#পোস্ট ১৮
আসসালামু আলাইকুম, সবাইকে। আপনি কীভাবে পিসি শাট ডাউন করেন তা আমার জানা নেই। তবে আপনি যদি এডভান্স ইউজার না হয়ে থাকেন তবে আমি বলতে পারি আপনার পিসি শাট ডাউন করতে কিছুটা হলেও সময় বেশি লাগে। এই দ্রুতগতির যুগে আপনি কেন পিছিয়ে থাকবেন? তাই চলুন কিছুটা সময় সেইভ করি।
এখানে আমি ২ টি পদ্ধতি দেখাব। আপনারা চাইলে যেকোনোটি ব্যবহার করতে পারেন।
-
Keyboard Shortcut
-
Quick Shortcut
Keyboard Shortcut
Windows logo key + X + U + U যেকোনো উইন্ডো ওপেন থাকাবস্থায় এই শর্টকাটটি ব্যবহার করে মাত্র ১ সেকেন্ডের মধ্যেই পিসি শাট ডাউন করতে পারবেন।
Quick Shortcut
এটি একটু এডভান্স ট্রিকস। আপনারা চাইলে শর্টকাট তৈরি করে নিতে পারেন যেটাতে মাউসের ডাবল ক্লিক করলেই পিসি শাট ডাউন করতে পারবেন। শুরুতেই আপনাকে ডেস্কটপে যেতে হবে। এরপর মাউসের রাইট ক্লিক করে New > shortcut এ ক্লিক করবেন।
এখানে shutdown.exe -s -t 00 কমান্ডটি লিখুন এবং ok প্রেস করে সেইভ করে ফেলুন। চাইলে Properties -এ গিয়ে শর্টকাটটির আইকন পরিবর্তন করতে পারেন। ব্যাস, হয়ে গেল শর্টকাট তৈরি। এরপর থেকে যখনই শর্টকাটটিতে ডাবল ক্লিক করবেন তখন দেখবেন কেমন ইন্সট্যান্টলি পিসি শাট ডাউন হয়ে যাচ্ছে।
জেনে রাখুন:
১ম ক্ষেত্রে Windows logo + X + U প্রেস করলে আরো কিছু অপশন পাবেন যেমনঃ Sleep, Restart সেগুলাও করতে পারবেন। পার্সোনালি আমি এটাই ব্যবহার করি।
২য় ক্ষেত্রে 00 তে সময় (মিলিসেকেন্ডে) বোঝাচ্ছে তাই আপনি চাইলে আপনার সুবিধামত সেখানে টাইম সেট করতে পারেন। যেমনঃ ১ সেকেন্ড করতে চাইলে ১০০ লিখবেন।
আশা করছি ট্রিকগুলো আপনার অবশ্যই কাজে লেগেছে। আপনি কোন ট্রিকটি ব্যবহার করলেন সেটি নিচে কমেন্ট করে জানাতে পারেন। অথবা আপনার জানা আরো ইন্টারেস্টিং শর্টকাট থাকলে আমাকে সাজেস্ট করতে পারেন। আমি সেগুলা ট্রাই করে দেখবো।
আজকের পোস্ট এখানেই শেষ করছি। উইন্ডোজ রিলেটেড এমন ইন্টারেস্টিং সব পোস্ট দেখতে আমার প্রোফাইল ঘুরে আসতে পারেন। পরবর্তী পোস্ট দেখার আমন্ত্রণ রইলো । ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। <3
More about me
আমাকে সাপোর্ট করতে চাইলে আমার ব্লগ থেকে পোস্টটি পড়তে পারেন। আমার ব্লগ সাইট
The post এখন থেকে পিসি শাট ডাউন করুন মাত্র ১ সেকেন্ডে!! appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/NYbBpGW
via IFTTT
Comments
Post a Comment