটা কম্পিউটার থেকে থাকে তাহলে আমি বলবো এই পোস্ট টা আপনি অবশ্যই দ্যাখেন। আর আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার কিন্তু নতুন কিছু শিখতে চান তাহলে আপনিও এই পোস্ট টা দেখতে পারেন। আজকের পোস্ট এ আমরা দেখবো কিভাবে একটি Corrupted Windows থেকে প্রয়োজনীয় ডেটা অন্য পার্টিশন এ কপি করা যায়।
কোন কোন সময় এই পোস্ট টা কাজে লাগাতে পারেন?
এমনিতেই শেখার কোনো শেষ নেই তাই আপনি এই পোস্ট এর বিষয়বস্তু শিখে রাখতে পারেন।
মনে করেন আপনার পিসির উইন্ডোজ ক্র্যাশ হয়ে গেছে, তাই পিসি টা আর অন করতে পারছেন না। এমনকি সেফ মোডেও অন হচ্ছে না। ঠিক তখন এই প্রসেস টা কাজে লাগিয়ে আপনি আপনার প্রয়োজনীয় ফাইল গুলো কপি করে পেন ড্রাইভ বা অন্য কোনো পার্টিশন এ রাখতে পারেন।অনেকেরই C-Drive এর ডকুমেন্টস এবং ডাউনলোড ফোল্ডারে অনকে কিছু থাকে যা অনেক দরকারী,উনারা চাইলে এই প্রসেস ফলো করে Local Disk/User/ থেকে আপনার প্রয়োজনীয় ইউজারের ফাইল গুলো কপি করে নিতে পারেন।
মনে করেন আপনার পিসি তে দুইটা হার্ডডিস্ক লাগানো আছে, তার মধ্যে উইন্ডোজ যে হার্ডডিস্ক এ আছে ওইটা নষ্ট হয়ে গেছে। এখন পিসি অন করার জন্য আপনাকে ২য় হার্ডডিস্ক এ উইন্ডোজ ফ্ল্যাশ করতে হবে। কিন্তু ২য় হার্ডডিস্ক এ উইন্ডোজ ফ্ল্যাশ করার মতো পার্টিশন করা নাই, কারণ যে সকল পার্টিশন আছে ওইগুলো তে আপনার প্রয়োজনীয় ফাইল আছে। এ অবস্থায় আপনি তো চাইবেন না পুরো একটা পার্টিশন ডাইরেক্ট ফরম্যাট মেরে ওই পার্টিশন এ উইন্ডোজ ফ্ল্যাশ করতে। তাই এই প্রসেস ফলো করে আপনি একটা পার্টিশন এর সকল ফাইল গুলো অন্য পার্টিশন এ কপি করে ওই পার্টিশন টা ফাকা করে তারপর উইন্ডোজ ফ্ল্যাশ করতে পারেন। এতে করে আপনি আপনার প্রয়োজনীয় ফাইল গুলোও পেয়ে গেলেন। অথবা পেন ড্রাইভ এও কপি করে নিতে পারেন।
আশাকরি আপনারা বুঝতে পেরেছেন কোন কোন ক্ষেত্রে এই প্রসেস টা কাজে লাগানো যায়। চলুন কাজ এ যাই।
শুরু করার আগে কিছু কথা:
আপনি যদি প্রসেস টা জেনে থাকেন তাহলে ভুল ত্রুটি হলে জানাতে পারেন অথবা পোস্ট ইগনোর করে চলে যেতে পারেন। দয়া করে কেউ উলটা পালটা কমেন্ট করবেন না। শুধু আপনার জেনে লাভ নেই, বাকিদেরও জানতে দিন। ধন্যবাদ।
আচ্ছা, সব প্রথমে একটি বুটেবল পেন ড্রাইভ বা সিডি ড্রাইভ দিয়ে উইন্ডোজ সেটাপ এ যান। তারপর নিচের মতো দেখবেন, প্রথমে Next এ ক্লিক করুন:
এবার বাম পাশে কোণায় একটু নিচের দিকে Repair Your computer এ ক্লিক দিন:
তারপর, Troubleshoot এ ক্লিক দিন:
এবার Command Prompt এ ক্লিক দিন:
তাহলে দেখবেন একটা Windows Command Terminal Interface আপনার সামনে চলে এসেছে। এখন Terminal এ শুধু notepad লিখে Enter করেন। ছোট অক্ষরেই লেখবেন, শেষে exe দেওয়ার দরকার নাই। নিচে দ্যাখেন :
দেখুন Enter মারার পর একটা Notepad চলে এসেছে। এইখানে থেকে File এ ক্লিক করুন:
তারপর Open এ ক্লিক করুন:
তাহলেই দেখবেন পিসির Select File Type Interface টা চলে এসেছে, এইখান থেকে This PC তে ক্লিক করুন :
তাহলেই দেখবেন আপনার পিসির সকল পার্টিশন এইখানে শো করবে। এইখান থেকে ব্যাসিকালি পিসি তে যেভাবে কপি পেস্ট করেন ঠিক সেভাবেই কপি পেস্ট করতে পারবেন। দেখুন আমি Videos পার্টিশন এ থাকা Videos ফোল্ডার টি কপি করে আমার Technical Rafi ফোল্ডারে রাখতে চাই। এর জন্য প্রথম এ Videos ফোল্ডারে রাইট ক্লিক করে Copy তে ক্লিক দিলাম, দেখুন সাইজ ৩ জিবি:
তারপর Technical Rafi ফোল্ডারে এসে Paste করে দিলাম:
দেখুন উপরে খেয়াল করলে দেখতে পাবেন ফোল্ডার লোকেশন Technical Rafi, আর সাইজ দ্যাখেন ৩ জিবি। মানে ভালোভাবে কপি সম্পন্ন হয়েছে।
ঠিক এভাবেই আপনি যদি আপনার পিসির ডাউনলোড বা ডকুমেন্টস ফোল্ডার গুলো কপি করতে চান তাহলে C-Drive/user/user profile এ ঢুকলেই ডাউনলোড,ডেস্কটপ সহ সকল ফাইল দেখতে পাবেন, সেখান থেকে একই উপায়ে ফাইল গুলো কপি করতে পারবেন।
আমার ক্ষেত্রে উইন্ডোজ রাখা হার্ডডিস্ক টি পুরো নষ্ট হয়ে গেছে তাই ইউজার ফাইল কপি করানো দেখানো গেলো না।
এভাবে খুব সহজে, আপনার পিসির উইন্ডোজ ক্র্যাশ থাকলেও প্রয়োজনীয় ফাইল গুলো কপি করতে পারবেন।
আশাকরি সবাই বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে আবার পোস্ট টা মন দিয়ে পড়তে পারেন, সব বুঝে যাবেন কারণ আমি সব খুব বিস্তারিত ভাবে তুলে ধরেছি।
পার্সোনাল লিনক: নেই।
ধন্যবাদ সবাইকে।
The post Corrupted Windows থেকে প্রয়োজনীয় ফাইল অন্য পার্টিশন এ কপি করবেন কীভাবে? appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/JaTwqCk
via IFTTT
Comments
Post a Comment